সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ আব্দুল খালেক ফকিরের সন্ধানের দাবি জানিয়েছেন ছেলে মিজানুর রহমান। গতকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
আব্দুল খালেক ফকিরের ছেলে মিজানুর রহমান বলেন, উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান আমাদের ৭৬ শতাংশ জমি কৌশলে জবর দখল করে নেয়। এ নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ জানুয়ারি বাবাকে (আব্দুল খালেক ফকির) অপহরণ করা হয়। অপহরণের ১০ দিন পর সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করার সংবাদে তাঁরা আরও ক্ষিপ্ত হন। ওই জমিতে (৭৬ শতাংশ) গেলে সম্প্রতি বাবার মতো আমাদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেন তাঁরা। পরে তিনি বাদী হয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এনামুল হককে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।
তিনি খালেক ফকিরকে জীবিত বা মৃত ফেরত পেতে জোর দাবি জানান। এ সময় খালেক ফকিরের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, ছেলের বউ নার্গিস আক্তার, ভাতিজা কামাল হোসেন ও ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে এনামুল হক বলেন, তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ পিবিআইতে তদন্তাধীন রয়েছে। তবে ওই জমি তাঁরা জবর দখল করেননি। তাঁদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, কিছুদিন আগে মামলাটির তদন্ত ভার পেয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ আব্দুল খালেক ফকিরের সন্ধানের দাবি জানিয়েছেন ছেলে মিজানুর রহমান। গতকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
আব্দুল খালেক ফকিরের ছেলে মিজানুর রহমান বলেন, উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান আমাদের ৭৬ শতাংশ জমি কৌশলে জবর দখল করে নেয়। এ নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ জানুয়ারি বাবাকে (আব্দুল খালেক ফকির) অপহরণ করা হয়। অপহরণের ১০ দিন পর সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করার সংবাদে তাঁরা আরও ক্ষিপ্ত হন। ওই জমিতে (৭৬ শতাংশ) গেলে সম্প্রতি বাবার মতো আমাদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেন তাঁরা। পরে তিনি বাদী হয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এনামুল হককে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।
তিনি খালেক ফকিরকে জীবিত বা মৃত ফেরত পেতে জোর দাবি জানান। এ সময় খালেক ফকিরের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, ছেলের বউ নার্গিস আক্তার, ভাতিজা কামাল হোসেন ও ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে এনামুল হক বলেন, তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ পিবিআইতে তদন্তাধীন রয়েছে। তবে ওই জমি তাঁরা জবর দখল করেননি। তাঁদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, কিছুদিন আগে মামলাটির তদন্ত ভার পেয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে