মুগাবেকে বিএটির ঘুষ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩৫

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিল বিশ্বের বৃহত্তম বহুজাতিক তামাক কোম্পানি ‘ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)’। বাদমাধ্যম বিবিসির প্যানারোমার তদন্তে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ওপর নজরদারি করার জন্য ঘুষ দিয়েছিল কোম্পানিটি। যেখানেই দেওয়া হোক না কেন, যুক্তরাজ্যের আইনে ঘুষ দেওয়া অপরাধ। এ ব্যাপারে মন্তব্য না করলেও অভিযোগ অস্বীকার করেছে বিএটি।

তদন্ত সাংবাদিকতা ব্যুরো এবং বাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ তদন্ত করে এমন হাজার হাজার নথি প্রকাশ করেছে প্যানারোমা। এতে দেখা যায়, ২০১৩ সালে মুগাবের দল জানু-পিএফকে ৩-৫ লাখ ডলার ঘুষ দেওয়ার চুক্তি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। তিনটি সূত্রের বরাত দিয়ে প্যানারোমা জানিয়েছে, ঘুষ দেওয়ার চুক্তির ব্যাপারে কোম্পানিটি অবগত ছিল। তবে অর্থ দেওয়া হয়েছিল কি না সেটি নিশ্চিত নয়।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকায় ঘুষ দিয়ে ২০০ এজেন্টের নেটওয়ার্কও তৈরি করেছিল তারা। এসব কাজের বেশির ভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে।

মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকাতে কাজ করে এফএসএস। তবে এর পুরোনো কর্মীরা জানান, বিএটির প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরা বিএটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সিগারেট বানাতো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত