নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ২ জনের জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০৫: ০০

যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত বাঘারপাড়ার খাজুরা বাজারে এ অভিযান চালান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা জান্নাত জানান, খাজুরা বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে অবৈধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ী মেহেদী হাসানকে ৫ হাজার ও শামরুজ হোসেনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সিরাজ নামে এক অবৈধ জাল ব্যবসায়ী পালিয়ে যান। অভিযান শেষে জব্দ করা জালগুলো ঈদগাহ মাঠে চিত্রা নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত