টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের অন্যতম একটি এলাকা টঙ্গী। শিল্প নগরী হিসেবে পরিচিত এ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। অভিযোগ উঠেছে ভাড়াটেদের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করছেন না বাড়ির মালিকেরা। এদিকে পুলিশের কাছে ভাড়াটেদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় উপজেলায় বাড়ছে অপরাধ। আর এতে দেশের বিভিন্ন স্থানের অপরাধীরা টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে নিরাপদে বসবাস করছেন।
জানা যায়, টঙ্গীতে ছোট-বড় ১৯টি বস্তি রয়েছে। বস্তিগুলো যেন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে প্রায়ই পুলিশ দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধের সঙ্গে জড়িত থাকা অপরাধীকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া ভাড়াটেদের সঠিক তথ্য না থাকায় খুব সহজেই অপরাধ করে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বসবাস করা সম্ভব হয়।
বাড়ির মালিক আনোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টঙ্গীর মধুমিতা এলাকায় আমার একটি আটতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৩৫টি পরিবার বাস করে। তাদের কোনো তথ্য নেই।’
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার অপর একটি বাড়ির মালিক মুছা বলেন, ‘আমার তিনতলা বাড়িতে নয়টি পরিবার বাস করছে। তবে কয়েক বছর আগে পুলিশের পক্ষ থেকে ভাড়াটের তথ্য ফরম বিতরণ করলেও তা জমা নেওয়া হয়নি। তবে ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় অধিকাংশ ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করতে রাজি হন না।’
টঙ্গীর গাজীপুরা এলাকার ভাড়াটে শাওন মোল্লা বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি নেওয়াটাই যথেষ্ট। বিস্তারিত তথ্য দেওয়া নিজের ও পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘টঙ্গী পশ্চিম থানাধীন বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ চলছে। শিগগিরই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।’
অপরদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘টঙ্গী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। দেশের বিভিন্ন স্থানে অপরাধ ঘটিয়ে অপরাধীরা এ এলাকায় নির্বিঘ্নে বাস করছে। টঙ্গী পূর্ব থানাধীন প্রতিটি বাড়িতে ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ ও সংগ্রহের কাছ এখনো চলছে।’
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইতিমধ্যে আবাসিক এলাকার বাড়ির হোল্ডিং নম্বর লাগানোসহ ভাড়াটেদের যাবতীয় তথ্য সংগ্রহ করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
গাজীপুর সিটি করপোরেশনের অন্যতম একটি এলাকা টঙ্গী। শিল্প নগরী হিসেবে পরিচিত এ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। অভিযোগ উঠেছে ভাড়াটেদের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করছেন না বাড়ির মালিকেরা। এদিকে পুলিশের কাছে ভাড়াটেদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় উপজেলায় বাড়ছে অপরাধ। আর এতে দেশের বিভিন্ন স্থানের অপরাধীরা টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে নিরাপদে বসবাস করছেন।
জানা যায়, টঙ্গীতে ছোট-বড় ১৯টি বস্তি রয়েছে। বস্তিগুলো যেন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে প্রায়ই পুলিশ দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধের সঙ্গে জড়িত থাকা অপরাধীকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া ভাড়াটেদের সঠিক তথ্য না থাকায় খুব সহজেই অপরাধ করে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বসবাস করা সম্ভব হয়।
বাড়ির মালিক আনোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টঙ্গীর মধুমিতা এলাকায় আমার একটি আটতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৩৫টি পরিবার বাস করে। তাদের কোনো তথ্য নেই।’
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার অপর একটি বাড়ির মালিক মুছা বলেন, ‘আমার তিনতলা বাড়িতে নয়টি পরিবার বাস করছে। তবে কয়েক বছর আগে পুলিশের পক্ষ থেকে ভাড়াটের তথ্য ফরম বিতরণ করলেও তা জমা নেওয়া হয়নি। তবে ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় অধিকাংশ ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করতে রাজি হন না।’
টঙ্গীর গাজীপুরা এলাকার ভাড়াটে শাওন মোল্লা বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি নেওয়াটাই যথেষ্ট। বিস্তারিত তথ্য দেওয়া নিজের ও পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘টঙ্গী পশ্চিম থানাধীন বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ চলছে। শিগগিরই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।’
অপরদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘টঙ্গী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। দেশের বিভিন্ন স্থানে অপরাধ ঘটিয়ে অপরাধীরা এ এলাকায় নির্বিঘ্নে বাস করছে। টঙ্গী পূর্ব থানাধীন প্রতিটি বাড়িতে ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ ও সংগ্রহের কাছ এখনো চলছে।’
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইতিমধ্যে আবাসিক এলাকার বাড়ির হোল্ডিং নম্বর লাগানোসহ ভাড়াটেদের যাবতীয় তথ্য সংগ্রহ করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে