নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দিন আগে মিরপুরে খুলনা-বরিশাল ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে খালেদ মাহমুদ সুজনের ধূমপানের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটা প্রশ্ন ছিল, তিনি আদৌ শাস্তি পাবেন কি না। বিসিবির একজন প্রভাবশালী পরিচালক হলেও সুজন শাস্তি পেয়েছেন। তাঁকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা আর তাঁর নামের পাশে ২ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
টিভি ফুটেজ থাকায় সুজনের ভুল অস্বীকার করার উপায়ও ছিল না। সূত্র জানায়, তিনি দ্রুত তা স্বীকারও করেছেন। এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। সুজনের শাস্তি হয়েছে গত শুক্রবার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই। তবে বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে গতকাল। শুধু সুজনই নন, গতকাল বিসিবি একসঙ্গে তিন ক্রিকেটারের শাস্তির কথা জানিয়েছে। গত পরশু শেষ চারের লড়াইয়ের ম্যাচে শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদ্যাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। একই ম্যাচে নিয়ম ভেঙেছেন রংপুরের হয়ে বিপিএল খেলা নিকোলাস পুরান। মোসাদ্দেক আর পুরানের শাস্তি ভিন্ন কারণে। মোসাদ্দেক টুর্নামেন্টের লোগো নির্দেশনা মানেননি আর পুরান পোশাক-সংক্রান্ত নিয়ম ভেঙেছেন।
আচরণবিধি ভঙ্গের দায়ে এই বিপিএলে শাস্তির ঘটনা তুলনামূলক বেশিই দেখা যাচ্ছে। ডাকসাইটে ও প্রভাবশালী কোচ সুজনের শাস্তি পাওয়ার ঘটনা ‘বিশেষ’ই বলতে হবে। বিসিবির ইতিহাসে কোনো পরিচালক এখন পর্যন্ত প্রকাশ্যে ধূমপানের দায়ে শাস্তি পেয়েছেন কি না, গবেষণাসাপেক্ষ বিষয়। এই টুর্নামেন্টে শাস্তির মুখে পড়তে হয়েছে আরেক ডাকসাইটে কোচ সালাউদ্দিনকেও। চট্টগ্রাম পর্বে এডিআরএস নিয়ে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে তিনি শাস্তি পেয়েছিলেন।
শুধু কোচই নন; সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, হারিস রউফ, পুরান, মোসাদ্দেক, নাজমুল হোসেন শান্তর মতো তারকা ক্রিকেটাররাও শাস্তি পেয়েছেন বিভিন্ন কারণে। কোচ আর খেলোয়াড়েরা শাস্তি মেনে নেওয়ায় বেশির ভাগেরই শুনানির প্রয়োজন পড়েনি। তার মানে, তাঁরা স্বীকার করে নিয়েছেন, ভুল করেছেন। বেশির ভাগ তারকা কোচ-খেলোয়াড়দের শাস্তি দিয়েছেন যে ম্যাচ রেফারি, সেই দেবব্রত পাল গতকাল আজকের পত্রিকাকে বলছিলেন, ‘এবারের বিপিএলে এটাও কিন্তু প্রাপ্তি। খেলোয়াড়-কোচ যিনিই হন, শৃঙ্খলা প্রশ্নে ছাড় নেই। খেলার চেতনাবিরোধী কাজ করলেই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ রেফারিদের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়। খেলা চেতনা উন্নত রাখাই তাঁদের কাজ। যারা শাস্তি পেয়েছে, সবাই মেনে নিয়েছে। এবার তাদের ভুলও বেশি ছিল তুলনামূলক।’
আরেক ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ বললেন, ‘শাস্তির দৃষ্টান্ত না থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন। শক্তভাবে ম্যাচ পরিচালনা করতে বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের যথেষ্ট কাজের স্বাধীনতা দিয়েছে। সেদিন মেহেদী যে উদ্যাপন করেছে, এটা ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না। ২০ বছর বয়সে আমরা কোনো দিন সিনিয়র ক্রিকেটারদের সামনে এভাবে করেছি কি না মনে পড়ে না। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখেছেন। এতে ক্রিকেটের ভাবমূর্তি ভালো হয় না। আমরা যদি ওদের শিক্ষা না দিই, আর তারা যদি শিখতে না চায়, তাহলে তো আচরণবিধির মধ্যে পড়বেই।’
‘নিষিদ্ধ’ হয়েছিলেন তামিম
চট্টগ্রামে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্সের ম্যাচে ঘটেছে ঘটনাটা।
প্রতিপক্ষ ব্যাটারদের দেরিতে নামতে দেখে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদকে খুলনা ওপেনার কিছু করার তাগিদ দিচ্ছিলেন। এতে আম্পায়ার তানভীর কীভাবে সাড়া দিয়েছিলেন, সেটি নিশ্চিত না হওয়া গেলেও ফিরে যাওয়ার সময় তামিমের ভাষা তাঁর পছন্দ হয়নি।
সূত্র জানায়, আম্পায়ার পরে তামিমের বিরুদ্ধে লেভেল-৩ আচরণবিধি ভঙের অভিযোগ এনে রিপোর্ট করেছিলেন। এই অপরাধের শাস্তি ২ থেকে ৬ ম্যাচ নিষিদ্ধ। আম্পায়ারের রিপোর্ট অনুযায়ী ম্যাচ রেফারি দেবব্রত পাল তামিমকে ২ ম্যাচ নিষিদ্ধও করেন। তামিম দ্রুত শাস্তির বিরুদ্ধে আপিল করেন।
ম্যাচ রেফারি শুনানিতে বসেন চার আম্পায়ার, দলের ম্যানেজার, অধিনায়ক ও তামিমকে নিয়ে। তামিম সেখানে জোরালো ভাষায় দাবি করেন, রিপোর্টে যে গালি দেওয়ার কথাটা এসেছে, সেটি তিনি তানভীরকে দেননি। তিনি আম্পায়ারকে এ-ও প্রশ্ন করেন, ‘আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন, এটা আপনার উদ্দেশে দিয়েছি? নাকি নিজেকেই গালি দিয়েছি?’ এ প্রশ্নে তানভীর কোনো সদুত্তর দিতে পারেননি।
শুনানি শেষে তামিম ‘দোষী নয়’ বলে রায় দেন ম্যাচ রেফারি। আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেবব্রত।
তিন দিন আগে মিরপুরে খুলনা-বরিশাল ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে খালেদ মাহমুদ সুজনের ধূমপানের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটা প্রশ্ন ছিল, তিনি আদৌ শাস্তি পাবেন কি না। বিসিবির একজন প্রভাবশালী পরিচালক হলেও সুজন শাস্তি পেয়েছেন। তাঁকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা আর তাঁর নামের পাশে ২ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
টিভি ফুটেজ থাকায় সুজনের ভুল অস্বীকার করার উপায়ও ছিল না। সূত্র জানায়, তিনি দ্রুত তা স্বীকারও করেছেন। এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। সুজনের শাস্তি হয়েছে গত শুক্রবার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই। তবে বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে গতকাল। শুধু সুজনই নন, গতকাল বিসিবি একসঙ্গে তিন ক্রিকেটারের শাস্তির কথা জানিয়েছে। গত পরশু শেষ চারের লড়াইয়ের ম্যাচে শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদ্যাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। একই ম্যাচে নিয়ম ভেঙেছেন রংপুরের হয়ে বিপিএল খেলা নিকোলাস পুরান। মোসাদ্দেক আর পুরানের শাস্তি ভিন্ন কারণে। মোসাদ্দেক টুর্নামেন্টের লোগো নির্দেশনা মানেননি আর পুরান পোশাক-সংক্রান্ত নিয়ম ভেঙেছেন।
আচরণবিধি ভঙ্গের দায়ে এই বিপিএলে শাস্তির ঘটনা তুলনামূলক বেশিই দেখা যাচ্ছে। ডাকসাইটে ও প্রভাবশালী কোচ সুজনের শাস্তি পাওয়ার ঘটনা ‘বিশেষ’ই বলতে হবে। বিসিবির ইতিহাসে কোনো পরিচালক এখন পর্যন্ত প্রকাশ্যে ধূমপানের দায়ে শাস্তি পেয়েছেন কি না, গবেষণাসাপেক্ষ বিষয়। এই টুর্নামেন্টে শাস্তির মুখে পড়তে হয়েছে আরেক ডাকসাইটে কোচ সালাউদ্দিনকেও। চট্টগ্রাম পর্বে এডিআরএস নিয়ে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে তিনি শাস্তি পেয়েছিলেন।
শুধু কোচই নন; সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, হারিস রউফ, পুরান, মোসাদ্দেক, নাজমুল হোসেন শান্তর মতো তারকা ক্রিকেটাররাও শাস্তি পেয়েছেন বিভিন্ন কারণে। কোচ আর খেলোয়াড়েরা শাস্তি মেনে নেওয়ায় বেশির ভাগেরই শুনানির প্রয়োজন পড়েনি। তার মানে, তাঁরা স্বীকার করে নিয়েছেন, ভুল করেছেন। বেশির ভাগ তারকা কোচ-খেলোয়াড়দের শাস্তি দিয়েছেন যে ম্যাচ রেফারি, সেই দেবব্রত পাল গতকাল আজকের পত্রিকাকে বলছিলেন, ‘এবারের বিপিএলে এটাও কিন্তু প্রাপ্তি। খেলোয়াড়-কোচ যিনিই হন, শৃঙ্খলা প্রশ্নে ছাড় নেই। খেলার চেতনাবিরোধী কাজ করলেই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ রেফারিদের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়। খেলা চেতনা উন্নত রাখাই তাঁদের কাজ। যারা শাস্তি পেয়েছে, সবাই মেনে নিয়েছে। এবার তাদের ভুলও বেশি ছিল তুলনামূলক।’
আরেক ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ বললেন, ‘শাস্তির দৃষ্টান্ত না থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন। শক্তভাবে ম্যাচ পরিচালনা করতে বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের যথেষ্ট কাজের স্বাধীনতা দিয়েছে। সেদিন মেহেদী যে উদ্যাপন করেছে, এটা ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না। ২০ বছর বয়সে আমরা কোনো দিন সিনিয়র ক্রিকেটারদের সামনে এভাবে করেছি কি না মনে পড়ে না। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখেছেন। এতে ক্রিকেটের ভাবমূর্তি ভালো হয় না। আমরা যদি ওদের শিক্ষা না দিই, আর তারা যদি শিখতে না চায়, তাহলে তো আচরণবিধির মধ্যে পড়বেই।’
‘নিষিদ্ধ’ হয়েছিলেন তামিম
চট্টগ্রামে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্সের ম্যাচে ঘটেছে ঘটনাটা।
প্রতিপক্ষ ব্যাটারদের দেরিতে নামতে দেখে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদকে খুলনা ওপেনার কিছু করার তাগিদ দিচ্ছিলেন। এতে আম্পায়ার তানভীর কীভাবে সাড়া দিয়েছিলেন, সেটি নিশ্চিত না হওয়া গেলেও ফিরে যাওয়ার সময় তামিমের ভাষা তাঁর পছন্দ হয়নি।
সূত্র জানায়, আম্পায়ার পরে তামিমের বিরুদ্ধে লেভেল-৩ আচরণবিধি ভঙের অভিযোগ এনে রিপোর্ট করেছিলেন। এই অপরাধের শাস্তি ২ থেকে ৬ ম্যাচ নিষিদ্ধ। আম্পায়ারের রিপোর্ট অনুযায়ী ম্যাচ রেফারি দেবব্রত পাল তামিমকে ২ ম্যাচ নিষিদ্ধও করেন। তামিম দ্রুত শাস্তির বিরুদ্ধে আপিল করেন।
ম্যাচ রেফারি শুনানিতে বসেন চার আম্পায়ার, দলের ম্যানেজার, অধিনায়ক ও তামিমকে নিয়ে। তামিম সেখানে জোরালো ভাষায় দাবি করেন, রিপোর্টে যে গালি দেওয়ার কথাটা এসেছে, সেটি তিনি তানভীরকে দেননি। তিনি আম্পায়ারকে এ-ও প্রশ্ন করেন, ‘আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন, এটা আপনার উদ্দেশে দিয়েছি? নাকি নিজেকেই গালি দিয়েছি?’ এ প্রশ্নে তানভীর কোনো সদুত্তর দিতে পারেননি।
শুনানি শেষে তামিম ‘দোষী নয়’ বলে রায় দেন ম্যাচ রেফারি। আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেবব্রত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে