বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বানিয়াচং উপজেলায় ১৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপে নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর। ইতিমধ্যে ৮৬ জন নেতা-কর্মী ফরম সংগ্রহ করেছেন। তবে প্রতীক বরাদ্দের আগেই সম্ভাব্য প্রার্থীরা নৌকার মাঝি হতে মরিয়া হয়ে উঠেছেন।
গত ১০ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ঘোষণা অনুযায়ী জানা যায়, এ উপজেলার ১৫টি ইউপি মধ্যে ১৪টিতে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ নভেম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়া হবে। মনোনয়ন যাচাই-বাছাই ২৯ নভেম্বর। আপিল দায়ের ৩০ নভেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।
এদিকে গত ২৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পর বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা ডেকে তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থীদের তালিকার কাজ করেন। উপজেলা আওয়ামী লীগ দলীয়ভাবে ফরম বিতরণ শুরু করে এবং ফরম বিতরণ শেষ হয় ১২ নভেম্বর।
১৩ নভেম্বর চূড়ান্ত বাছাই শেষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে প্রার্থীর তালিকা পাঠিয়েছেন। ১৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজিম্মুল হক চৌধুরী রেকর্ডসংখ্যক প্রার্থীর দলীয় মনোনয়ন চাওয়ার ব্যাপারে বলেন, ‘একাধিক প্রার্থীরা নৌকায় মনোনয়ন পেতে মরিয়া। এদিকে আসন্ন এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।’ তবে সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ‘যোগ্য প্রার্থীকেই নৌকা মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে দলের বিদ্রোহী প্রার্থীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
বানিয়াচং উপজেলায় ১৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপে নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর। ইতিমধ্যে ৮৬ জন নেতা-কর্মী ফরম সংগ্রহ করেছেন। তবে প্রতীক বরাদ্দের আগেই সম্ভাব্য প্রার্থীরা নৌকার মাঝি হতে মরিয়া হয়ে উঠেছেন।
গত ১০ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ঘোষণা অনুযায়ী জানা যায়, এ উপজেলার ১৫টি ইউপি মধ্যে ১৪টিতে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ নভেম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়া হবে। মনোনয়ন যাচাই-বাছাই ২৯ নভেম্বর। আপিল দায়ের ৩০ নভেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।
এদিকে গত ২৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পর বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা ডেকে তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থীদের তালিকার কাজ করেন। উপজেলা আওয়ামী লীগ দলীয়ভাবে ফরম বিতরণ শুরু করে এবং ফরম বিতরণ শেষ হয় ১২ নভেম্বর।
১৩ নভেম্বর চূড়ান্ত বাছাই শেষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে প্রার্থীর তালিকা পাঠিয়েছেন। ১৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজিম্মুল হক চৌধুরী রেকর্ডসংখ্যক প্রার্থীর দলীয় মনোনয়ন চাওয়ার ব্যাপারে বলেন, ‘একাধিক প্রার্থীরা নৌকায় মনোনয়ন পেতে মরিয়া। এদিকে আসন্ন এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।’ তবে সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ‘যোগ্য প্রার্থীকেই নৌকা মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে দলের বিদ্রোহী প্রার্থীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে