নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনতে দুটি মেইনটেন্যান্স ট্রাক সংগ্রহ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তিসংবলিত ওই ট্রাকগুলো ব্যবহারে সময় ও অর্থ দুটিই বাঁচবে বলে জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
গতকাল রোববার সকালে সিআরবি সাতরাস্তার মোড়ে আধুনিক ট্রাক দিয়ে রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশে চসিকই প্রথম রোড মেইনটেন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। ফলে আরও বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো অসুবিধা হবে না।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা অ্যাসফল্ট প্ল্যান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সচার তৈরি করা যাবে। তাই বৃষ্টি-বাদলা বা দুর্যোগের কারণে মেরামতকাজ স্থগিত হলেও মিক্সচার নষ্ট হবে না। রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়ুয়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনতে দুটি মেইনটেন্যান্স ট্রাক সংগ্রহ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তিসংবলিত ওই ট্রাকগুলো ব্যবহারে সময় ও অর্থ দুটিই বাঁচবে বলে জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
গতকাল রোববার সকালে সিআরবি সাতরাস্তার মোড়ে আধুনিক ট্রাক দিয়ে রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশে চসিকই প্রথম রোড মেইনটেন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। ফলে আরও বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো অসুবিধা হবে না।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা অ্যাসফল্ট প্ল্যান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সচার তৈরি করা যাবে। তাই বৃষ্টি-বাদলা বা দুর্যোগের কারণে মেরামতকাজ স্থগিত হলেও মিক্সচার নষ্ট হবে না। রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়ুয়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে