আজকের পত্রিকা ডেস্ক
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা, বর্ণিল শোভাযাত্রা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করল যশোরবাসী। গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে প্রাণের লাল–সবুজের পোশাক পরে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ।
যশোর সদরসহ জেলার কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
যশোর সদর: ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর কালেক্টরেট চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর পরপরই শহরের মণিহার চত্বরে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের আত্মার প্রতি সম্মান জানানো হয়।
সকাল সাড়ে ৮টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান দেশ মাতৃকার প্রতি। এরপর একই স্থানে পুলিশ ও আনসার বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনীতে অংশ নেয়। সকাল ১১টায় যশোর টাউন হল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর এই শপথ অনুষ্ঠানে হাজারো কণ্ঠে দৃপ্ত প্রত্যয়ে শুরু হয় শপথ পাঠ। সমস্বরে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার।
এ ছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান উদ্যাপন করা হয়।
যৌথ ও পৃথক এসব অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
শার্শা: যথাযথ মর্যাদায় শার্শায় বিজয় দিবস উদ্যাপন করেছেন সর্বস্তরের মানুষ। এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়িদ মিনহাজ সিদ্দিক এই বীর শ্রেষ্ঠের সমাধিতে শ্রদ্ধা জানান। এদিন বেনাপোল বন্দরের শূন্য রেখায় প্রধানমন্ত্রীর সঙ্গে শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি। এ ছাড়া পৃথক আয়োজন করে উপজেলা প্রশাসন।
মনিরামপুর: মনিরামপুরে ভোরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এর পর উপজেলা চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা সংগঠন।
এদিকে সকাল ৯টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
চৌগাছা: চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রমের শুরু হয়। সকাল সাড়ে ৬টায় মুক্তিনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মশিউরনগর স্মৃতি সৌধ, শহরের বিজয়স্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকেলে শপথবাক্য পাঠেরও আয়োজন হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান উপস্থিত ছিলেন।
অভয়নগর: ভোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান ও বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রেল স্টেশনে নির্মিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ দিন নানা কর্মসূচি পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষে।
কেশবপুর: কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।
বাঘারপাড়া: বাঘারপাড়ায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকালে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে সাংসদ ও আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঝিকরগাছা: ঝিকরগাছায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, কুচকাওয়াজ প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে।
এসব অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা, বর্ণিল শোভাযাত্রা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করল যশোরবাসী। গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে প্রাণের লাল–সবুজের পোশাক পরে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ।
যশোর সদরসহ জেলার কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
যশোর সদর: ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর কালেক্টরেট চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর পরপরই শহরের মণিহার চত্বরে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের আত্মার প্রতি সম্মান জানানো হয়।
সকাল সাড়ে ৮টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান দেশ মাতৃকার প্রতি। এরপর একই স্থানে পুলিশ ও আনসার বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনীতে অংশ নেয়। সকাল ১১টায় যশোর টাউন হল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর এই শপথ অনুষ্ঠানে হাজারো কণ্ঠে দৃপ্ত প্রত্যয়ে শুরু হয় শপথ পাঠ। সমস্বরে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার।
এ ছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান উদ্যাপন করা হয়।
যৌথ ও পৃথক এসব অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
শার্শা: যথাযথ মর্যাদায় শার্শায় বিজয় দিবস উদ্যাপন করেছেন সর্বস্তরের মানুষ। এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়িদ মিনহাজ সিদ্দিক এই বীর শ্রেষ্ঠের সমাধিতে শ্রদ্ধা জানান। এদিন বেনাপোল বন্দরের শূন্য রেখায় প্রধানমন্ত্রীর সঙ্গে শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি। এ ছাড়া পৃথক আয়োজন করে উপজেলা প্রশাসন।
মনিরামপুর: মনিরামপুরে ভোরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এর পর উপজেলা চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা সংগঠন।
এদিকে সকাল ৯টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
চৌগাছা: চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রমের শুরু হয়। সকাল সাড়ে ৬টায় মুক্তিনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মশিউরনগর স্মৃতি সৌধ, শহরের বিজয়স্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকেলে শপথবাক্য পাঠেরও আয়োজন হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান উপস্থিত ছিলেন।
অভয়নগর: ভোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান ও বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রেল স্টেশনে নির্মিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ দিন নানা কর্মসূচি পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষে।
কেশবপুর: কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।
বাঘারপাড়া: বাঘারপাড়ায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকালে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে সাংসদ ও আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঝিকরগাছা: ঝিকরগাছায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, কুচকাওয়াজ প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে।
এসব অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে