আল-আমিন রাজু, ঢাকা
দেখতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংকের মতো। পিচঢালা রাস্তায় মিছিলের মধ্যে ৬-৭ জন মিলে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ঘুরেফিরে এটির দিকে তাকাচ্ছিলেন। হয়তো সবার নজর কেড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিলে এমন একটি ট্যাংকের দেখা মেলে।
আগ্রহ নিয়ে ট্যাংকটির কাছে যেতেই ভুল ভাঙে। এটি আসলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কোনো ট্যাংক নয়, কাঠ আর বাঁশ দিয়ে কৃত্রিম এই ট্যাংক তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই এটি বানিয়েছেন জাহাঙ্গীর মুন্সী নামের একজন।
জীর্ণশীর্ণ শরীরে লাল-সবুজ পতাকা রঙের একটি টি-শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা আর মাথায় ক্যাপ পরা ষাটোর্ধ্ব এক মানুষ। ভিড় ঠেলে কাছে গিয়ে এমন ট্যাংক বানানোর কারণ জানতে চাইলে হাসিমুখে জাহাঙ্গীর মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই আমি এটি বানিয়েছি। মুক্তিযুদ্ধের স্মৃতির কথা ভেবেই এটি তৈরি করা।’
সরেজমিন দেখা যায়, ট্যাংকটিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত সব ধরনের অস্ত্রই রয়েছে। যেমন গোলাবারুদ, বোমা, ক্ষেপণাস্ত্র। এমনকি মুক্তিযোদ্ধাদের খবর শোনার সে সময়ের রেডিও। তবে সবকিছুই কাঠ-বাঁশসহ বিভিন্ন দেশীয় উপকরণ দিয়ে তৈরি করা। জাতীয় পতাকা আর বঙ্গবন্ধুর ছবিও স্থান পেয়েছে এতে।
কত দিন লেগেছে আর কত টাকা খরচ হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্সী বলেন, ‘২৮ বছর আগেই ট্যাংক বানিয়েছি। এত দিন ধরে আমি এটাকে আগলে রেখেছি। টাকাপয়সা হিসাব করিনি। আসলে এটির তো কোনো দামই হয় না। আমার কাছে অমূল্য। কারণ, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসেই ট্যাংকটি বানিয়েছি। বঙ্গবন্ধু আমার আবেগ, ভালোবাসা। মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে চেষ্টা করেছি এখানে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।’
কথার ফাঁকে জানা গেল, নির্দিষ্ট কোনো পেশা নেই জাহাঙ্গীরের। কখনো দিনমজুরি, কখনোবা রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। নিজের চলার খরচ থেকে টাকা বাঁচিয়েই তিনি এটা বানিয়েছেন। শোভাযাত্রায় যোগ দিতে আগারগাঁও থেকে শাহবাগে আসেন শনিবার।
দেখতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংকের মতো। পিচঢালা রাস্তায় মিছিলের মধ্যে ৬-৭ জন মিলে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ঘুরেফিরে এটির দিকে তাকাচ্ছিলেন। হয়তো সবার নজর কেড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিলে এমন একটি ট্যাংকের দেখা মেলে।
আগ্রহ নিয়ে ট্যাংকটির কাছে যেতেই ভুল ভাঙে। এটি আসলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কোনো ট্যাংক নয়, কাঠ আর বাঁশ দিয়ে কৃত্রিম এই ট্যাংক তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই এটি বানিয়েছেন জাহাঙ্গীর মুন্সী নামের একজন।
জীর্ণশীর্ণ শরীরে লাল-সবুজ পতাকা রঙের একটি টি-শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা আর মাথায় ক্যাপ পরা ষাটোর্ধ্ব এক মানুষ। ভিড় ঠেলে কাছে গিয়ে এমন ট্যাংক বানানোর কারণ জানতে চাইলে হাসিমুখে জাহাঙ্গীর মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই আমি এটি বানিয়েছি। মুক্তিযুদ্ধের স্মৃতির কথা ভেবেই এটি তৈরি করা।’
সরেজমিন দেখা যায়, ট্যাংকটিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত সব ধরনের অস্ত্রই রয়েছে। যেমন গোলাবারুদ, বোমা, ক্ষেপণাস্ত্র। এমনকি মুক্তিযোদ্ধাদের খবর শোনার সে সময়ের রেডিও। তবে সবকিছুই কাঠ-বাঁশসহ বিভিন্ন দেশীয় উপকরণ দিয়ে তৈরি করা। জাতীয় পতাকা আর বঙ্গবন্ধুর ছবিও স্থান পেয়েছে এতে।
কত দিন লেগেছে আর কত টাকা খরচ হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্সী বলেন, ‘২৮ বছর আগেই ট্যাংক বানিয়েছি। এত দিন ধরে আমি এটাকে আগলে রেখেছি। টাকাপয়সা হিসাব করিনি। আসলে এটির তো কোনো দামই হয় না। আমার কাছে অমূল্য। কারণ, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসেই ট্যাংকটি বানিয়েছি। বঙ্গবন্ধু আমার আবেগ, ভালোবাসা। মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে চেষ্টা করেছি এখানে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।’
কথার ফাঁকে জানা গেল, নির্দিষ্ট কোনো পেশা নেই জাহাঙ্গীরের। কখনো দিনমজুরি, কখনোবা রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। নিজের চলার খরচ থেকে টাকা বাঁচিয়েই তিনি এটা বানিয়েছেন। শোভাযাত্রায় যোগ দিতে আগারগাঁও থেকে শাহবাগে আসেন শনিবার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে