রংপুর প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।
গতকাল মঙ্গলবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে এক মতবিনিময় সভায় হাইকমিশনার এসব কথা বলেন।
দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ।’
বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে হাইকমিশনার বলেন, দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাকিগুলোরও সমাধান হবে।
মোংলা ও মিরসরাইয়ে ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জানিয়ে দোরাইস্বামী বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ উৎপাদন, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
বাণিজ্য ঘাটতির বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যকরণ হলে ভারতেও রপ্তানি বাড়বে এবং ঘাটতি অনেক কমে যাবে।
দোরাইস্বামী জানান, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে ভারত সরকারের অর্থায়নে রংপুর আইটি পার্কের কার্যক্রম শুরু হবে।
মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে ‘কি নোট পেপার’ উপস্থাপন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর ওপর ভারতের রাজ্য সরকারের আরোপিত শুল্ক ও অশুল্ক বাধার কারণে দেশটিতে কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া ব্যবসায়ীরা পণ্য খালাসের সুবিধার্থে ভারতীয় কাস্টমস কার্যালয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা এবং সহায়ক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।
গতকাল মঙ্গলবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে এক মতবিনিময় সভায় হাইকমিশনার এসব কথা বলেন।
দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ।’
বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে হাইকমিশনার বলেন, দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাকিগুলোরও সমাধান হবে।
মোংলা ও মিরসরাইয়ে ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জানিয়ে দোরাইস্বামী বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ উৎপাদন, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
বাণিজ্য ঘাটতির বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যকরণ হলে ভারতেও রপ্তানি বাড়বে এবং ঘাটতি অনেক কমে যাবে।
দোরাইস্বামী জানান, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে ভারত সরকারের অর্থায়নে রংপুর আইটি পার্কের কার্যক্রম শুরু হবে।
মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে ‘কি নোট পেপার’ উপস্থাপন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর ওপর ভারতের রাজ্য সরকারের আরোপিত শুল্ক ও অশুল্ক বাধার কারণে দেশটিতে কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া ব্যবসায়ীরা পণ্য খালাসের সুবিধার্থে ভারতীয় কাস্টমস কার্যালয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা এবং সহায়ক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে