পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লালু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত শনিবার রাতে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকার পত্নীপাড়া গ্রামের জাহেরুল ইসলামের ভোগদখলীয় জমি ভাড়াটে লোকজন নিয়ে দখল করেন লালু ও তাঁর ভাইয়েরা। জমি দখলে বাধা দিতে গেলে চরম মারধরের শিকার হন ভুক্তভোগীরা। এতে আহত জাহেরুল তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ওই ঘটনায় জাহেরুলের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জের পত্নীপাড়া গ্রামের সোহরাব আলীর চার ছেলে তারা মিয়া, বাবুল আক্তার, মোস্তফা, নুরুল ইসলাম লালুসহ ১৮ জন ও অজ্ঞাত ১০০জনের নামে থানায় এজাহার করেছেন।
বাদী নাজমুল বলেন, গভীর রাতে ভাড়াটে লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে জবরদখল করতে জমিতে অবস্থান নেন লালুরা চার ভাইসহ ভাড়াটে লোক। অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখান তাঁরা। বাধা দিতে গেলে মারধর করে জোরজবরদস্তি করে জমিতে দুটি টিনের ছাপরা তোলেন তাঁরা। উপায়ান্তর না পেয়ে ৯৯৯ নম্বরে পুলিশে ফোন দিলে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি দখলে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহেরুল ইসলাম বলেন, ‘জমিটি আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু লালু ও তাঁর ভাইয়েরা খতিয়ান বলে জমিটি তাঁদের দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা করে রায় পেয়েছি। এরপরও তারা দখল করে নেয়।’
গ্রেপ্তারের আগে এসব অস্বীকার করে নুরুল ইসলাম লালু বলেন, ‘জমিটা আমাদের। তারা অবৈধভাবে দখল করে ভোগদখলে ছিল। তাই দখলে নিয়েছি।’
এ বিষয়ে থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, ‘নুরুল ইসলাম লালু এজাহারভুক্ত আসামি। তিনি গত শনিবার গভীর রাতে অবৈধভাবে জমি দখলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লালু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত শনিবার রাতে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকার পত্নীপাড়া গ্রামের জাহেরুল ইসলামের ভোগদখলীয় জমি ভাড়াটে লোকজন নিয়ে দখল করেন লালু ও তাঁর ভাইয়েরা। জমি দখলে বাধা দিতে গেলে চরম মারধরের শিকার হন ভুক্তভোগীরা। এতে আহত জাহেরুল তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ওই ঘটনায় জাহেরুলের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জের পত্নীপাড়া গ্রামের সোহরাব আলীর চার ছেলে তারা মিয়া, বাবুল আক্তার, মোস্তফা, নুরুল ইসলাম লালুসহ ১৮ জন ও অজ্ঞাত ১০০জনের নামে থানায় এজাহার করেছেন।
বাদী নাজমুল বলেন, গভীর রাতে ভাড়াটে লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে জবরদখল করতে জমিতে অবস্থান নেন লালুরা চার ভাইসহ ভাড়াটে লোক। অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখান তাঁরা। বাধা দিতে গেলে মারধর করে জোরজবরদস্তি করে জমিতে দুটি টিনের ছাপরা তোলেন তাঁরা। উপায়ান্তর না পেয়ে ৯৯৯ নম্বরে পুলিশে ফোন দিলে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি দখলে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহেরুল ইসলাম বলেন, ‘জমিটি আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু লালু ও তাঁর ভাইয়েরা খতিয়ান বলে জমিটি তাঁদের দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা করে রায় পেয়েছি। এরপরও তারা দখল করে নেয়।’
গ্রেপ্তারের আগে এসব অস্বীকার করে নুরুল ইসলাম লালু বলেন, ‘জমিটা আমাদের। তারা অবৈধভাবে দখল করে ভোগদখলে ছিল। তাই দখলে নিয়েছি।’
এ বিষয়ে থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, ‘নুরুল ইসলাম লালু এজাহারভুক্ত আসামি। তিনি গত শনিবার গভীর রাতে অবৈধভাবে জমি দখলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে