সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বইছে শীতের হিমেল হাওয়া। গতকাল রোববার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রাও নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্যানে করে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা চলছে। এতে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ এ কাপড় কিনছে।
সরেজমিন দেখা যায়, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার, নিমতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা মূল্যের পোশাক বিক্রি হয়ে থাকে এই ভ্রাম্যমাণ দোকানগুলোতে। এতে অল্প আয়ের লোকজন সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।
থেমে নেই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকজন ছাড়া মধ্যবিত্ত ক্রেতা কেনাকাটা করছেন। ভ্যানে রয়েছে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট ও টুপি। দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদাও বেশি।
ভ্যানে আরও রয়েছে মেয়েদের সোয়েটার। দাম মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা। ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ২৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ২০০ টাকা এবং হাতের মোজা ৩০ থেকে ১০০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায়।
ক্রেতা আশরাফ আলী বলেন, ‘রাস্তার পাশে ভ্যান গাড়িতে শীতের পোশাক বিক্রি করতে দেখে আমার ছেলের জন্য ২০০ টাকা দিয়ে সোয়েটার কিনেছি। আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ভ্যান থেকে পোশাকই আমাদের একমাত্র ভরসা।’
আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, ‘নিজের এবং ছেলেমেয়েদের ব্যবহারের জন্য কম দামে সুন্দর সুন্দর গরম কাপড় কিনে নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যান থেকে নিজেকে বাছাই করে নিতে অনেক সময় লেগে যায়।’
সরকারি চাকরিজীবী মো. আলম বলেন, ‘ভ্যান থেকে ৩৫০ টাকায় জ্যাকেট কিনেছি। এ ধরনের জ্যাকেট যেকোনো মার্কেটে কিনতে ৬০০-৭০০ টাকা লাগবে।’
ভ্রাম্যমাণ ভ্যানের কাপড় ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শীতের কাপড় বিক্রি শুরু করেছি। সকালের দিকে ক্রেতাদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর শীতের কাপড় বিক্রি চলে রাত ৯টা পর্যন্ত।’
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বইছে শীতের হিমেল হাওয়া। গতকাল রোববার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রাও নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্যানে করে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা চলছে। এতে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ এ কাপড় কিনছে।
সরেজমিন দেখা যায়, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার, নিমতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা মূল্যের পোশাক বিক্রি হয়ে থাকে এই ভ্রাম্যমাণ দোকানগুলোতে। এতে অল্প আয়ের লোকজন সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।
থেমে নেই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকজন ছাড়া মধ্যবিত্ত ক্রেতা কেনাকাটা করছেন। ভ্যানে রয়েছে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট ও টুপি। দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদাও বেশি।
ভ্যানে আরও রয়েছে মেয়েদের সোয়েটার। দাম মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা। ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ২৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ২০০ টাকা এবং হাতের মোজা ৩০ থেকে ১০০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায়।
ক্রেতা আশরাফ আলী বলেন, ‘রাস্তার পাশে ভ্যান গাড়িতে শীতের পোশাক বিক্রি করতে দেখে আমার ছেলের জন্য ২০০ টাকা দিয়ে সোয়েটার কিনেছি। আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ভ্যান থেকে পোশাকই আমাদের একমাত্র ভরসা।’
আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, ‘নিজের এবং ছেলেমেয়েদের ব্যবহারের জন্য কম দামে সুন্দর সুন্দর গরম কাপড় কিনে নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যান থেকে নিজেকে বাছাই করে নিতে অনেক সময় লেগে যায়।’
সরকারি চাকরিজীবী মো. আলম বলেন, ‘ভ্যান থেকে ৩৫০ টাকায় জ্যাকেট কিনেছি। এ ধরনের জ্যাকেট যেকোনো মার্কেটে কিনতে ৬০০-৭০০ টাকা লাগবে।’
ভ্রাম্যমাণ ভ্যানের কাপড় ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শীতের কাপড় বিক্রি শুরু করেছি। সকালের দিকে ক্রেতাদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর শীতের কাপড় বিক্রি চলে রাত ৯টা পর্যন্ত।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে