মুফতি আবু দারদা
ধন-সম্পদের নিরাপত্তা লাভ ব্যক্তিজীবনের উন্নতির প্রধান চাবিকাঠি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্যও এটি মৌলিক প্রয়োজন হিসেবে বিবেচিত হয়। অন্যের সম্পদের ওপর যেকোনো ধরনের সীমালঙ্ঘনকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। বলপ্রয়োগের মাধ্যমে মানুষের সম্পদ হরণ করাই ডাকাতি। যেভাবে এবং যে নামেই হোক, অন্যায়ভাবে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া হারাম ও কবিরা গুনাহ। খাঁটি তওবা ছাড়া এ গুনাহ আল্লাহ মাফ করবেন না।
চুরিতে মানুষের জান ও ইজ্জত-আবরুর ওপর আক্রমণ করা হয় না, তবে ডাকাতি ও অপহরণের সময় মানুষের জান, মাল ও ইজ্জত-আবরুর ওপর নগ্ন আক্রমণ করা হয়। তাই ইসলাম এ অপরাধের কঠোর শাস্তির বিধান দিয়েছে। পবিত্র কোরআনে ডাকাতদের ‘আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধকারী’ এবং ‘পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী’ আখ্যা দেওয়া হয়েছে। ডাকাতদের সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ওপর সশস্ত্র হামলা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (বায়হাকি)
ডাকাতদের পরকাল তো বরবাদ হবেই, ইহকালেও তাদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহ, তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে—তাদের হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত-পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশান্তর করা হবে। এটা হলো তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি।’ (সুরা মায়িদা: ৩৩)
অপরাধের মাত্রা অনুসারে ডাকাতদের শাস্তি দেওয়া হবে। এসব শাস্তি প্রয়োগ করার শর্তসমূহ ফিকহের কিতাবে বিস্তারিত আলোচিত হয়েছে। সব শর্ত পাওয়া গেলে যথাযথ বিধি মোতাবেক আদালতের রায়ের মাধ্যমে এই শাস্তি প্রয়োগ করার কথা বলে ইসলাম।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ধন-সম্পদের নিরাপত্তা লাভ ব্যক্তিজীবনের উন্নতির প্রধান চাবিকাঠি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্যও এটি মৌলিক প্রয়োজন হিসেবে বিবেচিত হয়। অন্যের সম্পদের ওপর যেকোনো ধরনের সীমালঙ্ঘনকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। বলপ্রয়োগের মাধ্যমে মানুষের সম্পদ হরণ করাই ডাকাতি। যেভাবে এবং যে নামেই হোক, অন্যায়ভাবে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া হারাম ও কবিরা গুনাহ। খাঁটি তওবা ছাড়া এ গুনাহ আল্লাহ মাফ করবেন না।
চুরিতে মানুষের জান ও ইজ্জত-আবরুর ওপর আক্রমণ করা হয় না, তবে ডাকাতি ও অপহরণের সময় মানুষের জান, মাল ও ইজ্জত-আবরুর ওপর নগ্ন আক্রমণ করা হয়। তাই ইসলাম এ অপরাধের কঠোর শাস্তির বিধান দিয়েছে। পবিত্র কোরআনে ডাকাতদের ‘আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধকারী’ এবং ‘পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী’ আখ্যা দেওয়া হয়েছে। ডাকাতদের সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ওপর সশস্ত্র হামলা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (বায়হাকি)
ডাকাতদের পরকাল তো বরবাদ হবেই, ইহকালেও তাদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহ, তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে—তাদের হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত-পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশান্তর করা হবে। এটা হলো তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি।’ (সুরা মায়িদা: ৩৩)
অপরাধের মাত্রা অনুসারে ডাকাতদের শাস্তি দেওয়া হবে। এসব শাস্তি প্রয়োগ করার শর্তসমূহ ফিকহের কিতাবে বিস্তারিত আলোচিত হয়েছে। সব শর্ত পাওয়া গেলে যথাযথ বিধি মোতাবেক আদালতের রায়ের মাধ্যমে এই শাস্তি প্রয়োগ করার কথা বলে ইসলাম।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে