মাত্র ২৩ দিনে দুষ্টু কোকিল গানটির ১০০ মিলিয়ন ভিউ। এমনটা হতে পারে আগে ভেবেছিলেন?
প্রথম থেকে এই গান নিয়ে যেভাবে সাড়া পাচ্ছিলাম, তাতে প্রত্যাশা করছিলাম দ্রুতই ১০০ মিলিয়ন ভিউ হবে। রিলিজের পরপর সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন ভিউ হয়। এবার ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক। দুই চ্যানেল মিলিয়ে এই মাইলফলক হয়েছে। এখন অপেক্ষায় আছি দুটি চ্যানেলে আলাদাভাবে এই অর্জনের।
পশ্চিমবঙ্গেও গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কতটা উপভোগ করছেন?
আমাদের দেশের মানুষ যেভাবে গানটি পছন্দ করেছে, দেশের বাইরেও তেমন। গতকাল মুম্বাই থেকে আমাকে একজন বলল, বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও অনেকে গানটি শুনছে, যেটা সাধারণত দেখা যায় না। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে বাজছে। এই বিষয়টি ভীষণ ভালো লাগার। এ ছাড়া শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম প্রশংসা করেছেন। এই ধরনের গানের এক্সপ্রেশনগুলো ওনার কাছ থেকে শেখা। তিনি যখন প্রশংসা করেন, সেটার ভালো লাগা অন্য রকম। সব মিলিয়ে দারুণ উপভোগ করছি।
গানের পেছনের গল্পটা জানতে চাই।
২০১৬ সাল থেকে আকাশ সেনের সঙ্গে আমার কাজ হচ্ছে। তাঁর সুরে ‘রেশমি চুড়ি’, ‘ও ডিজে’, ‘বৈশাখের বিকেল বেলায়’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছি। দ্বৈত গানও আছে আমাদের। তুফান টিম প্রথমে আকাশ সেনের সঙ্গে আলোচনা করেছিল। এরপর তাঁরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন।
রেকর্ডিংয়ের সময় আঁচ করতে পেরেছিলেন গানটি এত জনপ্রিয়তা পাবে?
ভয়েস দেওয়ার সময় গানের হুক লাইনটা খুব ক্যাচি মনে হয়েছিল। এরপর যখন জানতে পারলাম, গানটিতে মিমি চক্রবর্তী ও শাকিব খান অভিনয় করবেন, তখন প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। ট্রেলারে ১০ সেকেন্ড ছিল গানটি। এই ছোট্ট ক্লিপ দিয়েই সবাই রিলস, টিকটক বানাচ্ছিল। সাড়াটা তখন থেকেই পাচ্ছিলাম। আর সিনেমা রিলিজের পর সব জায়গায় ছড়িয়ে পড়ল। সে সময় কিন্তু পুরো গানটি আলাদা করে প্রকাশ করা হয়নি। তবে এত দ্রুত এত রেকর্ড করে ফেলবে, সেটা ভাবিনি।
সিনেমার সাফল্যের ক্ষেত্রে গান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
সিনেমা ও গান—একে অপরের পরিপূরক। গানের জনপ্রিয়তা যেমন একটি সিনেমার সাফল্য অর্জনে সহায়তা করে, তেমনি অনেক সময় সিনেমার কারণে গান জনপ্রিয়তা পায়। সিনেমার গানের সঙ্গে এর চিত্রায়ণ, কোরিওগ্রাফি, শিল্পীদের অভিনয়—সবকিছু দেখেন দর্শক।
সিনেমায় আপনার অনেক জনপ্রিয় গান আছে। তবে গত কয়েক বছরে প্লেব্যাকে কম পাওয়া গেছে আপনাকে। এর কারণ কী?
এটার কারণ তো আমি বলতে পারব না। হয়তো আমার টাইপ গান কম হয়েছে, তাই আমাকে ডাকা হয়নি। আবার হয়তো হবে। তবে মাঝে মাঝে গ্যাপ থাকাটাও কিন্তু ভালো। নতুন কিছুর জন্য প্রস্তুত হওয়া যায়।
অনেকে অভিযোগ করেন, সিনেমায় প্লেব্যাকের ক্ষেত্রে একধরনের সিন্ডিকেট কাজ করে এখানে। নির্দিষ্ট শিল্পীরাই ঘুরেফিরে সুযোগ পান। এ বিষয়ে আপনার কী বক্তব্য?
আমার কাছে এসব কিছু মনে হয় না। আমি যেহেতু সিন্ডিকেট মেইনটেইন করি না, তাই এসবের কিছু বুঝিও না। গান হচ্ছে শান্তির বিষয়। এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিকস আসে, সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি, যেটা আমার কাছে আসার কথা, সেটা আমি পেয়েছি। আর যেটা আসার কথা নয়, সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।
আপনি বিভিন্ন ধরনের গান করেন। কখনো রোমান্টিক, কখনো স্যাড, কখনো আইটেম ঘরানার, আবার রবীন্দ্রসংগীতও করেন। আপনার পছন্দের ক্ষেত্র কোনটি?
আমার কমফোর্ট জোনের জায়গা হচ্ছে গান গাওয়া। যেকোনো গান ওই গানের মতো করে গাওয়ার চেষ্টা করি। অভিনয়শিল্পীরা অভিনয়ের সময় যেমন চরিত্র পরিবর্তন করেন। একেক সিনেমা বা নাটকে একেক রকম চরিত্র। তেমনি শিল্পী হিসেবে আমাকেও বিভিন্ন প্রয়োজনে কণ্ঠ পরিবর্তন করতে হবে, এক্সপ্রেশন পরিবর্তন হবে। এটাই তো স্বাভাবিক। গান গাওয়ার সময় সেটাই করি। আমি ছোট থেকেই ভার্সেটাইল শিল্পী হতে চেয়েছি, এখনো সেটাই হয়ে ওঠার চেষ্টা করছি।
কনসার্টের ব্যস্ততা কেমন চলছে?
এখন তো অফসিজন। এই সময়ে কনসার্ট কম হয়। এরপরও টুকটাক ব্যস্ততা আছে। আগামীকাল ঢাকায় একটি কনসার্ট আছে। ২৬ জুলাই আরেকটি প্রোগ্রামে গাওয়ার কথা। বৃষ্টির কারণে এই সময়ে ওপেন এয়ার কনসার্ট সাধারণত হয় না। শোয়ের সিজন শুরু হবে আগামী নভেম্বর থেকে।
এর মধ্যে নতুন কী কী গানে কণ্ঠ দিলেন?
কয়েকটি সিনেমায় গেয়েছি। সামনেই সেগুলো মুক্তি পাওয়ার কথা। দুটি একক গান রেকর্ড করেছি। এ বছরই একটি গানের মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে। এ ছাড়া নিয়মিত নাটকের গানে কণ্ঠ দিচ্ছি। আমি তো আসলে স্টুডিও আর্টিস্ট। নানা ধরনের টাইটেল সং, প্রজেক্টের গান গাইতেই থাকি।
মাত্র ২৩ দিনে দুষ্টু কোকিল গানটির ১০০ মিলিয়ন ভিউ। এমনটা হতে পারে আগে ভেবেছিলেন?
প্রথম থেকে এই গান নিয়ে যেভাবে সাড়া পাচ্ছিলাম, তাতে প্রত্যাশা করছিলাম দ্রুতই ১০০ মিলিয়ন ভিউ হবে। রিলিজের পরপর সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন ভিউ হয়। এবার ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক। দুই চ্যানেল মিলিয়ে এই মাইলফলক হয়েছে। এখন অপেক্ষায় আছি দুটি চ্যানেলে আলাদাভাবে এই অর্জনের।
পশ্চিমবঙ্গেও গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কতটা উপভোগ করছেন?
আমাদের দেশের মানুষ যেভাবে গানটি পছন্দ করেছে, দেশের বাইরেও তেমন। গতকাল মুম্বাই থেকে আমাকে একজন বলল, বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও অনেকে গানটি শুনছে, যেটা সাধারণত দেখা যায় না। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে বাজছে। এই বিষয়টি ভীষণ ভালো লাগার। এ ছাড়া শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম প্রশংসা করেছেন। এই ধরনের গানের এক্সপ্রেশনগুলো ওনার কাছ থেকে শেখা। তিনি যখন প্রশংসা করেন, সেটার ভালো লাগা অন্য রকম। সব মিলিয়ে দারুণ উপভোগ করছি।
গানের পেছনের গল্পটা জানতে চাই।
২০১৬ সাল থেকে আকাশ সেনের সঙ্গে আমার কাজ হচ্ছে। তাঁর সুরে ‘রেশমি চুড়ি’, ‘ও ডিজে’, ‘বৈশাখের বিকেল বেলায়’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছি। দ্বৈত গানও আছে আমাদের। তুফান টিম প্রথমে আকাশ সেনের সঙ্গে আলোচনা করেছিল। এরপর তাঁরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন।
রেকর্ডিংয়ের সময় আঁচ করতে পেরেছিলেন গানটি এত জনপ্রিয়তা পাবে?
ভয়েস দেওয়ার সময় গানের হুক লাইনটা খুব ক্যাচি মনে হয়েছিল। এরপর যখন জানতে পারলাম, গানটিতে মিমি চক্রবর্তী ও শাকিব খান অভিনয় করবেন, তখন প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। ট্রেলারে ১০ সেকেন্ড ছিল গানটি। এই ছোট্ট ক্লিপ দিয়েই সবাই রিলস, টিকটক বানাচ্ছিল। সাড়াটা তখন থেকেই পাচ্ছিলাম। আর সিনেমা রিলিজের পর সব জায়গায় ছড়িয়ে পড়ল। সে সময় কিন্তু পুরো গানটি আলাদা করে প্রকাশ করা হয়নি। তবে এত দ্রুত এত রেকর্ড করে ফেলবে, সেটা ভাবিনি।
সিনেমার সাফল্যের ক্ষেত্রে গান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
সিনেমা ও গান—একে অপরের পরিপূরক। গানের জনপ্রিয়তা যেমন একটি সিনেমার সাফল্য অর্জনে সহায়তা করে, তেমনি অনেক সময় সিনেমার কারণে গান জনপ্রিয়তা পায়। সিনেমার গানের সঙ্গে এর চিত্রায়ণ, কোরিওগ্রাফি, শিল্পীদের অভিনয়—সবকিছু দেখেন দর্শক।
সিনেমায় আপনার অনেক জনপ্রিয় গান আছে। তবে গত কয়েক বছরে প্লেব্যাকে কম পাওয়া গেছে আপনাকে। এর কারণ কী?
এটার কারণ তো আমি বলতে পারব না। হয়তো আমার টাইপ গান কম হয়েছে, তাই আমাকে ডাকা হয়নি। আবার হয়তো হবে। তবে মাঝে মাঝে গ্যাপ থাকাটাও কিন্তু ভালো। নতুন কিছুর জন্য প্রস্তুত হওয়া যায়।
অনেকে অভিযোগ করেন, সিনেমায় প্লেব্যাকের ক্ষেত্রে একধরনের সিন্ডিকেট কাজ করে এখানে। নির্দিষ্ট শিল্পীরাই ঘুরেফিরে সুযোগ পান। এ বিষয়ে আপনার কী বক্তব্য?
আমার কাছে এসব কিছু মনে হয় না। আমি যেহেতু সিন্ডিকেট মেইনটেইন করি না, তাই এসবের কিছু বুঝিও না। গান হচ্ছে শান্তির বিষয়। এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিকস আসে, সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি, যেটা আমার কাছে আসার কথা, সেটা আমি পেয়েছি। আর যেটা আসার কথা নয়, সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।
আপনি বিভিন্ন ধরনের গান করেন। কখনো রোমান্টিক, কখনো স্যাড, কখনো আইটেম ঘরানার, আবার রবীন্দ্রসংগীতও করেন। আপনার পছন্দের ক্ষেত্র কোনটি?
আমার কমফোর্ট জোনের জায়গা হচ্ছে গান গাওয়া। যেকোনো গান ওই গানের মতো করে গাওয়ার চেষ্টা করি। অভিনয়শিল্পীরা অভিনয়ের সময় যেমন চরিত্র পরিবর্তন করেন। একেক সিনেমা বা নাটকে একেক রকম চরিত্র। তেমনি শিল্পী হিসেবে আমাকেও বিভিন্ন প্রয়োজনে কণ্ঠ পরিবর্তন করতে হবে, এক্সপ্রেশন পরিবর্তন হবে। এটাই তো স্বাভাবিক। গান গাওয়ার সময় সেটাই করি। আমি ছোট থেকেই ভার্সেটাইল শিল্পী হতে চেয়েছি, এখনো সেটাই হয়ে ওঠার চেষ্টা করছি।
কনসার্টের ব্যস্ততা কেমন চলছে?
এখন তো অফসিজন। এই সময়ে কনসার্ট কম হয়। এরপরও টুকটাক ব্যস্ততা আছে। আগামীকাল ঢাকায় একটি কনসার্ট আছে। ২৬ জুলাই আরেকটি প্রোগ্রামে গাওয়ার কথা। বৃষ্টির কারণে এই সময়ে ওপেন এয়ার কনসার্ট সাধারণত হয় না। শোয়ের সিজন শুরু হবে আগামী নভেম্বর থেকে।
এর মধ্যে নতুন কী কী গানে কণ্ঠ দিলেন?
কয়েকটি সিনেমায় গেয়েছি। সামনেই সেগুলো মুক্তি পাওয়ার কথা। দুটি একক গান রেকর্ড করেছি। এ বছরই একটি গানের মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে। এ ছাড়া নিয়মিত নাটকের গানে কণ্ঠ দিচ্ছি। আমি তো আসলে স্টুডিও আর্টিস্ট। নানা ধরনের টাইটেল সং, প্রজেক্টের গান গাইতেই থাকি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে