বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে পরীক্ষার্থীদের রক্ষিত দুটি মোবাইল ফোন এক কর্মকর্তার কাছ থেকে গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে ফেরত দেওয়ার কথা থাকলেও মোবাইল ফোন দুটি দেওয়া হয়নি। ভূমি কার্যালয় থেকে বলছে মোবাইল ফোন ফেরত দেওয়া হচ্ছে, গায়েব হওয়ার কোনো সুযোগ নেই।
ওই দুই পরীক্ষার্থীর নাম মো. মোস্তাফিজুর রহমান ও মো. বায়েজিদ রহমান। মোস্তাফিজুর উপজেলার কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ও বায়েজিদ বাউফল ছালেহিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন।
জানা গেছে, বাউফল উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষাকেন্দ্রে ২০২১ সালের ২১ ডিসেম্বর হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষার কক্ষে মোবাইল রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর ওই মোবাইল ফোন দুটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়ে যান। পরীক্ষা শেষে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও মোবাইল ফোন দুটি দেওয়া হয়নি। এখন বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, মোবাইল জব্দ ও বিতরণের তালিকায় ওই দুই পরীক্ষার্থীর নাম নাই। কিন্তু ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে মোবাইল ফোন কাছে রাখা।
বহিষ্কৃত পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের বাবা মো. রুহুর আমিন বলেন, ‘অনলাইনে পাঠদানের জন্য ২৪ হাজার টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই, যার মডেল রিয়ালমি-৮। মোবাইলটি ভুলবশত পরীক্ষার কক্ষে নিয়ে যান। আর সেই অপরাধে আমার ছেলেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে মোবাইল ফোনটি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ এসি ল্যান্ড মহোদয়ের কাছে গেলে তিনি আবেদন করতে বলেন। ১ জানুয়ারি লিখিত আবেদন করেছি। দেই-দিচ্ছি বলে ঘোরাতে থাকে। সর্বশেষ গত বুধবার জানিয়ে দেওয়া হয়, তাঁর ছেলের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। একই কথা বলা হচ্ছে বায়েজিদকেও। তাঁর মোবাইল ফোনটিও অ্যান্ড্রয়েড।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, ‘মোবাইল ফোন দুটি দামি ছিল। দুটি মোবাইল ফোনই গায়েব করা হয়েছে।’
ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, পরীক্ষা চলাকালীন পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তিনি সাত পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় ও তিন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন এবং মোবাইল ফোনগুলো নিয়ে যান। মোস্তাফিজুর ও বায়েজিদকে মোবাইল ফোন রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, কারও মোবাইল ফোন গায়েব হওয়ার কোনো সুযোগ নাই। মোবাইল ফোন জব্দ করে তাঁর কার্যালয়ের নাজিরের কাছে রেখেছিলেন। সেখান থেকে মালিকানা যাচাই করে মোবাইল ফোন ফেরত দেওয়া হচ্ছে। তবে মোবাইল ফোন সরকারি মালখানায় জমা দিয়ে দিলেই ভালো হতো। তাহলে কোনো ঝামেলা থাকত না।
উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. রাসেল হোসেন বলেন, দুটি ছাড়া সব মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া আছে। যে দুটি মোবাইল ফোন আছে, তা বাটন সেট। আর ওই তালিকায় মোস্তাফিজুর রহমান ও বায়েজিদ রহমান নামে কারও নাম নাই।
পটুয়াখালীর বাউফলে পরীক্ষার্থীদের রক্ষিত দুটি মোবাইল ফোন এক কর্মকর্তার কাছ থেকে গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে ফেরত দেওয়ার কথা থাকলেও মোবাইল ফোন দুটি দেওয়া হয়নি। ভূমি কার্যালয় থেকে বলছে মোবাইল ফোন ফেরত দেওয়া হচ্ছে, গায়েব হওয়ার কোনো সুযোগ নেই।
ওই দুই পরীক্ষার্থীর নাম মো. মোস্তাফিজুর রহমান ও মো. বায়েজিদ রহমান। মোস্তাফিজুর উপজেলার কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ও বায়েজিদ বাউফল ছালেহিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন।
জানা গেছে, বাউফল উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষাকেন্দ্রে ২০২১ সালের ২১ ডিসেম্বর হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষার কক্ষে মোবাইল রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর ওই মোবাইল ফোন দুটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়ে যান। পরীক্ষা শেষে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও মোবাইল ফোন দুটি দেওয়া হয়নি। এখন বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, মোবাইল জব্দ ও বিতরণের তালিকায় ওই দুই পরীক্ষার্থীর নাম নাই। কিন্তু ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে মোবাইল ফোন কাছে রাখা।
বহিষ্কৃত পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের বাবা মো. রুহুর আমিন বলেন, ‘অনলাইনে পাঠদানের জন্য ২৪ হাজার টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই, যার মডেল রিয়ালমি-৮। মোবাইলটি ভুলবশত পরীক্ষার কক্ষে নিয়ে যান। আর সেই অপরাধে আমার ছেলেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে মোবাইল ফোনটি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ এসি ল্যান্ড মহোদয়ের কাছে গেলে তিনি আবেদন করতে বলেন। ১ জানুয়ারি লিখিত আবেদন করেছি। দেই-দিচ্ছি বলে ঘোরাতে থাকে। সর্বশেষ গত বুধবার জানিয়ে দেওয়া হয়, তাঁর ছেলের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। একই কথা বলা হচ্ছে বায়েজিদকেও। তাঁর মোবাইল ফোনটিও অ্যান্ড্রয়েড।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, ‘মোবাইল ফোন দুটি দামি ছিল। দুটি মোবাইল ফোনই গায়েব করা হয়েছে।’
ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, পরীক্ষা চলাকালীন পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তিনি সাত পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় ও তিন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন এবং মোবাইল ফোনগুলো নিয়ে যান। মোস্তাফিজুর ও বায়েজিদকে মোবাইল ফোন রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, কারও মোবাইল ফোন গায়েব হওয়ার কোনো সুযোগ নাই। মোবাইল ফোন জব্দ করে তাঁর কার্যালয়ের নাজিরের কাছে রেখেছিলেন। সেখান থেকে মালিকানা যাচাই করে মোবাইল ফোন ফেরত দেওয়া হচ্ছে। তবে মোবাইল ফোন সরকারি মালখানায় জমা দিয়ে দিলেই ভালো হতো। তাহলে কোনো ঝামেলা থাকত না।
উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. রাসেল হোসেন বলেন, দুটি ছাড়া সব মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া আছে। যে দুটি মোবাইল ফোন আছে, তা বাটন সেট। আর ওই তালিকায় মোস্তাফিজুর রহমান ও বায়েজিদ রহমান নামে কারও নাম নাই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে