নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্চ (অনুসন্ধান) কমিটির মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গতকাল বুধবার বঙ্গভবনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা।
বেলা সাড়ে ৩টার পর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
জানা গেছে, আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান জাসদের নেতারা। এরপর তাঁরা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানান। তাঁরা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন।
জাসদ বলছে, সংবিধানে নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সভাপতি হাসানুল হক ইনু জানান, তাঁরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। কমিটিতে জাসদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। তবে এই কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। পাশাপাশি বিচারপতি ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মতো সাংবিধানিক পদে যাঁরা আছেন, তাঁদেরও এ কমিটিতে রাখা যেতে পারে বলে মতামত দিয়েছেন জাসদ নেতারা।
ইনু বলেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ ভালো, তবে স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন তাঁরা।
এই সংলাপে বিএনপির অংশ নেওয়া না-নেওয়া প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, রাষ্ট্রপতির এই সংলাপে অংশ না নিয়ে এবং অসৌজন্যমূলক মন্তব্য করে বিএনপি প্রমাণ করেছে, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় তারা।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয়েছে গত সোমবার। প্রথম দিন সংলাপে যোগ দেয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আগামী রোববার বিকেলে সংলাপে যাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলার কথা রয়েছে।
সার্চ (অনুসন্ধান) কমিটির মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গতকাল বুধবার বঙ্গভবনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা।
বেলা সাড়ে ৩টার পর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
জানা গেছে, আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান জাসদের নেতারা। এরপর তাঁরা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানান। তাঁরা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন।
জাসদ বলছে, সংবিধানে নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সভাপতি হাসানুল হক ইনু জানান, তাঁরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। কমিটিতে জাসদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। তবে এই কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। পাশাপাশি বিচারপতি ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মতো সাংবিধানিক পদে যাঁরা আছেন, তাঁদেরও এ কমিটিতে রাখা যেতে পারে বলে মতামত দিয়েছেন জাসদ নেতারা।
ইনু বলেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ ভালো, তবে স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন তাঁরা।
এই সংলাপে বিএনপির অংশ নেওয়া না-নেওয়া প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, রাষ্ট্রপতির এই সংলাপে অংশ না নিয়ে এবং অসৌজন্যমূলক মন্তব্য করে বিএনপি প্রমাণ করেছে, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় তারা।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয়েছে গত সোমবার। প্রথম দিন সংলাপে যোগ দেয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আগামী রোববার বিকেলে সংলাপে যাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলার কথা রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে