নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হতেই সারবেঁধে দাঁড়িয়ে নিম্নবিত্তেরা তা সংগ্রহ করছিলেন। কম দামে পণ্য কিনতে পেরে সবার মুখেই ছিল হাসি। ভেতরে যখন এমন উৎসবমুখর পরিবেশ, গেটের বাইরে তখন কান্না। এই কান্না রেশন কার্ড না পাওয়ার।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই চিত্র ছিল ২ নম্বর গেট এলাকার সামারা কনভেনশন সেন্টারে। গতকাল থেকেই চট্টগ্রামে শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি। এদিন অনেকে কিনতে পারেননি। কেননা, তাঁদের রেশন কার্ড ছিল না। এ জন্য তাঁদের গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এই মানুষেরা বলছেন, কার্ড করার জন্য তাঁদের কাছে কেউ যাননি। কীভাবে কার্ড পাবেন, তা-ও তাঁরা জানেন না।
কার্ড না পাওয়ায় পণ্য কিনতে না পারাদের একজন হালিমা খাতুন। নগরীর পূর্ব নাসিরাবাদের তুলাতলি বস্তিতে তাঁর বসবাস।
গেটের বাইরে দাঁড়িয়ে পঞ্চাশোর্ধ্ব এই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘বেকার ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। দ্রব্যমূল্য বাড়ায় এত দিন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করতাম। অনেক মানুষ দেখে এখানেও পণ্য কিনতে এসেছিলাম। কিন্তু কার্ড না থাকায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’
একপর্যায়ে কেঁদে ওঠেন হালিমা খাতুন। তিনি বলেন, ‘আমার কাছে তো কার্ড বানাতে কেউ যায়নি। আমি কোথায় কার্ড পাব। এখন কার্ড ছাড়া টিসিবির পণ্য কিনতে না পারলে কী খেয়ে বাঁচব।’
কার্ড না পাওয়াদের আরেকজন মোহাম্মদ আমিনুল ইসলাম। কার্ড না থাকায় এই তরুণও পণ্য কিনতে পারেননি। তিনি বলেন, ‘আমার বাসা জালালাবাদ ওয়ার্ডে। দুই দিন ধরে আমার মা ওয়ার্ড কার্যালয়ে গিয়েছিলেন কার্ডের জন্য। কিন্তু সেখানকার লোকেরা দেবে দেবে করে দেননি। সে জন্য এখানে এসেছিলাম। কিন্তু এখানেও কার্ড না থাকায় বের করে দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আর্থিক অবস্থা দেখে সিটি করপোরেশনের কাউন্সিলররাই তালিকা অনুসারে কার্ড বিতরণ করছেন। যাঁরা কার্ড পাননি, তাঁদের অনেকের অভিযোগ, কাউন্সিলররা কার্ড তৈরির ক্ষেত্রে নিজেদের লোকদের গুরুত্ব দিয়েছেন।
তবে সামারা কনভেনশন সেন্টারে পরিদর্শন করতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘কার্ড বিতরণে কোনো অনিয়ম হলে আমরা ব্যবস্থা নেব।’
যাঁরা কার্ড পাচ্ছেন না, তাঁদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ।
পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণ করছে সরকার। এর মধ্যে চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার ৮২টি পরিবার আছে। প্রথম দিন ২ নম্বর গেটসংলগ্ন সামারা কনভেনশন সেন্টার, জেএম সেন হল, কর্ণফুলীর শিকলবাহা এলাকায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সামারা কনভেনশন সেন্টারে পরিদর্শনের সময় জেলা প্রশাসক আরও বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সবাই টিসিবির রেশন কার্ডের আওতায় আসবে। বাজারে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, এসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভেঙে যাবে।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হতেই সারবেঁধে দাঁড়িয়ে নিম্নবিত্তেরা তা সংগ্রহ করছিলেন। কম দামে পণ্য কিনতে পেরে সবার মুখেই ছিল হাসি। ভেতরে যখন এমন উৎসবমুখর পরিবেশ, গেটের বাইরে তখন কান্না। এই কান্না রেশন কার্ড না পাওয়ার।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই চিত্র ছিল ২ নম্বর গেট এলাকার সামারা কনভেনশন সেন্টারে। গতকাল থেকেই চট্টগ্রামে শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি। এদিন অনেকে কিনতে পারেননি। কেননা, তাঁদের রেশন কার্ড ছিল না। এ জন্য তাঁদের গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এই মানুষেরা বলছেন, কার্ড করার জন্য তাঁদের কাছে কেউ যাননি। কীভাবে কার্ড পাবেন, তা-ও তাঁরা জানেন না।
কার্ড না পাওয়ায় পণ্য কিনতে না পারাদের একজন হালিমা খাতুন। নগরীর পূর্ব নাসিরাবাদের তুলাতলি বস্তিতে তাঁর বসবাস।
গেটের বাইরে দাঁড়িয়ে পঞ্চাশোর্ধ্ব এই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘বেকার ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। দ্রব্যমূল্য বাড়ায় এত দিন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করতাম। অনেক মানুষ দেখে এখানেও পণ্য কিনতে এসেছিলাম। কিন্তু কার্ড না থাকায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’
একপর্যায়ে কেঁদে ওঠেন হালিমা খাতুন। তিনি বলেন, ‘আমার কাছে তো কার্ড বানাতে কেউ যায়নি। আমি কোথায় কার্ড পাব। এখন কার্ড ছাড়া টিসিবির পণ্য কিনতে না পারলে কী খেয়ে বাঁচব।’
কার্ড না পাওয়াদের আরেকজন মোহাম্মদ আমিনুল ইসলাম। কার্ড না থাকায় এই তরুণও পণ্য কিনতে পারেননি। তিনি বলেন, ‘আমার বাসা জালালাবাদ ওয়ার্ডে। দুই দিন ধরে আমার মা ওয়ার্ড কার্যালয়ে গিয়েছিলেন কার্ডের জন্য। কিন্তু সেখানকার লোকেরা দেবে দেবে করে দেননি। সে জন্য এখানে এসেছিলাম। কিন্তু এখানেও কার্ড না থাকায় বের করে দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আর্থিক অবস্থা দেখে সিটি করপোরেশনের কাউন্সিলররাই তালিকা অনুসারে কার্ড বিতরণ করছেন। যাঁরা কার্ড পাননি, তাঁদের অনেকের অভিযোগ, কাউন্সিলররা কার্ড তৈরির ক্ষেত্রে নিজেদের লোকদের গুরুত্ব দিয়েছেন।
তবে সামারা কনভেনশন সেন্টারে পরিদর্শন করতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘কার্ড বিতরণে কোনো অনিয়ম হলে আমরা ব্যবস্থা নেব।’
যাঁরা কার্ড পাচ্ছেন না, তাঁদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ।
পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণ করছে সরকার। এর মধ্যে চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার ৮২টি পরিবার আছে। প্রথম দিন ২ নম্বর গেটসংলগ্ন সামারা কনভেনশন সেন্টার, জেএম সেন হল, কর্ণফুলীর শিকলবাহা এলাকায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সামারা কনভেনশন সেন্টারে পরিদর্শনের সময় জেলা প্রশাসক আরও বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সবাই টিসিবির রেশন কার্ডের আওতায় আসবে। বাজারে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, এসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভেঙে যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে