১০ ইউপিতে নৌকার ভরাডুবি

রাশেদ কামাল, কালিয়া (নড়াইল)
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৮

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নড়াইলের কালিয়ায় ১০ ইউপিতে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দুই নারী প্রার্থী ছাড়া বাকি ১০ আওয়ামী লীগ প্রার্থী নিজ দলের বিদ্রোহীদের কাছে পরাজিত হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ওই সব তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের এই নির্বাচনে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস (আনারস)। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালুকদার রযিউল হাসান। বাঐসোনা ইউনিয়ন পরিষদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম চুন্নু (আনারস)। এই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন শাহ মো. ফোরকান মোল্যা।

পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদ মল্লিক (আনারস)। এই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন নির্মল কুমার বিশ্বাস। জয়নগর ইউনিয়ন পরিষদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী আইউব হোসেন (আনারস)। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মুন্সি আনোয়ার হোসেন।

খাশিয়াল ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সিপিবির স্বতন্ত্র প্রার্থী বিএম বরকত উল্লাহ (চশমা)। এই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, মোছা হালিমা বেগম। মাউলী ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের রোজী হক (নৌকা)।

সালামাবাদ ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোল্যা মাহাবুর রহমান (আনারস)। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ। ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মল্লিক মনিরুল ইসলাম (আনারস)। ইউনিয়নটিতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, মো. ফিরোজ মল্লিক।

হামিদপুর ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের পলি বেগম (নৌকা)। চাচুড়ী ইউনিয়ন পরিষদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মো. মেলজার হোসেন ভুঁইয়া (আনারস)। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম (ঘোড়া)। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এস এম হারুনার রশীদ এবং বাবরা হাচলা ইউনিয়ন পরিষদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন (ঘোড়া)। ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তারা মিয়া সরদার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

ভারত-বাংলাদেশ আলোচনায় হাসিনা প্রসঙ্গে উত্তপ্ত মুহূর্ত

বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের

কেশবপুরে ২ প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের লুটপাট-অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

২৫ টাকায় মাটি পরীক্ষা, ভ্রাম্যমাণ গবেষণাগার যাচ্ছে ৫৬ উপজেলায়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত