ত্রিশাল প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনই অপ্রাপ্তবয়স্ক। তারা দুজনই ত্রিশাল উপজেলার বাসিন্দা। ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এজাহারে বলা হয়, ৪ ডিসেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার এক বাড়িতে ঢুকে ওই দুই কিশোর ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর বাড়িতে কেউ ছিল না। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে দুই কিশোর সেখান থেকে চলে যায়। ঘটনার এক দিন পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে সে বিষয়টি তার বড় বোনকে জানায়।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে ওই দুই কিশোরকে আসামি করে ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রাতে খুলনা মহানগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শিশু ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনই অপ্রাপ্তবয়স্ক। তারা দুজনই ত্রিশাল উপজেলার বাসিন্দা। ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এজাহারে বলা হয়, ৪ ডিসেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার এক বাড়িতে ঢুকে ওই দুই কিশোর ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর বাড়িতে কেউ ছিল না। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে দুই কিশোর সেখান থেকে চলে যায়। ঘটনার এক দিন পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে সে বিষয়টি তার বড় বোনকে জানায়।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে ওই দুই কিশোরকে আসামি করে ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রাতে খুলনা মহানগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে