মানিকছড়িতে এসএসসি দিচ্ছে ১০৩১ জন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০৭: ৪৮
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ২০

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৮টি মাধ্যমিক এবং ৩টি দাখিল মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীয় অংশ নিচ্ছে ১ হাজার ৩১ শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হবে। এ বছর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি কেন্দ্রের পরীক্ষা দেবে। এর মধ্যে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৫ জন ও তিনটহরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৩ জন পরীক্ষা দেবে।

সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিনিয়র শিক্ষক অজিত কুমার নাথ ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ে মো. বশির আহম্মদ কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া উপজেলার তিনটি দাখিল মাদ্রাসার ১১৩ জন শিক্ষার্থীকে নিয়ে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র সচিবেরা জানান, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রতি টেবিলে ১ জন শিক্ষার্থীর আসন নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত