শরীয়তপুর প্রতিনিধি
জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদের (ইউপির) সবশেষ নির্বাচন হয় ২০১১ সালে। এরপর নানা জটিলতায় আটকে রয়েছে এই ইউপির ভোট।
চলমান ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছ আবেদন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ব্যাপারী। আর নির্বাচন বন্ধ করার জন্য উচ্চ আদালতে রিট করেছেন ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম গোমস্তার ভাই আবুল কালাম গোমস্তা। ফলে আটকে গেছে ইউপির ভোট।
সবকিছু ঠিক থাকার পরও নির্বাচন কেন আটকে আছে তার উত্তর জানা নেই খোদ নির্বাচন কর্মকর্তার। নির্বাচনের দাবিতে স্থানীয়রা জাজিরার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া সড়কে মানববন্ধন করেছেন। শনিবার সকালে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন নাওডোবা ইউনিয়নের হাজারো মানুষ।
জাজিরা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরার নাওডোবা ইউনিয়নের বিভিন্ন মৌজায় পদ্মা সেতু, সেতুর সংযোগ সড়ক, রেল প্রকল্প, সার্ভিস এরিয়া ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড অবস্থিত। ওই স্থাপনাগুলোর নির্মাণের জন্য বিভিন্ন সময় জমি অধিগ্রহণ করে সরকার। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ইউপি নির্বাচনের আগে নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাতবর। রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ওই ইউপির নির্বাচন বন্ধ হয়ে যায়। গত ২৩ সেপ্টেম্বর রিট আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। গত বছরের আগস্ট মাসে ওই ইউপির চেয়ারম্যান ফজলুল হক মারা যান। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ৫ নম্বর ইউপি সদস্য আবুল কাশেম ব্যাপারী। দেশে চলমান নির্বাচনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ৪ নভেম্বর নাওডোবা ইউনিয়নের সীমানা নির্ধারণ না করে নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার জন্য আবেদন করেন। তাঁর এই আবেদনের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিন গিয়ে সীমানা নির্মাণের বিষয়ে তদন্ত করেন। তদন্ত শেষে গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাঞ্জুর হোসেন খান প্রতিবেদন জমা দেন। তিনি তার প্রতিবেদনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় রেল সংযোগ ও সেতুর ভূমি অধিগ্রহণের কারণে কোনো ওয়ার্ডের পরিবর্তন হয়নি। নাওডোবা ইউপির বিদ্যমান ওয়ার্ডের কোনো পরিবর্তন বা ভোটারদের অবস্থান পরিবর্তন না হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন। প্রতিবেদন জমা দেওয়ার পর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম গোমন্তার ভাই আবুল কালাম গোমস্তা নির্বাচন বন্ধ রাখার জন্য গত ২২ নভেম্বর উচ্চ আদালতে রিট করেন।
আগামী ষষ্ঠ ধাপে জাজিরার বিভিন্ন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করা হয়েছে। অথচ ওই তফসিলে নাম নেই নাওডোবা ইউপির। তফসিল ঘোষণা ও ওয়ার্ড সদস্যদের নির্বাচন বন্ধের পায়তারার প্রতিবাদে শনিবার নাওডোবায় বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আব্দুল কুদ্দুস সারেং বলেন, ‘প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ তিনজন ইউপি সদস্যকে গত বছর বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর ৬ নম্বর ওয়ার্ড সদস্য বকুল মাতবর মারা গেছেন। গত বছর চেয়ারম্যান ফজলুল হক মারা গেছেন। পরিষদের কোনো অভিভাবক নেই। এরপরও একটি চক্র নানাভাবে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।’
নাওডোবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম ব্যাপারী বলেন, ‘রেল লাইন ও চার লেন সড়কের কারণে কিছু ওয়ার্ডের অবস্থান পরিবর্তন হয়েছে। আমরা চাই ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন হোক। এটা আমাদের বর্তমান পরিষদের সকলেরই মত। তাই কেউ একজন আদালতে গিয়েছেন।’
জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান বলেন, ‘উচ্চ আদালতে নতুন করে রিট করার তথ্য এখনো আমরা পাইনি।’
জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদের (ইউপির) সবশেষ নির্বাচন হয় ২০১১ সালে। এরপর নানা জটিলতায় আটকে রয়েছে এই ইউপির ভোট।
চলমান ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছ আবেদন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ব্যাপারী। আর নির্বাচন বন্ধ করার জন্য উচ্চ আদালতে রিট করেছেন ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম গোমস্তার ভাই আবুল কালাম গোমস্তা। ফলে আটকে গেছে ইউপির ভোট।
সবকিছু ঠিক থাকার পরও নির্বাচন কেন আটকে আছে তার উত্তর জানা নেই খোদ নির্বাচন কর্মকর্তার। নির্বাচনের দাবিতে স্থানীয়রা জাজিরার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া সড়কে মানববন্ধন করেছেন। শনিবার সকালে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন নাওডোবা ইউনিয়নের হাজারো মানুষ।
জাজিরা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরার নাওডোবা ইউনিয়নের বিভিন্ন মৌজায় পদ্মা সেতু, সেতুর সংযোগ সড়ক, রেল প্রকল্প, সার্ভিস এরিয়া ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড অবস্থিত। ওই স্থাপনাগুলোর নির্মাণের জন্য বিভিন্ন সময় জমি অধিগ্রহণ করে সরকার। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ইউপি নির্বাচনের আগে নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাতবর। রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ওই ইউপির নির্বাচন বন্ধ হয়ে যায়। গত ২৩ সেপ্টেম্বর রিট আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। গত বছরের আগস্ট মাসে ওই ইউপির চেয়ারম্যান ফজলুল হক মারা যান। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ৫ নম্বর ইউপি সদস্য আবুল কাশেম ব্যাপারী। দেশে চলমান নির্বাচনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ৪ নভেম্বর নাওডোবা ইউনিয়নের সীমানা নির্ধারণ না করে নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার জন্য আবেদন করেন। তাঁর এই আবেদনের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিন গিয়ে সীমানা নির্মাণের বিষয়ে তদন্ত করেন। তদন্ত শেষে গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাঞ্জুর হোসেন খান প্রতিবেদন জমা দেন। তিনি তার প্রতিবেদনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় রেল সংযোগ ও সেতুর ভূমি অধিগ্রহণের কারণে কোনো ওয়ার্ডের পরিবর্তন হয়নি। নাওডোবা ইউপির বিদ্যমান ওয়ার্ডের কোনো পরিবর্তন বা ভোটারদের অবস্থান পরিবর্তন না হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন। প্রতিবেদন জমা দেওয়ার পর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম গোমন্তার ভাই আবুল কালাম গোমস্তা নির্বাচন বন্ধ রাখার জন্য গত ২২ নভেম্বর উচ্চ আদালতে রিট করেন।
আগামী ষষ্ঠ ধাপে জাজিরার বিভিন্ন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করা হয়েছে। অথচ ওই তফসিলে নাম নেই নাওডোবা ইউপির। তফসিল ঘোষণা ও ওয়ার্ড সদস্যদের নির্বাচন বন্ধের পায়তারার প্রতিবাদে শনিবার নাওডোবায় বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আব্দুল কুদ্দুস সারেং বলেন, ‘প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ তিনজন ইউপি সদস্যকে গত বছর বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর ৬ নম্বর ওয়ার্ড সদস্য বকুল মাতবর মারা গেছেন। গত বছর চেয়ারম্যান ফজলুল হক মারা গেছেন। পরিষদের কোনো অভিভাবক নেই। এরপরও একটি চক্র নানাভাবে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।’
নাওডোবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম ব্যাপারী বলেন, ‘রেল লাইন ও চার লেন সড়কের কারণে কিছু ওয়ার্ডের অবস্থান পরিবর্তন হয়েছে। আমরা চাই ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন হোক। এটা আমাদের বর্তমান পরিষদের সকলেরই মত। তাই কেউ একজন আদালতে গিয়েছেন।’
জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান বলেন, ‘উচ্চ আদালতে নতুন করে রিট করার তথ্য এখনো আমরা পাইনি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে