মির্জাপুর প্রতিনিধি
মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় ওই গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি শুকুর আলীর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র সরকার, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সাবেক সদস্য শামছুল আলম ও যুবলীগ নেতা ছানোয়ার হোসেন।
মানববন্ধনে অংশ নেওয়া সিংজুরী গ্রামের বাসিন্দারা জানান, সিংজুরী গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি মেছের মিয়া ও ছেলে শুকুর আলী গ্রামের প্রায় অর্ধশতাধিক বাসিন্দার নামে ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এ ছাড়া তাঁরা সংখ্যালঘু পরিবারের জমি দখলসহ নানাভাবে হয়রানি করে থাকেন।
মানববন্ধন থেকে অভিযোগ করে বলা হয়, ‘পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত দুলাল কথায় কথায় গ্রামবাসীকে মন্ত্রী-এমপির ভয় দেখান। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। ইতিমধ্যে অর্ধশতাধিক গ্রামবাসীর নামে ডাকাতি, লুট ও চুরিসহ নানা অভিযোগ এনে দুলাল মিয়া ও মেছের মিয়া হয়রানি মূলক মামলা করেছেন। এ ছাড়া সামাজিকভাবে বৈঠক করায় ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও সদস্য নাজিম উদ্দিনের নামেও মিথ্যা মামলা দিয়েছেন তাঁরা।’
চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, সিংজুরী গ্রামের রতন বিশ্বাস পরিষদে জমির সীমানা পরিমাপের বিষয়ে আবেদন করেন। নিয়মতান্ত্রিক উপায়ে জমি পরিমাপ করে দেওয়ায় তাঁর ও এক সদস্যের নামে মেছের আলী চুরির মামলা দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে দুলাল মিয়া বলেন, গ্রামের কিছু লোকজন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। তাঁর ভগ্নিপতি মেছের মিয়ার সঙ্গে রতন বিশ্বাসের জমি নিয়ে বিরোধ আছে। এই বিষয়ে আদালতে মামলা রয়েছে।
ইউপি চেয়ারম্যান ও সদস্যের নামে চুরির মামলা দেওয়ার বিষয়ে মেছের আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে চার থেকে পাঁচটি মামলায় অর্ধশতাধিক জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া নানা কারণে ৪৮ জনের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি।
মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় ওই গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি শুকুর আলীর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র সরকার, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সাবেক সদস্য শামছুল আলম ও যুবলীগ নেতা ছানোয়ার হোসেন।
মানববন্ধনে অংশ নেওয়া সিংজুরী গ্রামের বাসিন্দারা জানান, সিংজুরী গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি মেছের মিয়া ও ছেলে শুকুর আলী গ্রামের প্রায় অর্ধশতাধিক বাসিন্দার নামে ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এ ছাড়া তাঁরা সংখ্যালঘু পরিবারের জমি দখলসহ নানাভাবে হয়রানি করে থাকেন।
মানববন্ধন থেকে অভিযোগ করে বলা হয়, ‘পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত দুলাল কথায় কথায় গ্রামবাসীকে মন্ত্রী-এমপির ভয় দেখান। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। ইতিমধ্যে অর্ধশতাধিক গ্রামবাসীর নামে ডাকাতি, লুট ও চুরিসহ নানা অভিযোগ এনে দুলাল মিয়া ও মেছের মিয়া হয়রানি মূলক মামলা করেছেন। এ ছাড়া সামাজিকভাবে বৈঠক করায় ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও সদস্য নাজিম উদ্দিনের নামেও মিথ্যা মামলা দিয়েছেন তাঁরা।’
চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, সিংজুরী গ্রামের রতন বিশ্বাস পরিষদে জমির সীমানা পরিমাপের বিষয়ে আবেদন করেন। নিয়মতান্ত্রিক উপায়ে জমি পরিমাপ করে দেওয়ায় তাঁর ও এক সদস্যের নামে মেছের আলী চুরির মামলা দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে দুলাল মিয়া বলেন, গ্রামের কিছু লোকজন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। তাঁর ভগ্নিপতি মেছের মিয়ার সঙ্গে রতন বিশ্বাসের জমি নিয়ে বিরোধ আছে। এই বিষয়ে আদালতে মামলা রয়েছে।
ইউপি চেয়ারম্যান ও সদস্যের নামে চুরির মামলা দেওয়ার বিষয়ে মেছের আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে চার থেকে পাঁচটি মামলায় অর্ধশতাধিক জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া নানা কারণে ৪৮ জনের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে