শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে বগুড়ার শেরপুরে সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া আদায় চলছেই। রাতে গ্যাস ভরে, দিনে ডিজেলচালিত বলে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। এ বিষয়ে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
এদিকে বাসের মালিকেরা বলছেন, ডিজেলচালিত এবং গ্যাসচালিত একই সার্ভিসের বাস ভাড়ার পার্থক্য ১০ টাকা। সে জন্য যাত্রীরা ডিজেলচালিত বাসে কিছুদিন পর আর চড়বে না। তাই তাঁদের বাসগুলো বন্ধ রাখতে হবে।
দাম বৃদ্ধি পাওয়ায় ৮ নভেম্বর থেকে দেশে ডিজেলচালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। সেই অজুহাতে শেরপুর থেকে বগুড়াগামী গ্যাসচালিত করতোয়া গেটলক বাসের ভাড়া ২৫ থেকে ৩৫ টাকা করা হয়েছে। পরিবহন মালিকদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণেরা। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে এ ভোগান্তি স্থায়ী রূপ নিতে চলেছে।
এনজিওকর্মী রফিকুল আমিন বলেন, প্রতিদিন শেরপুর থেকে বগুড়ায় যাতায়াত করতে হয়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে অন্যায়ভাবে গাড়ি ভাড়া বৃদ্ধি। মাসিক আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে ডিজেল ও গ্যাসচালিত গাড়ি পৃথককরণে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ না নেওয়াকে হতাশাজনক মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে চাকরিজীবী আবু তাহের বলেন, করতোয়া গেটলক গাড়িগুলো রাতে গ্যাস ভরায়। কিন্তু দিনে ডিজেলের গাড়ি দাবি করে ১০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে নেমে যেতে বলে।
আইনজীবী মো. রাকিবুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় রোধে দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি লাল ও সবুজ স্টিকার লাগিয়ে যথাক্রমে ডিজেল ও গ্যাসচালিত গাড়ি চিহ্নিত করা হচ্ছে। অথচ শেরপুরে এখন পর্যন্ত প্রশাসনের এ ধরনে কার্যক্রম চোখে পড়ে নাই।’
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম বলেন, গাড়ি ভাড়া বৃদ্ধি করা নিয়ে বাসমালিকেরাও পড়েছেন বিপাকে। এমনটিই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক। ওই বাসমালিক বলেন, শেরপুর বগুড়া রুটে ৬৫টি করতোয়া গেটলকের ৩৮টি গ্যাসে চলে। প্রতি ১০ মিনিট পর গাড়িগুলো চলাচল করে। সরকার ডিজেলচালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করলেও গ্যাসচালিতগুলোর করে নাই। এখন একই সার্ভিসের গাড়ি ভাড়ার পার্থক্য যদি ১০ টাকা হয়, যাত্রীরা ডিজেলচালিত গাড়িতে চড়বে না। তাহলে তাদের গাড়িগুলো বন্ধ রাখতে হবে।
করতোয়া গেটলকের অতিরিক্ত ভাড়া আদায়ে প্রশাসনের ভূমিকা সম্পর্কে ইউএনও মো. ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ১১ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন থাকায় তাঁরা ব্যস্ত ছিলেন। তবে মাঠে নামতে না পারলেও মালিক সমিতির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে তাঁদের।
ইউএনও আরও বলেন, ‘যেহেতু গাড়িগুলোর ভাড়া জেলা থেকে নির্ধারিত হয়, আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত এই নির্দেশ কার্যকর করা হবে।’
ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে বগুড়ার শেরপুরে সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া আদায় চলছেই। রাতে গ্যাস ভরে, দিনে ডিজেলচালিত বলে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। এ বিষয়ে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
এদিকে বাসের মালিকেরা বলছেন, ডিজেলচালিত এবং গ্যাসচালিত একই সার্ভিসের বাস ভাড়ার পার্থক্য ১০ টাকা। সে জন্য যাত্রীরা ডিজেলচালিত বাসে কিছুদিন পর আর চড়বে না। তাই তাঁদের বাসগুলো বন্ধ রাখতে হবে।
দাম বৃদ্ধি পাওয়ায় ৮ নভেম্বর থেকে দেশে ডিজেলচালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। সেই অজুহাতে শেরপুর থেকে বগুড়াগামী গ্যাসচালিত করতোয়া গেটলক বাসের ভাড়া ২৫ থেকে ৩৫ টাকা করা হয়েছে। পরিবহন মালিকদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণেরা। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে এ ভোগান্তি স্থায়ী রূপ নিতে চলেছে।
এনজিওকর্মী রফিকুল আমিন বলেন, প্রতিদিন শেরপুর থেকে বগুড়ায় যাতায়াত করতে হয়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে অন্যায়ভাবে গাড়ি ভাড়া বৃদ্ধি। মাসিক আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে ডিজেল ও গ্যাসচালিত গাড়ি পৃথককরণে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ না নেওয়াকে হতাশাজনক মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে চাকরিজীবী আবু তাহের বলেন, করতোয়া গেটলক গাড়িগুলো রাতে গ্যাস ভরায়। কিন্তু দিনে ডিজেলের গাড়ি দাবি করে ১০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে নেমে যেতে বলে।
আইনজীবী মো. রাকিবুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় রোধে দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি লাল ও সবুজ স্টিকার লাগিয়ে যথাক্রমে ডিজেল ও গ্যাসচালিত গাড়ি চিহ্নিত করা হচ্ছে। অথচ শেরপুরে এখন পর্যন্ত প্রশাসনের এ ধরনে কার্যক্রম চোখে পড়ে নাই।’
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম বলেন, গাড়ি ভাড়া বৃদ্ধি করা নিয়ে বাসমালিকেরাও পড়েছেন বিপাকে। এমনটিই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক। ওই বাসমালিক বলেন, শেরপুর বগুড়া রুটে ৬৫টি করতোয়া গেটলকের ৩৮টি গ্যাসে চলে। প্রতি ১০ মিনিট পর গাড়িগুলো চলাচল করে। সরকার ডিজেলচালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করলেও গ্যাসচালিতগুলোর করে নাই। এখন একই সার্ভিসের গাড়ি ভাড়ার পার্থক্য যদি ১০ টাকা হয়, যাত্রীরা ডিজেলচালিত গাড়িতে চড়বে না। তাহলে তাদের গাড়িগুলো বন্ধ রাখতে হবে।
করতোয়া গেটলকের অতিরিক্ত ভাড়া আদায়ে প্রশাসনের ভূমিকা সম্পর্কে ইউএনও মো. ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ১১ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন থাকায় তাঁরা ব্যস্ত ছিলেন। তবে মাঠে নামতে না পারলেও মালিক সমিতির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে তাঁদের।
ইউএনও আরও বলেন, ‘যেহেতু গাড়িগুলোর ভাড়া জেলা থেকে নির্ধারিত হয়, আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত এই নির্দেশ কার্যকর করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে