মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কুরিয়ার সার্ভিসের কর্মচারীরা জানান, চুরির সঙ্গে জড়িত নৈশপ্রহরী সোহাগ হোসেন। তিনি কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ব্যবস্থাপককে অজ্ঞান করে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস মেহেরপুর কার্যালয়ের কর্মচারীদের সূত্রে জানা গেছে, নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সদর উপজেলার ঝাউবাড়িয়া-বাববরপাড়া গ্রামের সোহাগ হোসেন এ চুরির সঙ্গে জড়িত। কার্যালয়ের ক্যাশ কাউন্টারের ৪টি ড্রয়ারে প্রতিদিনের লেনদেন হিসাবে এ টাকাগুলো গচ্ছিত ছিল।
কর্মচারীরা জানান, সকাল ৯টার দিকে তাঁরা অফিসে আসেন। অফিসের সময় শুরুর পরেও ব্যবস্থাপক ঘুমিয়ে থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে ব্যবস্থাপকের কক্ষে গিয়ে ধাক্কা দিয়ে তাঁকে জাগাতে পারেননি। অনেক ডাকাডাকির ও দরজা ধাক্কার পর ঘুম ভাঙে তাঁর। এরপর ড্রয়ারগুলো ভাঙা অবস্থায় দেখতে পান সবাই।
এরপর কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সোহাগের চুরির বিষয়টি নিশ্চিত হন। নৈশপ্রহরী আর ব্যবস্থাপক কার্যালয়ে রাত্রিযাপন করেন বলেও জানান তাঁরা
ব্যবস্থাপক রুবেল বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোমল পানীয় পান করতে দেয় সোহাগ। খাওয়ার পরই ঘুমিয়ে পড়ি।’
কার্যালয়ের কর্মচারীরা জানান, সোহাগের চাচা ইলিয়াস হোসেন এ কার্যালয়ে নৈশপ্রহরী। তাঁর অনুপস্থিতে মাঝেমধ্যেই সোহাগ সেখানে দায়িত্ব পালন করে থাকেন। শনিবার রাতেও সোহাগ দায়িত্বে ছিলেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোহাগের চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখছি।’
মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কুরিয়ার সার্ভিসের কর্মচারীরা জানান, চুরির সঙ্গে জড়িত নৈশপ্রহরী সোহাগ হোসেন। তিনি কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ব্যবস্থাপককে অজ্ঞান করে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস মেহেরপুর কার্যালয়ের কর্মচারীদের সূত্রে জানা গেছে, নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সদর উপজেলার ঝাউবাড়িয়া-বাববরপাড়া গ্রামের সোহাগ হোসেন এ চুরির সঙ্গে জড়িত। কার্যালয়ের ক্যাশ কাউন্টারের ৪টি ড্রয়ারে প্রতিদিনের লেনদেন হিসাবে এ টাকাগুলো গচ্ছিত ছিল।
কর্মচারীরা জানান, সকাল ৯টার দিকে তাঁরা অফিসে আসেন। অফিসের সময় শুরুর পরেও ব্যবস্থাপক ঘুমিয়ে থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে ব্যবস্থাপকের কক্ষে গিয়ে ধাক্কা দিয়ে তাঁকে জাগাতে পারেননি। অনেক ডাকাডাকির ও দরজা ধাক্কার পর ঘুম ভাঙে তাঁর। এরপর ড্রয়ারগুলো ভাঙা অবস্থায় দেখতে পান সবাই।
এরপর কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সোহাগের চুরির বিষয়টি নিশ্চিত হন। নৈশপ্রহরী আর ব্যবস্থাপক কার্যালয়ে রাত্রিযাপন করেন বলেও জানান তাঁরা
ব্যবস্থাপক রুবেল বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোমল পানীয় পান করতে দেয় সোহাগ। খাওয়ার পরই ঘুমিয়ে পড়ি।’
কার্যালয়ের কর্মচারীরা জানান, সোহাগের চাচা ইলিয়াস হোসেন এ কার্যালয়ে নৈশপ্রহরী। তাঁর অনুপস্থিতে মাঝেমধ্যেই সোহাগ সেখানে দায়িত্ব পালন করে থাকেন। শনিবার রাতেও সোহাগ দায়িত্বে ছিলেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোহাগের চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে