সম্পাদকীয়
এসএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ হলো বাংলা। ভাবসম্প্রসারণ যা দেওয়া হয়েছিল, সেটা নোট বইয়ে যেভাবে লেখা আছে তার বিপরীত জায়গা থেকে তুলে ধরেছেন সাঈদ হায়দার। এখন নম্বর যদি কম পান, তাহলে ডাক্তারি পড়া হয়ে উঠবে না।
অস্থির হয়ে আছেন তিনি। মা যখন ছেলের অস্থিরতা বুঝতে পারলেন, তখন বাবাকে বলে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সঙ্গে দিলেন বাল্যবন্ধু ড. রাধা বিনোদ পালকে একটি চিঠি লিখে। ড. পাল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
চিঠিতে শুধু কুশল সংবাদ ছিল। পরীক্ষার ব্যাপার-স্যাপার ছিল না। তাই রাধা বিনোদ পাল বা সাঈদ হায়দারের কাকাবাবুর বিডেন স্ট্রিটের বাসভবনে গিয়ে যখন হাজির হলেন সাঈদ হায়দার, তখন বিষয়টি নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল তাঁর। কথাবার্তা বলে ওপরে পাঠিয়ে দিলেন কাকিমার কাছে। সেখানে জুটল লুচি-তরকারি আর মিষ্টান্ন। আবার ড. পাল বা কাকাবাবুর কাছে ফিরে এলে তিনি পড়াশোনার বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তখন সবিস্তারে সংকটের কথা জানালেন সাঈদ হায়দার। বাবু খগেন্দ্রনাথ মিত্রের হাতে ছিল সাঈদ হায়দারের খাতা। কাকাবাবু কিছুদিন আগে এক্সামিনারদের সভায় বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম আছে—পরীক্ষকেরা আগাম ফল বলে দেন। সেটা বন্ধ করা দরকার।
সাঈদ হায়দারের বিষয়টি যাচাই করতে গেলে পরীক্ষা হয়ে যাবে, শিক্ষকেরা তাঁর পরামর্শ মেনে চলেন কি না। নির্দেশ মানা হলে নম্বর আগাম জানতে পারবেন না, নির্দেশ মানা না হলে সাঈদ হায়দার জেনে যাবেন বাংলায় তিনি কত পেয়েছেন।
দুদিনের মধ্যে সেই ফল জানতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে এসেছেন সাঈদ হায়দার। এরপর মেজদা কলকাতায় থেকে সাত দিন পর খবর পাঠালেন, ‘পাস করেছ প্রথম বিভাগে।’
মনের আশা পূর্ণ হবে এবার!তবে এটাও বোঝা গেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পরীক্ষার আগে তখনো রেজাল্ট ফাঁস করে দিতেন।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, পৃষ্ঠা ১৮৬-১৮৮
এসএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ হলো বাংলা। ভাবসম্প্রসারণ যা দেওয়া হয়েছিল, সেটা নোট বইয়ে যেভাবে লেখা আছে তার বিপরীত জায়গা থেকে তুলে ধরেছেন সাঈদ হায়দার। এখন নম্বর যদি কম পান, তাহলে ডাক্তারি পড়া হয়ে উঠবে না।
অস্থির হয়ে আছেন তিনি। মা যখন ছেলের অস্থিরতা বুঝতে পারলেন, তখন বাবাকে বলে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সঙ্গে দিলেন বাল্যবন্ধু ড. রাধা বিনোদ পালকে একটি চিঠি লিখে। ড. পাল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
চিঠিতে শুধু কুশল সংবাদ ছিল। পরীক্ষার ব্যাপার-স্যাপার ছিল না। তাই রাধা বিনোদ পাল বা সাঈদ হায়দারের কাকাবাবুর বিডেন স্ট্রিটের বাসভবনে গিয়ে যখন হাজির হলেন সাঈদ হায়দার, তখন বিষয়টি নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল তাঁর। কথাবার্তা বলে ওপরে পাঠিয়ে দিলেন কাকিমার কাছে। সেখানে জুটল লুচি-তরকারি আর মিষ্টান্ন। আবার ড. পাল বা কাকাবাবুর কাছে ফিরে এলে তিনি পড়াশোনার বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তখন সবিস্তারে সংকটের কথা জানালেন সাঈদ হায়দার। বাবু খগেন্দ্রনাথ মিত্রের হাতে ছিল সাঈদ হায়দারের খাতা। কাকাবাবু কিছুদিন আগে এক্সামিনারদের সভায় বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম আছে—পরীক্ষকেরা আগাম ফল বলে দেন। সেটা বন্ধ করা দরকার।
সাঈদ হায়দারের বিষয়টি যাচাই করতে গেলে পরীক্ষা হয়ে যাবে, শিক্ষকেরা তাঁর পরামর্শ মেনে চলেন কি না। নির্দেশ মানা হলে নম্বর আগাম জানতে পারবেন না, নির্দেশ মানা না হলে সাঈদ হায়দার জেনে যাবেন বাংলায় তিনি কত পেয়েছেন।
দুদিনের মধ্যে সেই ফল জানতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে এসেছেন সাঈদ হায়দার। এরপর মেজদা কলকাতায় থেকে সাত দিন পর খবর পাঠালেন, ‘পাস করেছ প্রথম বিভাগে।’
মনের আশা পূর্ণ হবে এবার!তবে এটাও বোঝা গেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পরীক্ষার আগে তখনো রেজাল্ট ফাঁস করে দিতেন।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, পৃষ্ঠা ১৮৬-১৮৮
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে