এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জেলায় নারী দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০৭: ১৭

আগামী দিনে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতা আজ অগ্রগণ্য’। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ ছিল নানা আয়োজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে গতকাল সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্বিবিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ নার্গিস আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

গোপালপুর: গোপালপুরে দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মহিলাবিষয়ক কর্মকর্তা তাপসী শীল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারি-বেসরকারি নানা কর্মক্ষেত্রে নারীরা বিভিন্ন দায়িত্ব পালন করছে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় নানা শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী এসময় উপস্থিত ছিলেন। এ সময় পুরুষের সঙ্গে সমান তালি এগিয়ে যাওয়ার আত্মপ্রত্যয় ব্যক্ত করেন নারী সমাজের প্রতিনিধিরা।

ভূঞাপুর: ভূঞাপুরে গতকাল সকালে উপজেলার প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজন একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউএনও মোছা. ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত