খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাড়ির সামনে ‘ককটেল হামলা’ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে। এতে জানানো হয়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরকের অংশবিশেষ জব্দ করেছে। পুলিশের দাবি, বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়, আসলে ‘পটকা’।
ওয়াদুদ ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা সভাপতি এবং সাবেক এমপি। তাঁর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত। বিভিন্নভাবে এই সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে জনবহুল এলাকা কলাবাগান আমার বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এসব করে ভয় দেখিয়ে তারা বিএনপির কার্যক্রম থামিয়ে দিতে চায়, যা তারা কোনো দিনই পারবে না।’
এ সময় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায়, বিএনপি কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বলেন, ‘বিস্ফারণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করে আমরা বুঝতে পারি এটি মূলত পটকা, ককটেল নয়। তবে এ বিষয়ে থানায় এসে কেউ অভিযোগও করেনি।’
খাগড়াছড়িতে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাড়ির সামনে ‘ককটেল হামলা’ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে। এতে জানানো হয়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরকের অংশবিশেষ জব্দ করেছে। পুলিশের দাবি, বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়, আসলে ‘পটকা’।
ওয়াদুদ ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা সভাপতি এবং সাবেক এমপি। তাঁর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত। বিভিন্নভাবে এই সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে জনবহুল এলাকা কলাবাগান আমার বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এসব করে ভয় দেখিয়ে তারা বিএনপির কার্যক্রম থামিয়ে দিতে চায়, যা তারা কোনো দিনই পারবে না।’
এ সময় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায়, বিএনপি কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বলেন, ‘বিস্ফারণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করে আমরা বুঝতে পারি এটি মূলত পটকা, ককটেল নয়। তবে এ বিষয়ে থানায় এসে কেউ অভিযোগও করেনি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে