মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের নতুনপাড়ার দেলোয়ার হোসেন কাজ করেন নরসুন্দরের। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন। এসেছেন বাজার করতে। কয়েক দিন ধরে সংসার চালাতে গিয়ে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না তিনি। ফলে জড়িয়ে পড়ছেন ঋণের জালে। সংসার চালাতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে তাঁকে। গতকাল শুক্রবার তাঁর সঙ্গে কথা হয় শহরের বড়বজারের কাঁচা বাজারে।
দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন তো আর সমপরিমাণ টাকা আয় করতে পারি না। কোনো সময় ৫০০ ছাড়িয়ে যায়। আবার কোনো সময় ৩০০ টাকারও নিচে থাকে। কিন্তু চাল ও মুদি বাজার শেষ করে কাঁচা বাজারে এসে সবজিসহ অন্য কিছু কেনার সাধ্য থাকছে না। দুই সপ্তাহ ধরে বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে চলতে থাকলে ছেলে-মেয়ে নিয়ে সামনের দিনগুলো কীভাবে পার করব, তা নিয়ে দুশ্চিন্তাই আছি। পেট তো আর বসে থাকবে না।’
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত ভোজ্য তেলের সংকট। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ১৮৫ টাকা। দোকানে ডালের দামও অস্থিতিশীল। মসুর ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা, কলাইয়ের ডাল ১২০ টাকা, মুগ ডাল ১৩৫ টাকা। আর রমজান আসার আগেই ছোলার দাম বেড়েছে কয়েক দফা। বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা। তবে মসলাজাতীয় পণ্যের দাম এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে।
এদিকে, চালের দাম কয়েক দফা বাড়ার পর এখন স্থিতিশীল। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালর ও আটার দাম। কেজি প্রতি ৬০ টাকার মিনিকেট চাল এখন বিক্রি বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে আর ৩০ টাকার আটা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫ টাকা করে। প্রতি কেজি মোট চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা, লাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ টাকা, আটাশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৮ টাকা দরে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মাছ ও মুরগির দাম। গরিবের মাছ বলে পরিচিত ৮০ টাকর বাটা মাছ এখন বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, ১৪০ টাকার পাঙাশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, ১২০ টাকার তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বড় ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮০ টাকায়।
আর কিছুদিন আগেও কেজিপ্রতি ব্রয়লার বাজারে বিক্রি হতো ১২০ টাকা, তা এখন দাঁড়িয়েছে ১৪০ টাকায়। ২৩০ টাকার লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে, পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।
এক সপ্তাহ ধরে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে কমেছে ১ থেকে ২ টাকা। আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৩০ টাকা, আদা ১০০ টাকা, বেগুন ৩৫ টাকা, শিম ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, গাজর ২০ টাকা, দেশি টমেটো ৫৫ টাকা।
শহরের স্টেডিয়ামপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিওন বলেন, ‘আমাদের বেতন তো আর বাড়ছে না, প্রতিনিয়তই বাজারে বাড়ছে সব পণ্যের দাম। ফলে বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে আমাদের। যাঁরা ছোট চাকরি করেন, তাঁদের অবস্থা আমার মতোই।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি রফিক-উল আলম বলেন, ‘বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে বাজার করতে গিয়ে ঠকছেন ক্রেতারা। বাজার মনিটরিং বলে যে কিছু আছে, তা আমরা কিছুই দেখতে পারছি না। বাজারে পণ্য তালিকা না থাকায় দোকানগুলোতে প্রতিনিয়তই জরিমানা করা হচ্ছে অথচ হু হু করে পণ্যের দাম বাড়লেও তাতে প্রশাসনের নজরদারি নেই।’
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, ‘বাজার স্থিতিশীল রয়েছে। কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুর শহরের নতুনপাড়ার দেলোয়ার হোসেন কাজ করেন নরসুন্দরের। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন। এসেছেন বাজার করতে। কয়েক দিন ধরে সংসার চালাতে গিয়ে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না তিনি। ফলে জড়িয়ে পড়ছেন ঋণের জালে। সংসার চালাতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে তাঁকে। গতকাল শুক্রবার তাঁর সঙ্গে কথা হয় শহরের বড়বজারের কাঁচা বাজারে।
দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন তো আর সমপরিমাণ টাকা আয় করতে পারি না। কোনো সময় ৫০০ ছাড়িয়ে যায়। আবার কোনো সময় ৩০০ টাকারও নিচে থাকে। কিন্তু চাল ও মুদি বাজার শেষ করে কাঁচা বাজারে এসে সবজিসহ অন্য কিছু কেনার সাধ্য থাকছে না। দুই সপ্তাহ ধরে বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে চলতে থাকলে ছেলে-মেয়ে নিয়ে সামনের দিনগুলো কীভাবে পার করব, তা নিয়ে দুশ্চিন্তাই আছি। পেট তো আর বসে থাকবে না।’
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত ভোজ্য তেলের সংকট। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ১৮৫ টাকা। দোকানে ডালের দামও অস্থিতিশীল। মসুর ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা, কলাইয়ের ডাল ১২০ টাকা, মুগ ডাল ১৩৫ টাকা। আর রমজান আসার আগেই ছোলার দাম বেড়েছে কয়েক দফা। বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা। তবে মসলাজাতীয় পণ্যের দাম এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে।
এদিকে, চালের দাম কয়েক দফা বাড়ার পর এখন স্থিতিশীল। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালর ও আটার দাম। কেজি প্রতি ৬০ টাকার মিনিকেট চাল এখন বিক্রি বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে আর ৩০ টাকার আটা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫ টাকা করে। প্রতি কেজি মোট চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা, লাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ টাকা, আটাশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৮ টাকা দরে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মাছ ও মুরগির দাম। গরিবের মাছ বলে পরিচিত ৮০ টাকর বাটা মাছ এখন বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, ১৪০ টাকার পাঙাশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, ১২০ টাকার তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বড় ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮০ টাকায়।
আর কিছুদিন আগেও কেজিপ্রতি ব্রয়লার বাজারে বিক্রি হতো ১২০ টাকা, তা এখন দাঁড়িয়েছে ১৪০ টাকায়। ২৩০ টাকার লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে, পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।
এক সপ্তাহ ধরে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে কমেছে ১ থেকে ২ টাকা। আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৩০ টাকা, আদা ১০০ টাকা, বেগুন ৩৫ টাকা, শিম ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, গাজর ২০ টাকা, দেশি টমেটো ৫৫ টাকা।
শহরের স্টেডিয়ামপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিওন বলেন, ‘আমাদের বেতন তো আর বাড়ছে না, প্রতিনিয়তই বাজারে বাড়ছে সব পণ্যের দাম। ফলে বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে আমাদের। যাঁরা ছোট চাকরি করেন, তাঁদের অবস্থা আমার মতোই।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি রফিক-উল আলম বলেন, ‘বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে বাজার করতে গিয়ে ঠকছেন ক্রেতারা। বাজার মনিটরিং বলে যে কিছু আছে, তা আমরা কিছুই দেখতে পারছি না। বাজারে পণ্য তালিকা না থাকায় দোকানগুলোতে প্রতিনিয়তই জরিমানা করা হচ্ছে অথচ হু হু করে পণ্যের দাম বাড়লেও তাতে প্রশাসনের নজরদারি নেই।’
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, ‘বাজার স্থিতিশীল রয়েছে। কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে