মধুপুর প্রতিনিধি
মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের ৪৭ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল কবির। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বহিষ্কার হওয়া নেতা কর্মীদের মধ্যে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আজহারুল ইসলামও রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু স্বাক্ষরিত এক আদেশপত্রে তাঁদের বহিষ্কারের সুপারিশ করা হয়। গত সোমবার (১৫ নভেম্বর) বহিষ্কারের সুপারিশ করা হলে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তাঁদের বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, উপজেলার আলোকদিয়া, গোলাবাড়ী ও মির্জাবাড়ী ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। ওই নির্বাচনে মির্জাবাড়ী থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন বোর্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামকে নির্বাচন করে। দলীয় এই সিদ্ধান্ত অমান্য করে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, জিয়াউল হক জামাল মাস্টার ও মো. আজহারুল ইসলাম আজাহার মাস্টারও মনোনয়নপত্র জমা দেন।
পরে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে শাহজাহান আলী তালুকদার ও জিয়াউল হক জামাল মাস্টার ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম আজহার মাস্টার মনোনয়নপত্র প্রত্যাহার না করে নৌকা প্রতীকের বিপরীতে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগ তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আজহারুল ইসলামের নির্বাচনী কাজে সহযোগিতাকারী দলের বিভিন্ন পর্যায়ের ৪৪ জন নেতা-কর্মীকেও বহিষ্কার করা হয়।
এর মধ্যে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হায়দার আলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকেছ আলী খানসহ ১০ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুজন সহসভাপতি তাহের আলী ও আশরাফ আলী, সাধারণ সম্পাদক ফরমান হোসেন ফরহাদসহ পাঁচজন; ৩ নম্বর ওয়ার্ডের চারজন সহসভাপতি আজহার আলী, আব্দুল মোতালেব, হিরা মিয়া ও শাহজাহান আলী সাজুসহ ছয়জন; ৪ নম্বর ওয়ার্ডে দুজন সহসভাপতি মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সানিসহ পাঁচজন; ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি জোয়াহের আলী, সহসভাপতি মকবুল হোসেন ও তুলা মিয়া, সাধারণ সম্পাদক আকেছ আলী খানসহ ১০ জন; ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আব্দুল জলিল; ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া ও কোষাধ্যক্ষ আবু তাহের; ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আব্দুল গনি মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, কৃষিবিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ তিনজনকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া মির্জাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজাহান আলী সাজু ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ভূঁইয়া এবং কৃষক লীগের সভাপতি মো. আইয়ুব আলীকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের ৪৭ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল কবির। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বহিষ্কার হওয়া নেতা কর্মীদের মধ্যে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আজহারুল ইসলামও রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু স্বাক্ষরিত এক আদেশপত্রে তাঁদের বহিষ্কারের সুপারিশ করা হয়। গত সোমবার (১৫ নভেম্বর) বহিষ্কারের সুপারিশ করা হলে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তাঁদের বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, উপজেলার আলোকদিয়া, গোলাবাড়ী ও মির্জাবাড়ী ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। ওই নির্বাচনে মির্জাবাড়ী থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন বোর্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামকে নির্বাচন করে। দলীয় এই সিদ্ধান্ত অমান্য করে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, জিয়াউল হক জামাল মাস্টার ও মো. আজহারুল ইসলাম আজাহার মাস্টারও মনোনয়নপত্র জমা দেন।
পরে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে শাহজাহান আলী তালুকদার ও জিয়াউল হক জামাল মাস্টার ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম আজহার মাস্টার মনোনয়নপত্র প্রত্যাহার না করে নৌকা প্রতীকের বিপরীতে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগ তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আজহারুল ইসলামের নির্বাচনী কাজে সহযোগিতাকারী দলের বিভিন্ন পর্যায়ের ৪৪ জন নেতা-কর্মীকেও বহিষ্কার করা হয়।
এর মধ্যে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হায়দার আলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকেছ আলী খানসহ ১০ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুজন সহসভাপতি তাহের আলী ও আশরাফ আলী, সাধারণ সম্পাদক ফরমান হোসেন ফরহাদসহ পাঁচজন; ৩ নম্বর ওয়ার্ডের চারজন সহসভাপতি আজহার আলী, আব্দুল মোতালেব, হিরা মিয়া ও শাহজাহান আলী সাজুসহ ছয়জন; ৪ নম্বর ওয়ার্ডে দুজন সহসভাপতি মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সানিসহ পাঁচজন; ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি জোয়াহের আলী, সহসভাপতি মকবুল হোসেন ও তুলা মিয়া, সাধারণ সম্পাদক আকেছ আলী খানসহ ১০ জন; ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আব্দুল জলিল; ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া ও কোষাধ্যক্ষ আবু তাহের; ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আব্দুল গনি মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, কৃষিবিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ তিনজনকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া মির্জাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজাহান আলী সাজু ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ভূঁইয়া এবং কৃষক লীগের সভাপতি মো. আইয়ুব আলীকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে