আনিসুজ্জামান
এরশাদের আমলে একবার ডাকসুর নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে। বহু বছর পর কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদের নির্বাচন হলো সেবার। নির্বাচন পরিচালনার জন্য উপাচার্য যাঁদের হাতে দায়িত্ব দিলেন, তাঁদের মধ্যে ছিলেন আনিসুজ্জামান। কলাভবনে কর্তব্য পালনের পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন, উপাচার্যের কাছাকাছি থাকাই ছিল তাঁর প্রধান কাজ।
সরকারপক্ষীয় ছাত্রদের ছিল পেশিশক্তি। কিন্তু ছাত্রলীগ আর ছাত্রদলের ছিল শিক্ষার্থীদের মধ্যে সমর্থন। তাই বোঝাই যাচ্ছিল, নির্বাচন সুষ্ঠুভাবে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধীদলীয় শিক্ষার্থীরাই জয়ী হবেন। নির্বাচনে জয়ী হলো সুলতান মোহাম্মদ মনসুরের নেতৃত্বে ছাত্রলীগ। ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ বিজয় মিছিল বের করল ক্যাম্পাসে। রোকেয়া হল থেকে বিজয় মিছিল বের করা হলে সেই মিছিল আক্রান্ত হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনিসুজ্জামানকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করল। রোকেয়া হলে গিয়ে আনিসুজ্জামানরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করলেন।
সে সময় এক ছাত্রী এসে বললেন, ‘তদন্ত কমিটির কাছে যারা আসছে, তাদের দূর থেকে লক্ষ করছে কিছু ছাত্রী। আমি যে সাক্ষ্য দিতে এসেছি, সেটা দেখছে সবাই। আপনারা কি আমার নিরাপত্তা দিতে পারবেন?’
আনিসুজ্জামানকে কবুল করতে হলো, তাঁরা আসলে নিরুপায়। তখন ছাত্রীটি বললেন, ‘এসব তদন্তে কিছু হবে না স্যার। যারা আমাদের মারধর করেছে, তারা বহাল তবিয়তে আছে। তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিলে পরিণাম ভালো হবে না বলে শাসাচ্ছে। ভয়ে কেউ সত্য বলতে আসছে না। ওরা যত শক্তিশালী, তাতে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না।’
মেয়েটা ঠিক বলেছিলেন। রিপোর্ট তৈরি হলো, কাউকে কাউকে চিহ্নিতও করা হলো। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া গেল না।
মজার ব্যাপার হলো, যে মেয়েটি কথাগুলো বলেছিলেন, ‘সেই মেয়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন কিছুদিন বাদে, আর যে মেয়েটি গোলযোগের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল, সে মেয়েটিও যথাসময়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন।’
সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ৪০৬-৪০৭
এরশাদের আমলে একবার ডাকসুর নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে। বহু বছর পর কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদের নির্বাচন হলো সেবার। নির্বাচন পরিচালনার জন্য উপাচার্য যাঁদের হাতে দায়িত্ব দিলেন, তাঁদের মধ্যে ছিলেন আনিসুজ্জামান। কলাভবনে কর্তব্য পালনের পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন, উপাচার্যের কাছাকাছি থাকাই ছিল তাঁর প্রধান কাজ।
সরকারপক্ষীয় ছাত্রদের ছিল পেশিশক্তি। কিন্তু ছাত্রলীগ আর ছাত্রদলের ছিল শিক্ষার্থীদের মধ্যে সমর্থন। তাই বোঝাই যাচ্ছিল, নির্বাচন সুষ্ঠুভাবে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধীদলীয় শিক্ষার্থীরাই জয়ী হবেন। নির্বাচনে জয়ী হলো সুলতান মোহাম্মদ মনসুরের নেতৃত্বে ছাত্রলীগ। ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ বিজয় মিছিল বের করল ক্যাম্পাসে। রোকেয়া হল থেকে বিজয় মিছিল বের করা হলে সেই মিছিল আক্রান্ত হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনিসুজ্জামানকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করল। রোকেয়া হলে গিয়ে আনিসুজ্জামানরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করলেন।
সে সময় এক ছাত্রী এসে বললেন, ‘তদন্ত কমিটির কাছে যারা আসছে, তাদের দূর থেকে লক্ষ করছে কিছু ছাত্রী। আমি যে সাক্ষ্য দিতে এসেছি, সেটা দেখছে সবাই। আপনারা কি আমার নিরাপত্তা দিতে পারবেন?’
আনিসুজ্জামানকে কবুল করতে হলো, তাঁরা আসলে নিরুপায়। তখন ছাত্রীটি বললেন, ‘এসব তদন্তে কিছু হবে না স্যার। যারা আমাদের মারধর করেছে, তারা বহাল তবিয়তে আছে। তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিলে পরিণাম ভালো হবে না বলে শাসাচ্ছে। ভয়ে কেউ সত্য বলতে আসছে না। ওরা যত শক্তিশালী, তাতে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না।’
মেয়েটা ঠিক বলেছিলেন। রিপোর্ট তৈরি হলো, কাউকে কাউকে চিহ্নিতও করা হলো। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া গেল না।
মজার ব্যাপার হলো, যে মেয়েটি কথাগুলো বলেছিলেন, ‘সেই মেয়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন কিছুদিন বাদে, আর যে মেয়েটি গোলযোগের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল, সে মেয়েটিও যথাসময়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন।’
সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ৪০৬-৪০৭
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে