রানা আব্বাস
প্রশ্ন: বাংলাদেশ দলের অধিনায়কত্ব পাওয়ার অনুভূতি নিশ্চয়ই অন্য রকম। সেই অনুভূতিটা কেমন, যদি বলতেন।
নুরুল হাসান সোহান: আলহামদুলিল্লাহ, ভালো লাগার মতোই এক অনুভূতি। এটা অনেক বড় গৌরবের ব্যাপার। সবচেয়ে বড় লক্ষ্য থাকবে একটা দল হিসেবে খেলা। অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ আমি সব সময়ই উপভোগ করি। আর এ ক্ষেত্রে যেটা বললাম, প্রধান লক্ষ্য দল হিসেবে যেন ভালো খেলতে পারি।
প্রশ্ন: এক মাস আগেও কি ভেবেছিলেন এভাবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে?
সোহান: না। যখনই খেলি, দলের চাহিদা অনুযায়ী খেলি। পরিস্থিতি অনুযায়ী খেলি। দল আমার কাছে কী চাইছে, সেটা নিয়েই বেশি চিন্তা করি। আর ঘরোয়া ক্রিকেটে যখন অধিনায়কত্ব করেছি, পুরো দলকে এক বিন্দুতে রেখে খেলার চেষ্টা করি। মানে দল হিসেবে খেলার চেষ্টা করি। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেন দল হিসেবে খেলতে পারি, একটা পরিবার হয়ে থাকতে পারি। যেটাই করি, দলের সবাই যেন সেটা মন থেকে চায়।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করে থাকেন। সে অভিজ্ঞতা কতটা কাজে লাগতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে?
সোহান: ঘরোয়া ক্রিকেটে এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব একেবারেই আলাদা। অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ থাকবে। আমি চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
প্রশ্ন: বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে একটি তারুণ্যনির্ভর দল নিয়ে। এবার চার সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে একটি নতুন ব্র্যান্ডের দল দেখার অপেক্ষায়। একজন তরুণ অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জটা কত বড় আপনার জন্য?
সোহান: ওয়ানডের তুলনায় আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে আছি। এই দুই সংস্করণে আমাদের উন্নতি করার অনেক জায়গা আছে। এটা আসলে এক-দুই দিনের ব্যাপার না। যখন ভালো কিছু শুরু হবে, উন্নতি হবে, তখন ধীরে ধীরে দলের ওপর প্রভাব পড়বে। এটাই গুরুত্বপূর্ণ। আর আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করব।
প্রশ্ন: বিসিবি জানিয়েছে, আপাতত একটি সিরিজের জন্য আপনার কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সময়ে আসলে একজন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করা কতটা কঠিন?
সোহান: এটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। দলের সংস্কৃতি...অবশ্যই আমরা সবাই চেষ্টা করি। সব সময়ই গুরুত্ব দিই দল হিসেবে খেলা। সে যেখানেই খেলি। ঘরোয়া ক্রিকেটে যেখানে অধিনায়কত্ব করেছি, একটা বিষয় গুরুত্ব দিয়েছি দলের যেন সব খেলোয়াড়ের এই অনুভূতি থাকে (দল হিসেবে খেলা)। প্রক্রিয়া ঠিক থাকলে ভালো ফল আসবেই।
প্রশ্ন: বাংলাদেশ দলের অধিনায়কত্ব পাওয়ার অনুভূতি নিশ্চয়ই অন্য রকম। সেই অনুভূতিটা কেমন, যদি বলতেন।
নুরুল হাসান সোহান: আলহামদুলিল্লাহ, ভালো লাগার মতোই এক অনুভূতি। এটা অনেক বড় গৌরবের ব্যাপার। সবচেয়ে বড় লক্ষ্য থাকবে একটা দল হিসেবে খেলা। অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ আমি সব সময়ই উপভোগ করি। আর এ ক্ষেত্রে যেটা বললাম, প্রধান লক্ষ্য দল হিসেবে যেন ভালো খেলতে পারি।
প্রশ্ন: এক মাস আগেও কি ভেবেছিলেন এভাবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে?
সোহান: না। যখনই খেলি, দলের চাহিদা অনুযায়ী খেলি। পরিস্থিতি অনুযায়ী খেলি। দল আমার কাছে কী চাইছে, সেটা নিয়েই বেশি চিন্তা করি। আর ঘরোয়া ক্রিকেটে যখন অধিনায়কত্ব করেছি, পুরো দলকে এক বিন্দুতে রেখে খেলার চেষ্টা করি। মানে দল হিসেবে খেলার চেষ্টা করি। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেন দল হিসেবে খেলতে পারি, একটা পরিবার হয়ে থাকতে পারি। যেটাই করি, দলের সবাই যেন সেটা মন থেকে চায়।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করে থাকেন। সে অভিজ্ঞতা কতটা কাজে লাগতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে?
সোহান: ঘরোয়া ক্রিকেটে এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব একেবারেই আলাদা। অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ থাকবে। আমি চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
প্রশ্ন: বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে একটি তারুণ্যনির্ভর দল নিয়ে। এবার চার সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে একটি নতুন ব্র্যান্ডের দল দেখার অপেক্ষায়। একজন তরুণ অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জটা কত বড় আপনার জন্য?
সোহান: ওয়ানডের তুলনায় আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে আছি। এই দুই সংস্করণে আমাদের উন্নতি করার অনেক জায়গা আছে। এটা আসলে এক-দুই দিনের ব্যাপার না। যখন ভালো কিছু শুরু হবে, উন্নতি হবে, তখন ধীরে ধীরে দলের ওপর প্রভাব পড়বে। এটাই গুরুত্বপূর্ণ। আর আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করব।
প্রশ্ন: বিসিবি জানিয়েছে, আপাতত একটি সিরিজের জন্য আপনার কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সময়ে আসলে একজন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করা কতটা কঠিন?
সোহান: এটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। দলের সংস্কৃতি...অবশ্যই আমরা সবাই চেষ্টা করি। সব সময়ই গুরুত্ব দিই দল হিসেবে খেলা। সে যেখানেই খেলি। ঘরোয়া ক্রিকেটে যেখানে অধিনায়কত্ব করেছি, একটা বিষয় গুরুত্ব দিয়েছি দলের যেন সব খেলোয়াড়ের এই অনুভূতি থাকে (দল হিসেবে খেলা)। প্রক্রিয়া ঠিক থাকলে ভালো ফল আসবেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে