তিতাসে শপথ নিলেন ১০৭ ইউপি সদস্য

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৫

তিতাস উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন নির্বাচিত ১০৭ সদস্য শপথ পাঠ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ তাঁদের এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. মোমিনুর জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, শিক্ষা কর্মকর্তা মো. শরিফ রফিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

মজিদপুর ইউপির মোহনপুর ওয়ার্ডের নতুন নির্বাচিত সদস্য মুকবুল মাহমুদ প্রধান বলেন, ‘আমাকে ওয়ার্ডবাসী তৃতীয়বারের মতো নির্বাচিত করেছেন। আমার অভিজ্ঞতা ও মেধা ওয়ার্ডবাসীর প্রতি নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

জিয়ারকান্দি ইউপির ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত নারী সদস্য হাছিনা আক্তার বলেন, ‘তৃতীয়বারের মতো আমাকে তিন ওয়ার্ডের জনগণ নির্বাচিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। অতীতে যেমন জনগণের পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও পাশে থাকব ইনশা আল্লাহ।

নারান্দিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সোহেল রানা বলেন, ‘আমি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

কড়িকান্দি ইউপির ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘ওয়ার্ডবাসী আমাকে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত করেছেন। আমিও ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ বলেন, ৯ ইউপির ১০৮ সদস্যের মধ্যে গতকাল ১০৭ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ২৮ ডিসেম্বর প্রথম সভার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন শুরু হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত