মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক?
আবসার উদ্দিন, ঢাকা
উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)
পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।
রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন;
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।
প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক?
আবসার উদ্দিন, ঢাকা
উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)
পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।
রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন;
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে