বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামমাত্র কাজ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নয়জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে উপজেলা শিক্ষা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু না হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। পরিচালনা কমিটির সঙ্গে ঝামেলার কারণে এমন অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যালয়ে একটি আধা পাকা শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক ফাহিমা আকতার সেই টাকা নিজের কাছে রেখে দেন। দুই বছর পর সহকারী শিক্ষক আব্দুল করিমের মাধ্যমে নামমাত্র নির্মাণসামগ্রী দিয়ে শ্রেণিকক্ষ নির্মাণ করেন। যেখানে ৬০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি। এ ছাড়া চলতি অর্থবছরে শিক্ষা উপকরণের জন্য ৭০ হাজার এবং প্রাক্-প্রাথমিক কর্মসূচির শিক্ষা উপকরণ কেনার ১০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কোনো শিক্ষা উপকরণ না কিনে পুরো টাকা আত্মসাৎ করেন। ম্যানেজিং কমিটির একাধিক সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধান শিক্ষক বরাদ্দ করা টাকার হিসাব না বুঝিয়ে এড়িয়ে চলেন। এ কারণে পরিচালনা কমিটির সভাপতি ছাড়া আরও আটজন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফাহিমা আকতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তাঁর ফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমিন বলেন, কমিটির সদস্যদের পাশ কাটিয়ে প্রধান শিক্ষক তাঁর সহকারী শিক্ষক আব্দুল করিমকে দায়িত্ব দেন। কিন্তু তিনি শ্রেণিকক্ষ নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন। যেখানে ৬০ হাজারের বেশি টাকা খরচ করা হয়নি। এ ছাড়া শিক্ষা উপকরণ কেনার ৮০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও বই বিতরণের অজুহাত দেখিয়ে তদন্ত করছেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, বই বিতরণসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অভিযোগটি তদন্ত করা হয়নি। তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। সভাপতির সঙ্গে প্রধান শিক্ষকের ঝামেলা আছে, সে কারণে অভিযোগ করেছেন।
বগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামমাত্র কাজ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নয়জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে উপজেলা শিক্ষা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু না হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। পরিচালনা কমিটির সঙ্গে ঝামেলার কারণে এমন অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যালয়ে একটি আধা পাকা শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক ফাহিমা আকতার সেই টাকা নিজের কাছে রেখে দেন। দুই বছর পর সহকারী শিক্ষক আব্দুল করিমের মাধ্যমে নামমাত্র নির্মাণসামগ্রী দিয়ে শ্রেণিকক্ষ নির্মাণ করেন। যেখানে ৬০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি। এ ছাড়া চলতি অর্থবছরে শিক্ষা উপকরণের জন্য ৭০ হাজার এবং প্রাক্-প্রাথমিক কর্মসূচির শিক্ষা উপকরণ কেনার ১০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কোনো শিক্ষা উপকরণ না কিনে পুরো টাকা আত্মসাৎ করেন। ম্যানেজিং কমিটির একাধিক সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধান শিক্ষক বরাদ্দ করা টাকার হিসাব না বুঝিয়ে এড়িয়ে চলেন। এ কারণে পরিচালনা কমিটির সভাপতি ছাড়া আরও আটজন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফাহিমা আকতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তাঁর ফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমিন বলেন, কমিটির সদস্যদের পাশ কাটিয়ে প্রধান শিক্ষক তাঁর সহকারী শিক্ষক আব্দুল করিমকে দায়িত্ব দেন। কিন্তু তিনি শ্রেণিকক্ষ নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন। যেখানে ৬০ হাজারের বেশি টাকা খরচ করা হয়নি। এ ছাড়া শিক্ষা উপকরণ কেনার ৮০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও বই বিতরণের অজুহাত দেখিয়ে তদন্ত করছেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, বই বিতরণসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অভিযোগটি তদন্ত করা হয়নি। তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। সভাপতির সঙ্গে প্রধান শিক্ষকের ঝামেলা আছে, সে কারণে অভিযোগ করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে