নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে এক মাসের বেশি সময় ধরে চলছে গ্যাস-সংকট। প্রথম দিকে শহরের বাইরে সংকট দেখা দিলেও ধীরে ধীরে সেই ধাক্কা এসে লেগেছে জেলা শহরেও। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির মুখে পড়েছেন আবাসিক গ্যাস-সংযোগ ব্যবহারকারীরা। রান্নার সময় চুলায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিকল্প হিসেবে গৃহিণীদের কেউ কেউ লাকড়ির চুলা, এলপিজি সিলিন্ডার ব্যবহার করলেও কর্মজীবীরা ঝুঁকছেন ইলেকট্রিক পণ্যের দিকে। গ্যাসের চুলার বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন রাইস কুকার এবং বৈদ্যুতিক চুলা।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, জামতলা, মিশনপাড়া, খানপুর, আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, মণ্ডলপাড়া, নিতাইগঞ্জ, নলুয়া, দেওভোগসহ বিভিন্ন এলাকায় দিনের বেলা গ্যাস থাকে না বললেই চলে। একই অবস্থা বিরাজ করছে ফতুল্লার শিয়াচর, রেলস্টেশন, লালপুর, সস্তাপুর, কুতুবআইল ও রামারবাগ এলাকায়ও। শিল্পকারখানা সমৃদ্ধ এসব এলাকায় বসবাস করেন কয়েক লাখ শ্রমিক। গ্যাস-সংকটের ভোগান্তি থেকে মুক্তি পেতে বৈদ্যুতিক চুলার চাহিদা বৃদ্ধি পেয়েছে এসব এলাকায়।
ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার বাসিন্দা আসমা (৫৫) বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে দিনের বেলা গ্যাস পাওয়াই যাচ্ছে না। লাকড়ি আনা নেওয়া ঝামেলার বিষয়। বাধ্য হয়ে এখন বৈদ্যুতিক চুলা কিনে নিয়েছি। বিদ্যুৎ বিল বেশি এলেও কিছু করার নেই।’
শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসার শহরের ২ নম্বর রেলগেট এলাকার একটি ইলেকট্রনিকসের দোকানে দাঁড়িয়ে বিভিন্ন দামের চুলা দেখছিলেন তিনি। কথা হলে নুরুল বলেন, ‘রাতের বেলা চুলায় গ্যাস পাওয়া যায় না। বাধ্য হয়ে আজ এসেছি চুলা কিনতে।’
গত এক মাসে বৈদ্যুতিক চুলা ও রাইস কুকারের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে জানান ভিশন ইলেকট্রনিকস শোরুমের ম্যানেজার মেহেদী হাসান। বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ওয়ালটন শোরুমের বিক্রয় প্রতিনিধি শামীম বলেন, ‘প্রতিদিন ৭-৮টি চুলা এবং ৬-৭টির মতো রাইস কুকার বিক্রি হয়। গ্যাস-সংকট বাড়ার পরপরই চাহিদা বেড়েছে এসব পণ্যের।’
শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে অবস্থিত মিনিস্টার শোরুমের ম্যানেজার আব্দুল মান্নান বলেন, ‘মানুষ এক প্রকার বাধ্য হয়ে চুলা ও রাইস কুকার কিনছেন। চীনা পণ্যের আমদানিও কমে গেছে। দাম বাড়ছে সবকিছুর। আমরা শুধু রাইস কুকার বিক্রি করছি। প্রতিদিন ১০টির মতো রাইস কুকার বিক্রি হচ্ছে।’
গ্যাসের চুলার বিকল্প হিসেবে ইলেকট্রনিক এসব পণ্যে বিদ্যুৎ খরচের বিষয়ে তাঁরা জানান, দুজনের পরিবার হলে মাসে ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে না। আর পরিবার বড় হলে সর্বোচ্চ ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হবে। এদিক থেকে সিলিন্ডার গ্যাসের চেয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহারে সাশ্রয় হচ্ছে।
গ্যাস-সংকটের বিষয়ে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে যে পরিমাণ গ্যাসের চাহিদা, সেই অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গ্যাস-সংকটের বিষয়ে চিঠি পাঠিয়েছেন। আমরা আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যেই গ্যাস-সংকট কমে সরবরাহ বৃদ্ধি পাবে।’
নারায়ণগঞ্জে এক মাসের বেশি সময় ধরে চলছে গ্যাস-সংকট। প্রথম দিকে শহরের বাইরে সংকট দেখা দিলেও ধীরে ধীরে সেই ধাক্কা এসে লেগেছে জেলা শহরেও। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির মুখে পড়েছেন আবাসিক গ্যাস-সংযোগ ব্যবহারকারীরা। রান্নার সময় চুলায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিকল্প হিসেবে গৃহিণীদের কেউ কেউ লাকড়ির চুলা, এলপিজি সিলিন্ডার ব্যবহার করলেও কর্মজীবীরা ঝুঁকছেন ইলেকট্রিক পণ্যের দিকে। গ্যাসের চুলার বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন রাইস কুকার এবং বৈদ্যুতিক চুলা।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, জামতলা, মিশনপাড়া, খানপুর, আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, মণ্ডলপাড়া, নিতাইগঞ্জ, নলুয়া, দেওভোগসহ বিভিন্ন এলাকায় দিনের বেলা গ্যাস থাকে না বললেই চলে। একই অবস্থা বিরাজ করছে ফতুল্লার শিয়াচর, রেলস্টেশন, লালপুর, সস্তাপুর, কুতুবআইল ও রামারবাগ এলাকায়ও। শিল্পকারখানা সমৃদ্ধ এসব এলাকায় বসবাস করেন কয়েক লাখ শ্রমিক। গ্যাস-সংকটের ভোগান্তি থেকে মুক্তি পেতে বৈদ্যুতিক চুলার চাহিদা বৃদ্ধি পেয়েছে এসব এলাকায়।
ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার বাসিন্দা আসমা (৫৫) বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে দিনের বেলা গ্যাস পাওয়াই যাচ্ছে না। লাকড়ি আনা নেওয়া ঝামেলার বিষয়। বাধ্য হয়ে এখন বৈদ্যুতিক চুলা কিনে নিয়েছি। বিদ্যুৎ বিল বেশি এলেও কিছু করার নেই।’
শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসার শহরের ২ নম্বর রেলগেট এলাকার একটি ইলেকট্রনিকসের দোকানে দাঁড়িয়ে বিভিন্ন দামের চুলা দেখছিলেন তিনি। কথা হলে নুরুল বলেন, ‘রাতের বেলা চুলায় গ্যাস পাওয়া যায় না। বাধ্য হয়ে আজ এসেছি চুলা কিনতে।’
গত এক মাসে বৈদ্যুতিক চুলা ও রাইস কুকারের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে জানান ভিশন ইলেকট্রনিকস শোরুমের ম্যানেজার মেহেদী হাসান। বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ওয়ালটন শোরুমের বিক্রয় প্রতিনিধি শামীম বলেন, ‘প্রতিদিন ৭-৮টি চুলা এবং ৬-৭টির মতো রাইস কুকার বিক্রি হয়। গ্যাস-সংকট বাড়ার পরপরই চাহিদা বেড়েছে এসব পণ্যের।’
শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে অবস্থিত মিনিস্টার শোরুমের ম্যানেজার আব্দুল মান্নান বলেন, ‘মানুষ এক প্রকার বাধ্য হয়ে চুলা ও রাইস কুকার কিনছেন। চীনা পণ্যের আমদানিও কমে গেছে। দাম বাড়ছে সবকিছুর। আমরা শুধু রাইস কুকার বিক্রি করছি। প্রতিদিন ১০টির মতো রাইস কুকার বিক্রি হচ্ছে।’
গ্যাসের চুলার বিকল্প হিসেবে ইলেকট্রনিক এসব পণ্যে বিদ্যুৎ খরচের বিষয়ে তাঁরা জানান, দুজনের পরিবার হলে মাসে ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে না। আর পরিবার বড় হলে সর্বোচ্চ ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হবে। এদিক থেকে সিলিন্ডার গ্যাসের চেয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহারে সাশ্রয় হচ্ছে।
গ্যাস-সংকটের বিষয়ে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে যে পরিমাণ গ্যাসের চাহিদা, সেই অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গ্যাস-সংকটের বিষয়ে চিঠি পাঠিয়েছেন। আমরা আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যেই গ্যাস-সংকট কমে সরবরাহ বৃদ্ধি পাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে