ড. এ এন এম মাসউদুর রহমান
ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যে এর সুধা পান করেছে সে দোজাহানে ধন্য হয়েছে। নবী-রাসুল ও ইসলাম প্রচারকদের বৈশিষ্ট্য হলো, তারা অন্য ধর্মাবলম্বীদের ইসলামের মর্মবাণী সাবলীলভাবে বুঝিয়ে থাকেন এবং সুন্দরভাবে দাওয়াত দেন। আল্লাহ তাআলা তাঁর নবীকে লক্ষ্য করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল: ১২৫)
তাঁরা কখনো কারও ওপর চাপ প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি অথবা এ ব্যাপারে বাড়াবাড়ি করেননি। বরং মহানুভবতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রতি তাদের আকৃষ্ট করেছেন। আল্লাহ বলেন, ‘দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে।’ (সুরা বাকারা: ২৫৬) তিনি আরও বলেন, ‘আর তুমি তাদের ওপর কোনো বলপ্রয়োগকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। (সুরা কাফ: ৪৫) তিনি আরও বলেন, ‘অতএব, তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও।’ (সুরা গাশিয়া: ২১-২২)
নবী-রাসুল ও ধর্মপ্রচারকদের দায়িত্ব কেবল অবস্থার চাহিদানুসারে অন্যকে উপদেশ দেওয়া এবং আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও; যে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। আর নিতান্ত হতভাগ্যই তা এড়িয়ে যাবে। (সুরা আলা: ৯-১১) তিনি আরও বলেন, ‘আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে। আর রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। (সুরা নুর: ৫৪)
তাই ইসলাম গ্রহণে কোনো চাপ বা বলপ্রয়োগ নয়, বরং সুন্দর ব্যবহার ও উদারতার মাধ্যমে অন্যদের ইসলামে আকৃষ্ট করাই ধর্মপ্রচারকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যে এর সুধা পান করেছে সে দোজাহানে ধন্য হয়েছে। নবী-রাসুল ও ইসলাম প্রচারকদের বৈশিষ্ট্য হলো, তারা অন্য ধর্মাবলম্বীদের ইসলামের মর্মবাণী সাবলীলভাবে বুঝিয়ে থাকেন এবং সুন্দরভাবে দাওয়াত দেন। আল্লাহ তাআলা তাঁর নবীকে লক্ষ্য করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল: ১২৫)
তাঁরা কখনো কারও ওপর চাপ প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি অথবা এ ব্যাপারে বাড়াবাড়ি করেননি। বরং মহানুভবতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রতি তাদের আকৃষ্ট করেছেন। আল্লাহ বলেন, ‘দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে।’ (সুরা বাকারা: ২৫৬) তিনি আরও বলেন, ‘আর তুমি তাদের ওপর কোনো বলপ্রয়োগকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। (সুরা কাফ: ৪৫) তিনি আরও বলেন, ‘অতএব, তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও।’ (সুরা গাশিয়া: ২১-২২)
নবী-রাসুল ও ধর্মপ্রচারকদের দায়িত্ব কেবল অবস্থার চাহিদানুসারে অন্যকে উপদেশ দেওয়া এবং আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও; যে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। আর নিতান্ত হতভাগ্যই তা এড়িয়ে যাবে। (সুরা আলা: ৯-১১) তিনি আরও বলেন, ‘আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে। আর রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। (সুরা নুর: ৫৪)
তাই ইসলাম গ্রহণে কোনো চাপ বা বলপ্রয়োগ নয়, বরং সুন্দর ব্যবহার ও উদারতার মাধ্যমে অন্যদের ইসলামে আকৃষ্ট করাই ধর্মপ্রচারকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে