ফেনী প্রতিনিধি
ফেনীর নদ-নদী ও খালগুলোতে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ অবাধে শিকার করা হচ্ছে। এতে মাছের সঙ্গে অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। আবার এসব মাছ খেয়ে ও পানি ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুম হওয়ায় জেলার সোনাগাজীর ছোট ফেনী নদী, কালিদাস পাহালিয়া ও মুহুরি নদীসহ প্রত্যন্ত অঞ্চলের খালগুলোতে রাতের আঁধারে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ ধরা। এতে বিষক্রিয়ায় প্রায় সব জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
সদর উপজেলার লেমুয়া এলাকার মীর হোসেন অভিযোগ করে বলেন, বাজারে বিক্রির জন্য ও নিজেদের চাহিদা মেটাতে এলাকায় এমন একাধিক দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে। তাঁরা নদী বা খালে ঘের তৈরি করে বিষ ঢেলে মাছ শিকার করছে।
সোনাগাজীর সফরপুর এলাকার মোসলেহ উদ্দিন বলেন, পানি বিষাক্ত হয়ে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মাছসহ অন্য প্রাণীও মারা যাচ্ছে। আবার এসব পানি ব্যবহারে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, চলতি মাসের ১৫ নভেম্বর জেলার সোনাগাজীর ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার করার অভিযোগে ৫ যুবককে কারেন্ট জাল ও নৌকাসহ আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, প্রাকৃতিকভাবে বংশবিস্তার করা নদীর জলজ প্রাণীর ক্ষতি ঠেকাতে ও বিষ প্রয়োগের কুফল সম্পর্কে স্থানীদের ধারণা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ জন্য প্রচারণা চলছে বলেও জানান তিনি। এ ছাড়া মাছ শিকারের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ফেনীর নদ-নদী ও খালগুলোতে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ অবাধে শিকার করা হচ্ছে। এতে মাছের সঙ্গে অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। আবার এসব মাছ খেয়ে ও পানি ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুম হওয়ায় জেলার সোনাগাজীর ছোট ফেনী নদী, কালিদাস পাহালিয়া ও মুহুরি নদীসহ প্রত্যন্ত অঞ্চলের খালগুলোতে রাতের আঁধারে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ ধরা। এতে বিষক্রিয়ায় প্রায় সব জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
সদর উপজেলার লেমুয়া এলাকার মীর হোসেন অভিযোগ করে বলেন, বাজারে বিক্রির জন্য ও নিজেদের চাহিদা মেটাতে এলাকায় এমন একাধিক দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে। তাঁরা নদী বা খালে ঘের তৈরি করে বিষ ঢেলে মাছ শিকার করছে।
সোনাগাজীর সফরপুর এলাকার মোসলেহ উদ্দিন বলেন, পানি বিষাক্ত হয়ে যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মাছসহ অন্য প্রাণীও মারা যাচ্ছে। আবার এসব পানি ব্যবহারে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, চলতি মাসের ১৫ নভেম্বর জেলার সোনাগাজীর ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার করার অভিযোগে ৫ যুবককে কারেন্ট জাল ও নৌকাসহ আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, প্রাকৃতিকভাবে বংশবিস্তার করা নদীর জলজ প্রাণীর ক্ষতি ঠেকাতে ও বিষ প্রয়োগের কুফল সম্পর্কে স্থানীদের ধারণা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ জন্য প্রচারণা চলছে বলেও জানান তিনি। এ ছাড়া মাছ শিকারের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে