চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ ঘুরেফিরে একই পৌরসভায় ১৪ বছরের বেশি সময় কর্মরত থাকার অভিযোগ উঠেছে। দুই দফায় তিনি এ পৌরসভায় দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে এই কর্মকর্তা এত দিন একই কর্মস্থলে রয়েছেন বলে অভিযোগ ওই পৌরসভার অনেকের।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তাঁকে বদলি করতে ৯ জন কাউন্সিলর মেয়র আলমগীর চৌধুরীর কাছে দাবি তুলেছিলেন। ওই সময় মেয়র তাঁদের আশ্বস্ত করেছিলেন অতি দ্রুত তাঁকে বদলি করতে মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। প্রায় ৪ মাস পার হলেও তাঁকে বদলি না করায় কাউন্সিলর ও পৌর নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে।
চকরিয়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ২০০৫ সালের ২৭ এপ্রিল প্রথম চকরিয়া পৌরসভায় যোগদান করেন তিনি। টানা ৬ বছর ১ মাস ১৯ দিন তিনি এই পৌরসভায় কর্মরত ছিলেন। এরপর ২০১১ সালের ১৬ জুন তাঁকে বদলি করা হয়।
প্রায় ৩ বছর পর আবারও ২০১৪ সালের ৩ এপ্রিল চকরিয়া পৌরসভা যোগদান করেন তিনি। অদ্যাবধি ৮ বছর ১ মাস ১৫ দিন ধরে তিনি এ পৌরসভায় কর্মরত আছেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল থেকে ২০২২ সালের মে পর্যন্ত তিনি দুই দফায় প্রায় ১৪ বছর ৩ মাস ঘুরেফিরে চকরিয়ায় কর্মরত রয়েছেন।
পৌর নির্বাহী কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, দুর্নীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে সমবণ্টন না করার অভিযোগ তুলে ২০১৭ সালের ৭ এপ্রিল তাঁর অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব। চলতি বছরের ২৫ মার্চ অনিয়ম ও পৌরসভার কিচেন মার্কেটে নামে-বেনামে দোকান বরাদ্দ নেওয়া, পৌরসভার ফুটপাত ইজারা, চাঁদা তোলাসহ নানা অভিযোগ তুলে কাউন্সিলর মুজিব ফের তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। তিনি তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নানা অনিয়মের বিষয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি চকরিয়ায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছিল।
এ বিষয়ে পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, ‘আমি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। প্রথমবার ২০১৭ সাল থেকে মাসউদ মোরশেদের দুর্নীতিসহ নানা অনিয়মে প্রতিবাদ জানিয়ে আসছি। তাঁর অনিয়ম ও দুর্নীতিতে পৌরসভার আর্থিকভিত্তি ধ্বংস হয়ে গেছে।’ একই অভিযোগ তোলেন আরও দুজন কাউন্সিলর। তাঁরা বলেন, ‘যে কর্মকর্তা দীর্ঘ সময় ঘুরেফিরে একই কর্মস্থলে থাকেন, নিশ্চয়ই তাঁর মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে।’
পৌরসভার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘কিছুদিন আগে একটি সনদ নিতে পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে যাই। সনদের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।’
পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদের কাছে প্রথম কত সালে যোগদান করেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখন যোগদান করেছি, সেটা আপনার এখন জানার দরকার নেই।’ আগে বসে কথা বলার অনুরোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বদলি হয়ে এসে ৮ বছর পার করেছে ঠিক। তিনি বদলি হয়ে যাবেন। একটু আমার সঙ্গে দেখা করবেন, বিস্তারিত দেখা হলেই বলব।’
কক্সবাজারের চকরিয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ ঘুরেফিরে একই পৌরসভায় ১৪ বছরের বেশি সময় কর্মরত থাকার অভিযোগ উঠেছে। দুই দফায় তিনি এ পৌরসভায় দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে এই কর্মকর্তা এত দিন একই কর্মস্থলে রয়েছেন বলে অভিযোগ ওই পৌরসভার অনেকের।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তাঁকে বদলি করতে ৯ জন কাউন্সিলর মেয়র আলমগীর চৌধুরীর কাছে দাবি তুলেছিলেন। ওই সময় মেয়র তাঁদের আশ্বস্ত করেছিলেন অতি দ্রুত তাঁকে বদলি করতে মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। প্রায় ৪ মাস পার হলেও তাঁকে বদলি না করায় কাউন্সিলর ও পৌর নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে।
চকরিয়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ২০০৫ সালের ২৭ এপ্রিল প্রথম চকরিয়া পৌরসভায় যোগদান করেন তিনি। টানা ৬ বছর ১ মাস ১৯ দিন তিনি এই পৌরসভায় কর্মরত ছিলেন। এরপর ২০১১ সালের ১৬ জুন তাঁকে বদলি করা হয়।
প্রায় ৩ বছর পর আবারও ২০১৪ সালের ৩ এপ্রিল চকরিয়া পৌরসভা যোগদান করেন তিনি। অদ্যাবধি ৮ বছর ১ মাস ১৫ দিন ধরে তিনি এ পৌরসভায় কর্মরত আছেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল থেকে ২০২২ সালের মে পর্যন্ত তিনি দুই দফায় প্রায় ১৪ বছর ৩ মাস ঘুরেফিরে চকরিয়ায় কর্মরত রয়েছেন।
পৌর নির্বাহী কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, দুর্নীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে সমবণ্টন না করার অভিযোগ তুলে ২০১৭ সালের ৭ এপ্রিল তাঁর অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব। চলতি বছরের ২৫ মার্চ অনিয়ম ও পৌরসভার কিচেন মার্কেটে নামে-বেনামে দোকান বরাদ্দ নেওয়া, পৌরসভার ফুটপাত ইজারা, চাঁদা তোলাসহ নানা অভিযোগ তুলে কাউন্সিলর মুজিব ফের তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। তিনি তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নানা অনিয়মের বিষয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি চকরিয়ায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছিল।
এ বিষয়ে পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, ‘আমি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। প্রথমবার ২০১৭ সাল থেকে মাসউদ মোরশেদের দুর্নীতিসহ নানা অনিয়মে প্রতিবাদ জানিয়ে আসছি। তাঁর অনিয়ম ও দুর্নীতিতে পৌরসভার আর্থিকভিত্তি ধ্বংস হয়ে গেছে।’ একই অভিযোগ তোলেন আরও দুজন কাউন্সিলর। তাঁরা বলেন, ‘যে কর্মকর্তা দীর্ঘ সময় ঘুরেফিরে একই কর্মস্থলে থাকেন, নিশ্চয়ই তাঁর মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে।’
পৌরসভার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘কিছুদিন আগে একটি সনদ নিতে পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে যাই। সনদের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।’
পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদের কাছে প্রথম কত সালে যোগদান করেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখন যোগদান করেছি, সেটা আপনার এখন জানার দরকার নেই।’ আগে বসে কথা বলার অনুরোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বদলি হয়ে এসে ৮ বছর পার করেছে ঠিক। তিনি বদলি হয়ে যাবেন। একটু আমার সঙ্গে দেখা করবেন, বিস্তারিত দেখা হলেই বলব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে