ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে স্বপন হাওলাদার নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, স্থানীয় পিনু গাজি ও আমান তালুকদার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে রাজাপুরে এক সংবাদ সম্মেলনে স্বপন হাওলাদার এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে স্বপন হাওলাদার দাবি করেন, তাদের হুমকির কারণে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় চানু গাজির ছেলে পিনু গাজি ও ওয়াদুদ তালুকদারের ছেলে আমান তালুকদার মিলে বেশ কিছু দিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন এবং হত্যার হুমকি দেন।
জীবনের ভয়ে ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রতিপক্ষের দাবিকৃত বাকি টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে গত ৭ আগস্ট ঝালকাঠি আদালতে মামলা করেন স্বপন হাওলাদার। মামলা করার পরে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে নানাভাবে হুমকি দিলে ভয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বপন। এ সুযোগে ঘরের ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট সকালে তার ৫ বছরের শিশুকন্যা ছোহাকে তুলে নিয়ে একটি ঘরে দুপুর পর্যন্ত আটকে রাখে প্রতিপক্ষ।
নলছিটির ভবানীপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে গিয়েও প্রতিপক্ষরা খোঁজাখুঁজি করায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন স্বপন হাওলাদার।
এসব অভিযোগ অস্বীকার করে পিনু গাজি জানান, জমি বিক্রি করার কথা বলে স্বপন ৫০ হাজার টাকা নিয়ে সেই জমি অন্যদের কাছে বিক্রির করার চেষ্টা করতেছে এবং এ কারণে স্বপন বাড়িতেও আসছে না।
হত্যার হুমকি আদৌও সত্য নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা চলছে। রাজাপুর থানার এসআই মো. খোকন জানান, এ বিষয়ে স্বপন আদালতে মামলা করেছে। মামলার বিষয়টি ঘটনাস্থলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির রাজাপুরে স্বপন হাওলাদার নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, স্থানীয় পিনু গাজি ও আমান তালুকদার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে রাজাপুরে এক সংবাদ সম্মেলনে স্বপন হাওলাদার এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে স্বপন হাওলাদার দাবি করেন, তাদের হুমকির কারণে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় চানু গাজির ছেলে পিনু গাজি ও ওয়াদুদ তালুকদারের ছেলে আমান তালুকদার মিলে বেশ কিছু দিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন এবং হত্যার হুমকি দেন।
জীবনের ভয়ে ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রতিপক্ষের দাবিকৃত বাকি টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে গত ৭ আগস্ট ঝালকাঠি আদালতে মামলা করেন স্বপন হাওলাদার। মামলা করার পরে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে নানাভাবে হুমকি দিলে ভয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বপন। এ সুযোগে ঘরের ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট সকালে তার ৫ বছরের শিশুকন্যা ছোহাকে তুলে নিয়ে একটি ঘরে দুপুর পর্যন্ত আটকে রাখে প্রতিপক্ষ।
নলছিটির ভবানীপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে গিয়েও প্রতিপক্ষরা খোঁজাখুঁজি করায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন স্বপন হাওলাদার।
এসব অভিযোগ অস্বীকার করে পিনু গাজি জানান, জমি বিক্রি করার কথা বলে স্বপন ৫০ হাজার টাকা নিয়ে সেই জমি অন্যদের কাছে বিক্রির করার চেষ্টা করতেছে এবং এ কারণে স্বপন বাড়িতেও আসছে না।
হত্যার হুমকি আদৌও সত্য নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা চলছে। রাজাপুর থানার এসআই মো. খোকন জানান, এ বিষয়ে স্বপন আদালতে মামলা করেছে। মামলার বিষয়টি ঘটনাস্থলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে