গাজীপুর প্রতিনিধি
কয়েক দিনের কনকনে শীতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে নতুন-পুরোনো গরম পোশাকের বাজার। শপিং মলের পাশাপাশি ভাসমান ও অস্থায়ী দোকানে এসব পোশাকের সমাহার চাহিদা মেটাচ্ছে ক্রেতাদের। তবে এর মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যাই বেশি।
শীতকে কেন্দ্র করে নানা রং ও ডিজাইনের পোশাক এসেছে বাজারে। শীতের সঙ্গে বাড়ছে শীতপোশাকের চাহিদা। এমন হাজারো ধরনের পোশাকে বাজার এখন সরগরম। এখনো শীতবস্ত্রের দাম তুলনামূলকভাবে কম বলে মনে করছেন বিক্রেতারা। তাই নিম্ন আয়ের মানুষসহ অনেক ক্রেতা সাধ্যের মধ্যে শীতবস্ত্র কেনার জন্য মহানগরীর অলিগলি ও ফুটপাতে পসরা সাজানো দোকানে ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে, জয়দেবপুর বাজার, রাজবাড়ী সড়কের ফুটপাতে, রেলস্টেশনের উত্তর পাশে, হাড়িনাল বাজারের উত্তর পাশে গড়ে ওঠা ছোট বাজারসহ অনেক জায়গায় শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেকে ভ্যানে ও বড় বড় বাক্সে শীতবস্ত্র নিয়ে ফুটপাতে, যেখানে খালি জায়গা পেয়েছেন দাঁড়িয়ে গেছেন। পথে চলতে কারও নজরে পড়ে গেলে তিনি দাঁড়িয়ে দামদর করে কিনে নিচ্ছেন পছন্দের কাপড়।
এসব দোকানে পুরোনো কাপড়ের পাশাপাশি ত্রুটির কারণে রপ্তানি না হওয়া পরিত্যক্ত হওয়া কাপড়ও পাওয়া যায়। ফলে অনেকটা সাশ্রয়ী মূল্যে ভালো ও মানসম্মত শীতপোশাক কেনা যায় এখান থেকে। এসব দোকানে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা-মোজা, টুপি, হুডি থেকে শুরু করে বিভিন্ন ধরন ও দামের মোটা কাপড়ের পোশাক রয়েছে। মহানগরীর ফুটপাতের ভাসমান দোকান থেকে শুরু করে শপিং মলগুলোতে শীতের পোশাক কিনতে বিভিন্ন শ্রেণির ক্রেতার ভিড় দেখা যায়। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী দোকানে গিয়ে কিনছেন এসব পোশাক।
বিক্রেতারা জানালেন, রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তানের ট্রেড সেন্টারসহ বিভিন্ন পোশাক কারখানার লোকদের কাছ থেকে শীতপোশাক সংগ্রহ করেন তাঁরা। শীতবস্ত্রের পাশাপাশি চাহিদা রয়েছে হাতমোজা, পা-মোজাসহ বিভিন্ন ধরনের টুপির। দামও নাগালের মধ্যে। তবে শপিং মলগুলোতে দিনভর কেনাবেচা চললেও অস্থায়ী দোকানগুলোতে বিকেল অফিস ছুটির পর থেকে রাত ৮-৯টা অবধি কেনাবেচা চলে। ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে।
মহানগরীর রাজবাড়ী সড়কের পাশে বিএনপি অফিসের সামনের অস্থায়ী দোকানের বিক্রেতা এনামুল বলেন, ‘আমাদের দোকানে দেশি গার্মেন্টস, চায়না থেকে আমদানি করা বিভিন্ন ধরনের শীতকাপড় পাওয়া যায়। বিকেল থেকে রাত অবধি কেনাবেচা ভালো হয়।’
মহানগরীর পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী দোকানে শীতপোশাক কিনতে আসা নাজমা আক্তার জানান, তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এসব দোকানে কম টাকায় ভালো মানের কাপড় পাওয়া যায়। তাই নিজের ও পরিবারের অন্যদের জন্য শীতপোশাক কিনলাম।
মহানগরীর প্রকৌশল ভবনের পূর্ব পাশে ভ্যানগাড়িতে দোকান সাজিয়ে কাপড় বিক্রি করেন সোহেল ও আবু হানিফ। তাঁরা জানালেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতপোশাকের চাহিদা বাড়ছে। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি বিভিন্ন চাকরিজীবী মানুষও এখানে শীতের কাপড় কিনতে আসে। তবে নারী ক্রেতার সংখ্যা বেশি।
কয়েক দিনের কনকনে শীতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে নতুন-পুরোনো গরম পোশাকের বাজার। শপিং মলের পাশাপাশি ভাসমান ও অস্থায়ী দোকানে এসব পোশাকের সমাহার চাহিদা মেটাচ্ছে ক্রেতাদের। তবে এর মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যাই বেশি।
শীতকে কেন্দ্র করে নানা রং ও ডিজাইনের পোশাক এসেছে বাজারে। শীতের সঙ্গে বাড়ছে শীতপোশাকের চাহিদা। এমন হাজারো ধরনের পোশাকে বাজার এখন সরগরম। এখনো শীতবস্ত্রের দাম তুলনামূলকভাবে কম বলে মনে করছেন বিক্রেতারা। তাই নিম্ন আয়ের মানুষসহ অনেক ক্রেতা সাধ্যের মধ্যে শীতবস্ত্র কেনার জন্য মহানগরীর অলিগলি ও ফুটপাতে পসরা সাজানো দোকানে ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে, জয়দেবপুর বাজার, রাজবাড়ী সড়কের ফুটপাতে, রেলস্টেশনের উত্তর পাশে, হাড়িনাল বাজারের উত্তর পাশে গড়ে ওঠা ছোট বাজারসহ অনেক জায়গায় শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেকে ভ্যানে ও বড় বড় বাক্সে শীতবস্ত্র নিয়ে ফুটপাতে, যেখানে খালি জায়গা পেয়েছেন দাঁড়িয়ে গেছেন। পথে চলতে কারও নজরে পড়ে গেলে তিনি দাঁড়িয়ে দামদর করে কিনে নিচ্ছেন পছন্দের কাপড়।
এসব দোকানে পুরোনো কাপড়ের পাশাপাশি ত্রুটির কারণে রপ্তানি না হওয়া পরিত্যক্ত হওয়া কাপড়ও পাওয়া যায়। ফলে অনেকটা সাশ্রয়ী মূল্যে ভালো ও মানসম্মত শীতপোশাক কেনা যায় এখান থেকে। এসব দোকানে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা-মোজা, টুপি, হুডি থেকে শুরু করে বিভিন্ন ধরন ও দামের মোটা কাপড়ের পোশাক রয়েছে। মহানগরীর ফুটপাতের ভাসমান দোকান থেকে শুরু করে শপিং মলগুলোতে শীতের পোশাক কিনতে বিভিন্ন শ্রেণির ক্রেতার ভিড় দেখা যায়। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী দোকানে গিয়ে কিনছেন এসব পোশাক।
বিক্রেতারা জানালেন, রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তানের ট্রেড সেন্টারসহ বিভিন্ন পোশাক কারখানার লোকদের কাছ থেকে শীতপোশাক সংগ্রহ করেন তাঁরা। শীতবস্ত্রের পাশাপাশি চাহিদা রয়েছে হাতমোজা, পা-মোজাসহ বিভিন্ন ধরনের টুপির। দামও নাগালের মধ্যে। তবে শপিং মলগুলোতে দিনভর কেনাবেচা চললেও অস্থায়ী দোকানগুলোতে বিকেল অফিস ছুটির পর থেকে রাত ৮-৯টা অবধি কেনাবেচা চলে। ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে।
মহানগরীর রাজবাড়ী সড়কের পাশে বিএনপি অফিসের সামনের অস্থায়ী দোকানের বিক্রেতা এনামুল বলেন, ‘আমাদের দোকানে দেশি গার্মেন্টস, চায়না থেকে আমদানি করা বিভিন্ন ধরনের শীতকাপড় পাওয়া যায়। বিকেল থেকে রাত অবধি কেনাবেচা ভালো হয়।’
মহানগরীর পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী দোকানে শীতপোশাক কিনতে আসা নাজমা আক্তার জানান, তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এসব দোকানে কম টাকায় ভালো মানের কাপড় পাওয়া যায়। তাই নিজের ও পরিবারের অন্যদের জন্য শীতপোশাক কিনলাম।
মহানগরীর প্রকৌশল ভবনের পূর্ব পাশে ভ্যানগাড়িতে দোকান সাজিয়ে কাপড় বিক্রি করেন সোহেল ও আবু হানিফ। তাঁরা জানালেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতপোশাকের চাহিদা বাড়ছে। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি বিভিন্ন চাকরিজীবী মানুষও এখানে শীতের কাপড় কিনতে আসে। তবে নারী ক্রেতার সংখ্যা বেশি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে