মদন (নেত্রকোনা) প্রতিনিধি
কয়েক বছর আগেও ধলাই নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল। নদীর বুকে পাল তুলে চলত ছোট বড় হাজারো নৌকা। দুই পাড়ের কৃষকেরা হাজারো একর ফসলি জমিতে সেচ দিতেন এই নদীর পানি দিয়ে। নদীতে চলাচলরত নৌযান দিয়ে ব্যবসায়ীরা স্বল্প খরচে মালামাল পরিবহন করতেন। এক সময়ে নদীটিতে খরস্রোত ছিল। এখন আর পানি প্রবাহিত হয় না।
নদীর একাংশ চলে গেছে ভূমিদস্যুদের দখলে। নদীর বুক তৈরি হয়েছে ফসলের মাঠ। উপজেলা প্রশাসন বলছে, ধলাই নদী ভরাট ও অবৈধ দখলের কারণে ফসলের মাঠে পরিণত হয়েছে। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী দখলমুক্ত করা হবে।
জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে কেন্দুয়া উপজেলার সাইডুলি নদীতে মিলিত হয়েছে ধলাই নদী। প্রায় ২০ কিলোমিটার নদীর তীরে রয়েছে হাজারো একর ফসলি জমি। এ ছাড়া ধলাই নদীর ৪ কিলোমিটারের আরেকটি শাখা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়নের সাহিতপুর গ্রামের মগড়া নদীতে মিলিত হয়েছে। ২৪ কিলোমিটার নদীর অধিকাংশ এখন প্রভাবশালীদের দখলে। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নদীর একাংশ দখলে নিয়ে যাচ্ছে। নদীতে কিছু পানি থাকলেও তা শুকিয়ে মাছ নিধন করে ধান চাষ করছেন এলাকার মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণে নীরব থাকায় জনগণ নদীর উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় কৃষকেরা বলেন, এই নদীর পানি সারা বছরই কৃষিকাজে ব্যবহার করা হতো। হাজারো একর বোরো ধানের জমিতে সেচ দেওয়ার কোনো চিন্তা ছিল না। কিন্তু প্রভাবশালীরা নদী দখলে নিয়ে মাছ নিধনের জন্য পানি শুকিয়ে ফেলেছে। তাই নদীতে সেচ দেওয়ার মতো পানি না থাকায় বাধ্য হয়ে কৃষকেরা শ্যালো মেশিনের মাধ্যমে সেচ চালু করছেন। তারা আরও বলেন, এলাকার অর্ধশতাধিক জেলে পরিবার ওই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু প্রভাবশালী মহল নদী দখল করে নেওয়ায় জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে নদীর তীরে যাদের জমি রয়েছে তারাই মূলত নদী দখলে নিচ্ছে। আবার সুবিধানুযায়ী ট্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে অন্যত্রে বিক্রি করছে। ট্রেজার বসিয়ে ওই নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় ইতিমধ্যে কয়েকজনকে জরিমানাও করেছে উপজেলা প্রশাসন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন, ‘ধলাই নদী ভরাট হওয়াতে দখল হয়ে যাচ্ছে। এই নদীর উপকারিতা থেকে কৃষকসহ জনসাধারণ বঞ্চিত হচ্ছেন। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি। নদী খনন করা হলে এলাকার মানুষের খুবই উপকার হবে।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ‘ধলাই নদী ভরাট ও অবৈধ দখলের কারণে ফসলের মাঠে পরিণত হয়েছে। অচিরেই অবৈধ দখল উচ্ছেদ করে নদী দখলমুক্ত করা হবে। কৃষকদের সুবিধার্থে নদীটি খননের জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।
কয়েক বছর আগেও ধলাই নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল। নদীর বুকে পাল তুলে চলত ছোট বড় হাজারো নৌকা। দুই পাড়ের কৃষকেরা হাজারো একর ফসলি জমিতে সেচ দিতেন এই নদীর পানি দিয়ে। নদীতে চলাচলরত নৌযান দিয়ে ব্যবসায়ীরা স্বল্প খরচে মালামাল পরিবহন করতেন। এক সময়ে নদীটিতে খরস্রোত ছিল। এখন আর পানি প্রবাহিত হয় না।
নদীর একাংশ চলে গেছে ভূমিদস্যুদের দখলে। নদীর বুক তৈরি হয়েছে ফসলের মাঠ। উপজেলা প্রশাসন বলছে, ধলাই নদী ভরাট ও অবৈধ দখলের কারণে ফসলের মাঠে পরিণত হয়েছে। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী দখলমুক্ত করা হবে।
জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে কেন্দুয়া উপজেলার সাইডুলি নদীতে মিলিত হয়েছে ধলাই নদী। প্রায় ২০ কিলোমিটার নদীর তীরে রয়েছে হাজারো একর ফসলি জমি। এ ছাড়া ধলাই নদীর ৪ কিলোমিটারের আরেকটি শাখা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়নের সাহিতপুর গ্রামের মগড়া নদীতে মিলিত হয়েছে। ২৪ কিলোমিটার নদীর অধিকাংশ এখন প্রভাবশালীদের দখলে। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নদীর একাংশ দখলে নিয়ে যাচ্ছে। নদীতে কিছু পানি থাকলেও তা শুকিয়ে মাছ নিধন করে ধান চাষ করছেন এলাকার মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণে নীরব থাকায় জনগণ নদীর উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় কৃষকেরা বলেন, এই নদীর পানি সারা বছরই কৃষিকাজে ব্যবহার করা হতো। হাজারো একর বোরো ধানের জমিতে সেচ দেওয়ার কোনো চিন্তা ছিল না। কিন্তু প্রভাবশালীরা নদী দখলে নিয়ে মাছ নিধনের জন্য পানি শুকিয়ে ফেলেছে। তাই নদীতে সেচ দেওয়ার মতো পানি না থাকায় বাধ্য হয়ে কৃষকেরা শ্যালো মেশিনের মাধ্যমে সেচ চালু করছেন। তারা আরও বলেন, এলাকার অর্ধশতাধিক জেলে পরিবার ওই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু প্রভাবশালী মহল নদী দখল করে নেওয়ায় জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে নদীর তীরে যাদের জমি রয়েছে তারাই মূলত নদী দখলে নিচ্ছে। আবার সুবিধানুযায়ী ট্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে অন্যত্রে বিক্রি করছে। ট্রেজার বসিয়ে ওই নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় ইতিমধ্যে কয়েকজনকে জরিমানাও করেছে উপজেলা প্রশাসন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন, ‘ধলাই নদী ভরাট হওয়াতে দখল হয়ে যাচ্ছে। এই নদীর উপকারিতা থেকে কৃষকসহ জনসাধারণ বঞ্চিত হচ্ছেন। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি। নদী খনন করা হলে এলাকার মানুষের খুবই উপকার হবে।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ‘ধলাই নদী ভরাট ও অবৈধ দখলের কারণে ফসলের মাঠে পরিণত হয়েছে। অচিরেই অবৈধ দখল উচ্ছেদ করে নদী দখলমুক্ত করা হবে। কৃষকদের সুবিধার্থে নদীটি খননের জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে