কুষ্টিয়া প্রতিনিধি
পঞ্চম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২৭ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তিন প্রার্থীসহ জামানত হারান। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আইন অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন তাঁরা। জামানত হারানো প্রার্থীদের মধ্যে হাটশ হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান সম্পা মাহমুদ ২৩২, বটতৈলের সাবেক চেয়ারম্যান এমএ মোমিন মন্ডল ১১৪ ও আলামপুর ইউপির আব্দুল হান্নান ১৭৭ ভোট পেয়েছেন।
মনোহরদিয়া ইউপির আখতারুজ্জামান ৯৪ ভোট, গোস্বামীদূর্গাপুর ইউপির নুরুদ্দিন বিশ্বাস ১ হাজার ৪৭৫, বতৈটল ইউপির এ কে এম ওয়াহিদুজ্জামান ১৬, শামসুল আলামিন ৩২, সেলিম রেজা ৩৮ ও নুরুল ইসলাম ১ হাজার ৪০৫ ভোট পান। আলমপুর ইউপির আব্দুল মান্নান ১৬৩ ভোট, আব্দুল মালেক ৩৫, আলাদিন মিন্টু ৮৭, আশরাফুল ইসলাম ৯৫, বাহাউদ্দিন ১ হাজার ৫৫৫ এবং গিয়াস উদ্দিন শেখ পেয়েছেন ৫৪৯ ভোট।
হাটশহরিপুর ইউপির মাহফুজুর রহমান ৭৯৫ ভোট, সাইফুল ইসলাম ৬৮, হাসান আলী ৩৬১ এবং হাসিবুর রহমান রিজু পেয়েছেন ২০৭ ভোট।
আইলচারা ইউপিতে আব্দুর রশিদ ৪ ভোট, আব্দুল লতিফ ৩ এবং কামরুল হাসান পেয়েছেন ৩৭০ ভোট। পাটিকাবাড়িতে আবু দাউদ পেয়েছেন ১ হাজার ৬২৯ ভোট। এ ছাড়া হরিনারায়ণপুর ইউপির আতিয়ার রহমান ২৭৬ ভোট এবং তোতা মিয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।
এর আগে গত ২৬ ডিসেম্বর এসব ইউপিতে নির্বাচন হয়। নির্বাচনে মাত্র ১টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। অন্যদিকে আটটি ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এ ছাড়া একটিতে জাসদ, একটিতে বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে বিজয়ী হন। এই নির্বাচনে দল থেকে বহিষ্কার করার পরও আওয়ামী লীগের বিদ্রোহী আট প্রার্থী বিজয়ী হন।
চেয়ারম্যান প্রার্থীদের জামানাত বাজেয়াপ্তের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেন, কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই মোতাবেক গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।’
পঞ্চম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২৭ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তিন প্রার্থীসহ জামানত হারান। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আইন অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন তাঁরা। জামানত হারানো প্রার্থীদের মধ্যে হাটশ হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান সম্পা মাহমুদ ২৩২, বটতৈলের সাবেক চেয়ারম্যান এমএ মোমিন মন্ডল ১১৪ ও আলামপুর ইউপির আব্দুল হান্নান ১৭৭ ভোট পেয়েছেন।
মনোহরদিয়া ইউপির আখতারুজ্জামান ৯৪ ভোট, গোস্বামীদূর্গাপুর ইউপির নুরুদ্দিন বিশ্বাস ১ হাজার ৪৭৫, বতৈটল ইউপির এ কে এম ওয়াহিদুজ্জামান ১৬, শামসুল আলামিন ৩২, সেলিম রেজা ৩৮ ও নুরুল ইসলাম ১ হাজার ৪০৫ ভোট পান। আলমপুর ইউপির আব্দুল মান্নান ১৬৩ ভোট, আব্দুল মালেক ৩৫, আলাদিন মিন্টু ৮৭, আশরাফুল ইসলাম ৯৫, বাহাউদ্দিন ১ হাজার ৫৫৫ এবং গিয়াস উদ্দিন শেখ পেয়েছেন ৫৪৯ ভোট।
হাটশহরিপুর ইউপির মাহফুজুর রহমান ৭৯৫ ভোট, সাইফুল ইসলাম ৬৮, হাসান আলী ৩৬১ এবং হাসিবুর রহমান রিজু পেয়েছেন ২০৭ ভোট।
আইলচারা ইউপিতে আব্দুর রশিদ ৪ ভোট, আব্দুল লতিফ ৩ এবং কামরুল হাসান পেয়েছেন ৩৭০ ভোট। পাটিকাবাড়িতে আবু দাউদ পেয়েছেন ১ হাজার ৬২৯ ভোট। এ ছাড়া হরিনারায়ণপুর ইউপির আতিয়ার রহমান ২৭৬ ভোট এবং তোতা মিয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।
এর আগে গত ২৬ ডিসেম্বর এসব ইউপিতে নির্বাচন হয়। নির্বাচনে মাত্র ১টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। অন্যদিকে আটটি ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এ ছাড়া একটিতে জাসদ, একটিতে বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে বিজয়ী হন। এই নির্বাচনে দল থেকে বহিষ্কার করার পরও আওয়ামী লীগের বিদ্রোহী আট প্রার্থী বিজয়ী হন।
চেয়ারম্যান প্রার্থীদের জামানাত বাজেয়াপ্তের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেন, কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই মোতাবেক গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে