চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নে মোজাম্মেল হক ও শলুয়ায় জিয়াউল হক মাসুমের প্রচারে এ হামলা চালানো হয় বলে তাঁরা দাবি করেছেন।
দুই প্রার্থীই ওই দুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে চারঘাট মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
চারঘাট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার তাঁর কর্মী-সমর্থকেরা আনারস মার্কার পোস্টার নিয়ে ব্যাটারিচালিত অটো গাড়িতে মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছিলেন। প্রচার গাড়ি বুদিরহাট বাজারের উত্তরে মাহাবুল ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে ওই এলাকার মাজেল, রাব্বি, নুরু ও জাহাঙ্গীর হামলা চালায়। এ সময় গাড়ি, মাইক ও ব্যাটারি ভাঙচুর করা হয়। নৌকার প্রার্থী ফজলুল হক এ ঘটনায় ইন্ধন দিয়েয়ে বলে দাবি করেন তিনি।
তবে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী ফজলুল হক। তিনি বলেন, ‘ওই স্বতন্ত্র প্রার্থী ভোটারদের সহানুভূতি আদায়ের জন্য নিজেই গাড়িতে হামলা চালিয়েছেন। আমার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়।’
এদিকে, শলুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মাসুম লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকেলে বালুদিয়াড় বাজারে তাঁর প্রচার গাড়িতে মাদক কারবারি মুক্তা বাহিনী হামলা চালায়। মাইক অকেজো করে দেওয়া হয়। পরবর্তীতে প্রচারে বের হলে গাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুক্তা আলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ওপাশ থেকে সাড়া মেলেনি তাঁর।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হবে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।’
চারঘাট উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নে মোজাম্মেল হক ও শলুয়ায় জিয়াউল হক মাসুমের প্রচারে এ হামলা চালানো হয় বলে তাঁরা দাবি করেছেন।
দুই প্রার্থীই ওই দুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে চারঘাট মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
চারঘাট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার তাঁর কর্মী-সমর্থকেরা আনারস মার্কার পোস্টার নিয়ে ব্যাটারিচালিত অটো গাড়িতে মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছিলেন। প্রচার গাড়ি বুদিরহাট বাজারের উত্তরে মাহাবুল ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে ওই এলাকার মাজেল, রাব্বি, নুরু ও জাহাঙ্গীর হামলা চালায়। এ সময় গাড়ি, মাইক ও ব্যাটারি ভাঙচুর করা হয়। নৌকার প্রার্থী ফজলুল হক এ ঘটনায় ইন্ধন দিয়েয়ে বলে দাবি করেন তিনি।
তবে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী ফজলুল হক। তিনি বলেন, ‘ওই স্বতন্ত্র প্রার্থী ভোটারদের সহানুভূতি আদায়ের জন্য নিজেই গাড়িতে হামলা চালিয়েছেন। আমার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়।’
এদিকে, শলুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মাসুম লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকেলে বালুদিয়াড় বাজারে তাঁর প্রচার গাড়িতে মাদক কারবারি মুক্তা বাহিনী হামলা চালায়। মাইক অকেজো করে দেওয়া হয়। পরবর্তীতে প্রচারে বের হলে গাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুক্তা আলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ওপাশ থেকে সাড়া মেলেনি তাঁর।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হবে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে