ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
মহানবী (সা.) ও ইবরাহিম (আ.)-এর মধ্যে পৃথিবীতে আগমনের দিক থেকে ব্যবধান থাকলেও আধ্যাত্মিকতা ও আন্তরিকতায় রয়েছে উল্লেখযোগ্য সম্পর্ক ও সখ্য। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-এর ঘনিষ্ঠজন হিসেবে মহানবী (সা.) ও তাঁর উম্মতকে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ভাষ্যমতে, মহানবী (সা.)-এর আগমন ইবরাহিম (আ.)-এরই দোয়ার ফল। তিনিই আমাদের মুসলিম নামকরণ করেন। এসব কারণে ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারের আল্লাহপ্রেমের মাত্রা নির্ণায়ক অতুলনীয় কিছু আমলের উত্তরসূরি হয়েছেন মুসলমানরা।
ইবরাহিম (আ.)-কে আল্লাহ তাআলা অনেক বিষয়ে পরীক্ষা করেন এবং সব বিষয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এসব পরীক্ষার মধ্যে অন্যতম হলো, পুত্র ইসমাইল (আ.)-কে মায়ের সঙ্গে মক্কার জনশূন্য প্রান্তরে রেখে যাওয়া, সন্তান বড় হলে তাঁকে নিয়ে কাবাঘর নির্মাণ করা এবং পরে তাঁকে কোরবানি করার নির্দেশ ইত্যাদি। এসব ঘটনাকে স্মরণ করতেই ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজ ও কোরবানির বিধান প্রবর্তিত হয়েছে।
কাবাঘর ও মাকামে ইবরাহিম
কাবা পৃথিবীর প্রথম ঘর ও উপাসনালয়। কালক্রমে তা বিধ্বস্ত হয়ে যায়। স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে যখন ইবরাহিম (আ.) মক্কায় রেখে যান, তখন কাবার কোনো চিহ্ন ছিল না। এর মধ্যে ইসমাইল (আ.) বাবার কাজে সহযোগিতা করার মতো বয়সে পদার্পণ করেন। এরপর আল্লাহর পক্ষ থেকে কাবাঘর পুনর্নির্মাণের নির্দেশ আসে। আল্লাহর নির্দেশনায় ইবরাহিম (আ.) পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। আল্লাহ বলেন, ‘স্মরণ করো, যখন ইবরাহিম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলছিল। তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই আমল কবুল করুন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)
বর্তমানে কাবাঘর মুসলিম উম্মাহর পবিত্র কেবলা এবং হজ-ওমরাহর কার্যক্রমের প্রাণকেন্দ্র। ইবরাহিম (আ.)-এর কাবা নির্মাণকালের পদচিহ্নবিশিষ্ট পাথর আজও সেখানে বিদ্যমান, যা মাকামে ইবরাহিম নামে পরিচিত। তাওয়াফের পরে সেখানে দুই রাকাত নামাজ আদায় করতে হয়। আল্লাহ বলেন, ‘আর তোমরা মাকামে ইবরাহিমকে নামাজের জায়গা বানাও।’ (সুরা বাকারা, আয়াত: ১২৫)
সাফা-মারওয়া ও জমজম কূপ
ইবরাহিম (আ.) ইরাকে জন্মগ্রহণ করলেও আল্লাহর নির্দেশে সিরিয়ায় হিজরত করেন। মাতৃভূমি ও স্বজাতি ত্যাগ করে সিরিয়ায় অবস্থানকালে সন্তান লাভের পর আল্লাহর নির্দেশ আসে যে, স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে সেখান থেকে স্থানান্তর হতে হবে। জিবরাইল (আ.) তাঁদের নিয়ে রওনা হন। চলতে চলতে শুকনো পাহাড় ও উত্তপ্ত বালুকাময় এক প্রান্তরে এসে পৌঁছান। সেখানেই মহান আল্লাহ বায়তুল্লাহ নির্মাণ ও মক্কা নগরী প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে রাখেন। জিবরাইল (আ.) তাঁদের থামিয়ে দেন। ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে একা রেখে সিরিয়ায় ফিরে যান। হাজেরা শিশুপুত্রকে নিয়ে জনশূন্য প্রান্তরে অবস্থান করতে থাকেন। একসময় কঠিন পিপাসা তাঁকে পানির খোঁজে বের হতে বাধ্য করে। তিনি শিশুকে রেখে সাফা-মারওয়া পাহাড়ে বারবার দৌড়ান। সাতবার ছোটাছুটি করেও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে আসেন। তখনই আল্লাহর রহমত অবতীর্ণ হয়। জিবরাইল (আ.) এসে শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝরনাধারা বইয়ে দেন। এই ঝরনাধারাই আজকের জমজম কূপ। হাজেরা (আ.)-এর সেই দৌড়ানোর স্মরণেই হাজিদের সাফা-মারওয়ার মাঝে দৌড়াতে হয়। আর ইসমাইল (আ.)-এর তৃষ্ণা নিবারণের জন্য প্রদেয় জমজম কূপের পানিই আজকের হাজিদের প্রধান পানীয়।
কোরবানির নির্দেশ ও শয়তানের প্রতারণা
ইসমাইল (আ.) যখন সাবালক হলেন, তখন ইবরাহিম (আ.) স্বপ্নে দেখলেন যে তিনি পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি বুঝতে পারলেন যে ইসমাইলকে কোরবানি করতে হবে। তিনি তাঁকে স্বপ্নের কথা জানালেন। ইসমাইল (আ.) উত্তর দিলেন, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’ (সুরা সাফফাত, আয়াত: ১০২)
ইবরাহিম (আ.) তাঁকে কোরবানির জন্য মিনা প্রান্তরে নিয়ে গেলেন। পথে শয়তান তিনবার ইবরাহিম (আ.)-কে প্রতারিত করার চেষ্টা করে। ইবরাহিম (আ.) প্রতিবারই শয়তানকে সাতটি করে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেন। প্রশংসনীয় এই কাজের স্মৃতি হিসেবেই হাজিরা মিনায় তিনবার তিন স্থানে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে থাকেন। যা হজের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য।
পশু কোরবানির প্রেক্ষাপট
ইবরাহিম (আ.) পুত্র ইসমাইল (আ.)-কে নিয়ে কোরবানির স্থানে পৌঁছান এবং জবাই করতে উদ্যত হন। ইবরাহিম (আ.) ছুরি চালাতে লাগলেন, কিন্তু তা কাজ করছিল না। আর তখনই অদৃশ্য থেকে আওয়াজ আসে, ‘হে ইবরাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি এক সুস্পষ্ট পরীক্ষা’। (সুরা সাফফাত, আয়াত: ১০৪-১০৬) সেই গায়েবি আওয়াজ শুনে ইবরাহিম (আ.) তাকালেন। দেখলেন, জিবরাইল (আ.) একটি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। দুম্বাটি ইবরাহিম (আ.)-কে দেওয়া হলো। তিনি আল্লাহর নির্দেশে পুত্রের পরিবর্তে সেটিই কোরবানি করলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘আমি তাকে মুক্ত করলাম এক কোরবানির বিনিময়ে।’ (সুরা সাফফাত, আয়াত: ১০৭)
সেই ধারাবাহিকতায় মিনার প্রান্তরে হাজিরা কোরবানি করে থাকেন। আর পুরো মুসলিম উম্মাহ নিজ নিজ অবস্থানে কোরবানি করেন। আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)-এর ঐতিহাসিক কোরবানি প্রসঙ্গ বর্ণনা করার পর বলেন, ‘আর আমি এটি পরবর্তীদের স্মরণে রেখেছি। ইবরাহিমের প্রতি সালাম বর্ষিত হোক।’ (সুরা আস-সাফফাত, আয়াত: ১০৮-১০৯)
আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)-এর এই কর্মকে আল্লাহপ্রেমের প্রতীক হিসেবে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ সাব্যস্ত করেছেন। তাই তো কোরবানি দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা বলি, ‘আল্লাহুম্মা তাকববালহু কামা তাকববালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইবরাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম’ অর্থাৎ, ‘হে আল্লাহ, তুমি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করো, যেমন তুমি কবুল করেছ তোমার হাবিব মুহাম্মদ (সা.) ও তোমার খলিল ইবরাহিম (আ.)-এর পক্ষ থেকে।’
ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মহানবী (সা.) ও ইবরাহিম (আ.)-এর মধ্যে পৃথিবীতে আগমনের দিক থেকে ব্যবধান থাকলেও আধ্যাত্মিকতা ও আন্তরিকতায় রয়েছে উল্লেখযোগ্য সম্পর্ক ও সখ্য। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-এর ঘনিষ্ঠজন হিসেবে মহানবী (সা.) ও তাঁর উম্মতকে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ভাষ্যমতে, মহানবী (সা.)-এর আগমন ইবরাহিম (আ.)-এরই দোয়ার ফল। তিনিই আমাদের মুসলিম নামকরণ করেন। এসব কারণে ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারের আল্লাহপ্রেমের মাত্রা নির্ণায়ক অতুলনীয় কিছু আমলের উত্তরসূরি হয়েছেন মুসলমানরা।
ইবরাহিম (আ.)-কে আল্লাহ তাআলা অনেক বিষয়ে পরীক্ষা করেন এবং সব বিষয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এসব পরীক্ষার মধ্যে অন্যতম হলো, পুত্র ইসমাইল (আ.)-কে মায়ের সঙ্গে মক্কার জনশূন্য প্রান্তরে রেখে যাওয়া, সন্তান বড় হলে তাঁকে নিয়ে কাবাঘর নির্মাণ করা এবং পরে তাঁকে কোরবানি করার নির্দেশ ইত্যাদি। এসব ঘটনাকে স্মরণ করতেই ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজ ও কোরবানির বিধান প্রবর্তিত হয়েছে।
কাবাঘর ও মাকামে ইবরাহিম
কাবা পৃথিবীর প্রথম ঘর ও উপাসনালয়। কালক্রমে তা বিধ্বস্ত হয়ে যায়। স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে যখন ইবরাহিম (আ.) মক্কায় রেখে যান, তখন কাবার কোনো চিহ্ন ছিল না। এর মধ্যে ইসমাইল (আ.) বাবার কাজে সহযোগিতা করার মতো বয়সে পদার্পণ করেন। এরপর আল্লাহর পক্ষ থেকে কাবাঘর পুনর্নির্মাণের নির্দেশ আসে। আল্লাহর নির্দেশনায় ইবরাহিম (আ.) পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। আল্লাহ বলেন, ‘স্মরণ করো, যখন ইবরাহিম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলছিল। তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই আমল কবুল করুন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)
বর্তমানে কাবাঘর মুসলিম উম্মাহর পবিত্র কেবলা এবং হজ-ওমরাহর কার্যক্রমের প্রাণকেন্দ্র। ইবরাহিম (আ.)-এর কাবা নির্মাণকালের পদচিহ্নবিশিষ্ট পাথর আজও সেখানে বিদ্যমান, যা মাকামে ইবরাহিম নামে পরিচিত। তাওয়াফের পরে সেখানে দুই রাকাত নামাজ আদায় করতে হয়। আল্লাহ বলেন, ‘আর তোমরা মাকামে ইবরাহিমকে নামাজের জায়গা বানাও।’ (সুরা বাকারা, আয়াত: ১২৫)
সাফা-মারওয়া ও জমজম কূপ
ইবরাহিম (আ.) ইরাকে জন্মগ্রহণ করলেও আল্লাহর নির্দেশে সিরিয়ায় হিজরত করেন। মাতৃভূমি ও স্বজাতি ত্যাগ করে সিরিয়ায় অবস্থানকালে সন্তান লাভের পর আল্লাহর নির্দেশ আসে যে, স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে সেখান থেকে স্থানান্তর হতে হবে। জিবরাইল (আ.) তাঁদের নিয়ে রওনা হন। চলতে চলতে শুকনো পাহাড় ও উত্তপ্ত বালুকাময় এক প্রান্তরে এসে পৌঁছান। সেখানেই মহান আল্লাহ বায়তুল্লাহ নির্মাণ ও মক্কা নগরী প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে রাখেন। জিবরাইল (আ.) তাঁদের থামিয়ে দেন। ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে একা রেখে সিরিয়ায় ফিরে যান। হাজেরা শিশুপুত্রকে নিয়ে জনশূন্য প্রান্তরে অবস্থান করতে থাকেন। একসময় কঠিন পিপাসা তাঁকে পানির খোঁজে বের হতে বাধ্য করে। তিনি শিশুকে রেখে সাফা-মারওয়া পাহাড়ে বারবার দৌড়ান। সাতবার ছোটাছুটি করেও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে আসেন। তখনই আল্লাহর রহমত অবতীর্ণ হয়। জিবরাইল (আ.) এসে শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝরনাধারা বইয়ে দেন। এই ঝরনাধারাই আজকের জমজম কূপ। হাজেরা (আ.)-এর সেই দৌড়ানোর স্মরণেই হাজিদের সাফা-মারওয়ার মাঝে দৌড়াতে হয়। আর ইসমাইল (আ.)-এর তৃষ্ণা নিবারণের জন্য প্রদেয় জমজম কূপের পানিই আজকের হাজিদের প্রধান পানীয়।
কোরবানির নির্দেশ ও শয়তানের প্রতারণা
ইসমাইল (আ.) যখন সাবালক হলেন, তখন ইবরাহিম (আ.) স্বপ্নে দেখলেন যে তিনি পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি বুঝতে পারলেন যে ইসমাইলকে কোরবানি করতে হবে। তিনি তাঁকে স্বপ্নের কথা জানালেন। ইসমাইল (আ.) উত্তর দিলেন, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’ (সুরা সাফফাত, আয়াত: ১০২)
ইবরাহিম (আ.) তাঁকে কোরবানির জন্য মিনা প্রান্তরে নিয়ে গেলেন। পথে শয়তান তিনবার ইবরাহিম (আ.)-কে প্রতারিত করার চেষ্টা করে। ইবরাহিম (আ.) প্রতিবারই শয়তানকে সাতটি করে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেন। প্রশংসনীয় এই কাজের স্মৃতি হিসেবেই হাজিরা মিনায় তিনবার তিন স্থানে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে থাকেন। যা হজের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য।
পশু কোরবানির প্রেক্ষাপট
ইবরাহিম (আ.) পুত্র ইসমাইল (আ.)-কে নিয়ে কোরবানির স্থানে পৌঁছান এবং জবাই করতে উদ্যত হন। ইবরাহিম (আ.) ছুরি চালাতে লাগলেন, কিন্তু তা কাজ করছিল না। আর তখনই অদৃশ্য থেকে আওয়াজ আসে, ‘হে ইবরাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি এক সুস্পষ্ট পরীক্ষা’। (সুরা সাফফাত, আয়াত: ১০৪-১০৬) সেই গায়েবি আওয়াজ শুনে ইবরাহিম (আ.) তাকালেন। দেখলেন, জিবরাইল (আ.) একটি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। দুম্বাটি ইবরাহিম (আ.)-কে দেওয়া হলো। তিনি আল্লাহর নির্দেশে পুত্রের পরিবর্তে সেটিই কোরবানি করলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘আমি তাকে মুক্ত করলাম এক কোরবানির বিনিময়ে।’ (সুরা সাফফাত, আয়াত: ১০৭)
সেই ধারাবাহিকতায় মিনার প্রান্তরে হাজিরা কোরবানি করে থাকেন। আর পুরো মুসলিম উম্মাহ নিজ নিজ অবস্থানে কোরবানি করেন। আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)-এর ঐতিহাসিক কোরবানি প্রসঙ্গ বর্ণনা করার পর বলেন, ‘আর আমি এটি পরবর্তীদের স্মরণে রেখেছি। ইবরাহিমের প্রতি সালাম বর্ষিত হোক।’ (সুরা আস-সাফফাত, আয়াত: ১০৮-১০৯)
আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)-এর এই কর্মকে আল্লাহপ্রেমের প্রতীক হিসেবে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ সাব্যস্ত করেছেন। তাই তো কোরবানি দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা বলি, ‘আল্লাহুম্মা তাকববালহু কামা তাকববালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইবরাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম’ অর্থাৎ, ‘হে আল্লাহ, তুমি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করো, যেমন তুমি কবুল করেছ তোমার হাবিব মুহাম্মদ (সা.) ও তোমার খলিল ইবরাহিম (আ.)-এর পক্ষ থেকে।’
ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে