কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৯
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতারা গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। পৌরসভার হলবাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম মহম্মদ বলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন গত ৩ ডিসেম্বর ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে গঠিত কুমারখালী থানা বিএনপির নবনির্বাচিত কমিটি আকস্মিকভাবে ভেঙে দেয় এবং অবৈধ ও দলীয় গঠনতন্ত্র বহির্ভূত এক আহ্বায়ক কমিটি গঠন করেন। উক্ত কমিটিকে কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি ও সব অঙ্গ সংগঠন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। সেই সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। উভয়কে কুমারখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ সময় উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম আনছার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক এমএস আলী, সদস্যসচিব খোকন বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক নুর আলম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমারখালী উপজেলার সব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের মতামত ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলকে গতিশীল ও চলমান আন্দোলনকে বেগবান করতে উপজেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে বলেন, ‘আমাদের সঙ্গে কোনো প্রকার আলাপ–আলোচনা ছাড়াই অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে জেলার নেতারা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এ কমিটি আমরা মানি না। আমরা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমী বলেন, ‘সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও সাংগঠনিকভাবে কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়ে কোনো কিছু ঘটলে তা আমাদের কাছে আননেসেসারি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত