সিফাত খান, দোহা (কাতার) থেকে
কাতারে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এখনো চলছে নানা দেশে কাতারবিরোধী বহুমুখী প্রচার ও সমালোচনা। তবে এরই মধ্যে কাতারের প্রতি দৃঢ় সমর্থন ও ভালোবাসা প্রকাশে মাঠে নেমেছেন কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দোহার কর্নিশে সমবেত হতে শুরু করেন ফিফার বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা। ‘কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ নামে এই শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি।
কাতার ফুটবল দল ও কাতারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ও ভালোবাসা তুলে ধরতে এমন আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাতারে বাস করছি। কাতারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন তাই সব স্বার্থের ঊর্ধ্বে। মাতৃভূমি বাংলাদেশের পর কাতার আমাদের দ্বিতীয় দেশ। এ দেশের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সুদৃঢ় সমর্থন প্রকাশের জন্যই আজকের এই শোভাযাত্রা।’
একই সময়ে অদূরে ফ্ল্যাগ প্লাজায় আরেকটি জমায়েত করেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। ফিফা বিশ্বকাপ আয়োজনের নানা পর্বে যুক্ত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই ‘মিটআপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফিফা নিবন্ধিত বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।
ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পক্ষে বাংলাদেশি তরুণ আবজল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিফায় স্বেচ্ছাসেবক হিসেবে এখন অনেক প্রবাসী তরুণ যুক্ত রয়েছেন। কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে যেমন প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে, তেমনিভাবে এখন ফিফা বিশ্বকাপ আয়োজন সফল করে তুলতে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।’
কাতারে বিশ্বকাপ আয়োজন চলার সময় যে কটি জায়গা দর্শক ও পর্যটকদের পদভারে মুখর হয়ে আছে, সেগুলোর মধ্যে অন্যতম এলাকা কর্নিশ। সাগরের কোলঘেঁষে কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে এখন শুধুই বিশ্বকাপের আয়োজন। এমন আবহে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশি ফিফা স্বেচ্ছাসেবকদের এই জমায়েত দৃষ্টি আকর্ষণ করে নানা দেশ থেকে আগত ফুটবলভক্তদের।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। আলবাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
কাতারে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এখনো চলছে নানা দেশে কাতারবিরোধী বহুমুখী প্রচার ও সমালোচনা। তবে এরই মধ্যে কাতারের প্রতি দৃঢ় সমর্থন ও ভালোবাসা প্রকাশে মাঠে নেমেছেন কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দোহার কর্নিশে সমবেত হতে শুরু করেন ফিফার বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা। ‘কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ নামে এই শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি।
কাতার ফুটবল দল ও কাতারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ও ভালোবাসা তুলে ধরতে এমন আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাতারে বাস করছি। কাতারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন তাই সব স্বার্থের ঊর্ধ্বে। মাতৃভূমি বাংলাদেশের পর কাতার আমাদের দ্বিতীয় দেশ। এ দেশের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সুদৃঢ় সমর্থন প্রকাশের জন্যই আজকের এই শোভাযাত্রা।’
একই সময়ে অদূরে ফ্ল্যাগ প্লাজায় আরেকটি জমায়েত করেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। ফিফা বিশ্বকাপ আয়োজনের নানা পর্বে যুক্ত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই ‘মিটআপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফিফা নিবন্ধিত বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।
ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পক্ষে বাংলাদেশি তরুণ আবজল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিফায় স্বেচ্ছাসেবক হিসেবে এখন অনেক প্রবাসী তরুণ যুক্ত রয়েছেন। কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে যেমন প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে, তেমনিভাবে এখন ফিফা বিশ্বকাপ আয়োজন সফল করে তুলতে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।’
কাতারে বিশ্বকাপ আয়োজন চলার সময় যে কটি জায়গা দর্শক ও পর্যটকদের পদভারে মুখর হয়ে আছে, সেগুলোর মধ্যে অন্যতম এলাকা কর্নিশ। সাগরের কোলঘেঁষে কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে এখন শুধুই বিশ্বকাপের আয়োজন। এমন আবহে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশি ফিফা স্বেচ্ছাসেবকদের এই জমায়েত দৃষ্টি আকর্ষণ করে নানা দেশ থেকে আগত ফুটবলভক্তদের।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। আলবাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৮ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে