সম্পাদকীয়
এই অপূর্ব মর্যাদার সামনে দাঁড়িয়ে কী করতে পারি আজ আমি? আমার পা যেন আর মাটিতে গাঁথা নেই। আকাশে উড়ছে আর মাথা ঘুরছে বনবন করে। নিজেকে নিজের মধ্যে ধরে রাখা সহজ নয় এখন।
আসলে আমি যা ছিলাম, তা-ই রয়েছি; কিন্তু আমার দেশের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, সম্মান বর্ষিত হচ্ছে, তাতে আমি অভিভূত। কয়েক মিনিট আগেই এই হলে আমাদের জাতীয় সংগীত বাজার সময়েও যা টের পাওয়া গেল।এমনটা নয় যে এই প্রথম আমার মাটি থেকে পা উঠল।
সেই যৌবনকালেও কতবারই না এমনটা ঘটেছে। কারই-বা যৌবনে তা ঘটেনি? তবে সেই সব সংরক্ষণশীল যুবকের কাছে অবশ্য এই অনুভূতিটা বেশ আশ্চর্যের, যাঁরা জন্ম থেকেই বুড়ো, যাঁরা ভেসে যাওয়ার মানেই জানেন না। সেই সব যুবক-যুবতীর চেয়ে দুর্ভাগা আর কেই-বা আছেন, যাঁরা অকালপক্বের মতো অল্প বয়সেই সাবধানি, খুঁতখুঁতে এবং কাঠখোট্টা? তবে ঈশ্বর জানেন, বেশি বয়সেও অনেক সুযোগ আসে ভেসে যাওয়ার। নিজেকে না বদলে নিজের মতো করে থাকতে পারলে মন্দ কী!
যা-ই হোক, আমি আমার এই মেঠো জ্ঞান অধিক বিতরণ করতে চাই না—এই অত্যন্ত বিশিষ্ট শ্রোতাদের সামনে, বিশেষ করে এমন একটা সময়ে যখন আমার পরই বলতে উঠবেন বিজ্ঞান শাখার বিজয়ীরা। তাই আমি শিগগিরই শেষ করব, তবে এটাও বলব যে আজ আমার এক বিরাট দিন।
আপনাদের বিচারে আজ আমাকে বেছে নেওয়া হয়েছে হাজার হাজার জনের মধ্য থেকে, আমার মাথায় মুকুট পরানো হয়েছে। আমার দেশের পক্ষ থেকে আমি সুইডিশ একাডেমি এবং গোটা সুইডেনকে ধন্যবাদ জানাই এই বিরল সম্মান দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এই বিরাট সম্মানের ভারে আমার মাথা নুয়ে আসছে ঠিকই, কিন্তু আমি গর্বিত এই ভেবে যে আপনাদের একাডেমি এই সম্মান বহনের মতো চওড়া কাঁধ আমার মধ্যে দেখতে পেয়েছে।
ন্যুট হ্যামসন ১৯২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
এই অপূর্ব মর্যাদার সামনে দাঁড়িয়ে কী করতে পারি আজ আমি? আমার পা যেন আর মাটিতে গাঁথা নেই। আকাশে উড়ছে আর মাথা ঘুরছে বনবন করে। নিজেকে নিজের মধ্যে ধরে রাখা সহজ নয় এখন।
আসলে আমি যা ছিলাম, তা-ই রয়েছি; কিন্তু আমার দেশের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, সম্মান বর্ষিত হচ্ছে, তাতে আমি অভিভূত। কয়েক মিনিট আগেই এই হলে আমাদের জাতীয় সংগীত বাজার সময়েও যা টের পাওয়া গেল।এমনটা নয় যে এই প্রথম আমার মাটি থেকে পা উঠল।
সেই যৌবনকালেও কতবারই না এমনটা ঘটেছে। কারই-বা যৌবনে তা ঘটেনি? তবে সেই সব সংরক্ষণশীল যুবকের কাছে অবশ্য এই অনুভূতিটা বেশ আশ্চর্যের, যাঁরা জন্ম থেকেই বুড়ো, যাঁরা ভেসে যাওয়ার মানেই জানেন না। সেই সব যুবক-যুবতীর চেয়ে দুর্ভাগা আর কেই-বা আছেন, যাঁরা অকালপক্বের মতো অল্প বয়সেই সাবধানি, খুঁতখুঁতে এবং কাঠখোট্টা? তবে ঈশ্বর জানেন, বেশি বয়সেও অনেক সুযোগ আসে ভেসে যাওয়ার। নিজেকে না বদলে নিজের মতো করে থাকতে পারলে মন্দ কী!
যা-ই হোক, আমি আমার এই মেঠো জ্ঞান অধিক বিতরণ করতে চাই না—এই অত্যন্ত বিশিষ্ট শ্রোতাদের সামনে, বিশেষ করে এমন একটা সময়ে যখন আমার পরই বলতে উঠবেন বিজ্ঞান শাখার বিজয়ীরা। তাই আমি শিগগিরই শেষ করব, তবে এটাও বলব যে আজ আমার এক বিরাট দিন।
আপনাদের বিচারে আজ আমাকে বেছে নেওয়া হয়েছে হাজার হাজার জনের মধ্য থেকে, আমার মাথায় মুকুট পরানো হয়েছে। আমার দেশের পক্ষ থেকে আমি সুইডিশ একাডেমি এবং গোটা সুইডেনকে ধন্যবাদ জানাই এই বিরল সম্মান দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এই বিরাট সম্মানের ভারে আমার মাথা নুয়ে আসছে ঠিকই, কিন্তু আমি গর্বিত এই ভেবে যে আপনাদের একাডেমি এই সম্মান বহনের মতো চওড়া কাঁধ আমার মধ্যে দেখতে পেয়েছে।
ন্যুট হ্যামসন ১৯২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে