বরিশাল ও যশোর প্রতিনিধি
বরিশাল ও যশোরে বিশাল আকারের দুই কমিটি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় নয় শ সদস্যের এই দুই কমিটির আড়াই শ নেতাকেই চেনেন না দুই জেলার দুই সভাপতি। এ ছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন অছাত্র, বিবাহিত, পেশাজীবীরাও। নেতারাই বলছেন, এ কমিটি মাথার বোঝা হয়ে উঠতে পারে। সংগঠনের শৃঙ্খলা বাজায় রাখাও কঠিন হয়ে যাবে।
দুই জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার রাতে। এর মধ্যে বরিশাল জেলা ছাত্রদলের কমিটিতে আছেন ৪৮৭ জন। এর আগে ২০১৮ সালে মাহফুজুল আলম মিঠু সভাপতি, তারেক আল ইমরান সহসভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরান ও সোহেল রাঢ়ীকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটির তিন বছর পর ৪৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী আক্ষেপ করে বলেন, ‘আমার সহযোগী হিসেবে ৮০ জনকে সহসাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। গত ১৫ বছরে আমি এত বড় কমিটি দেখিনি।’ তিনি বলেন, বিশাল এ কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে, তাঁদের অধিকাংশই ছাত্রদলে জড়িত নন। কেউ বিদেশে আছেন, কেউ চিহ্নিত মাদক ব্যবসায়ী, কেউ এসএসসি পাস করেননি, কারও বিরুদ্ধে আছে নারী কেলেঙ্কারির অভিযোগ।
ঘোষিত কমিটির সহসভাপতি আসিফ আল মামুন পদ-বানিজ্যের অভিযোগ করেন সভাপতি মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে।
যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে বিবাহিত, বিতর্কিত অনেককে কমিটিতে পদায়ন করা হয়েছে। তাঁর জানামতে, কমপক্ষে ১০ জন আছেন বিবাহিত।
তবে সভাপতি মাহফুজুল আলমও ৪৮৭ সদস্যের কমিটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁরা এক বছর আগে ৩৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে হস্তান্তর করেন। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল ৪৮৭ সদস্যের কমিটি প্রকাশ করেছে। অতিরিক্ত ১৫৬ জন কোথা থেকে এল তা তাঁরাও জানেন না।
এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং বরিশাল বিভাগীয় টিমের সদস্য মিজান শরীফ বলেন, যাঁরা দীর্ঘ বছর পদ পাননি তাঁদের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এটি অনেকটা বিদায়ী পদ। এর মধ্যে অনেকে বিবাহিতও আছেন। তবে প্রবাসী, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী কেউ থাকলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতি দুই সন্তানের বাবা যশোর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য সংখ্যা ৩৯৯ জন। কমিটিতে ৩২ জনকে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া ৫৪ জন সহসাধারণ সম্পাদক, ৫০ জন যুগ্ম সম্পাদক ও ৪৫ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জেলা ছাত্রদলের অধিকাংশ নেতারই ছাত্রত্ব নেই। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি এখন মোটরপার্টস ব্যবসায়ী। সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেকও বিবাহিত। আইন পেশার সঙ্গে যুক্ত তিনি। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি মিনারেল পানির পাম্পের ব্যবসায় রয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান শামিম ও আরিফুজ্জামান সাইলেন্টও বিবাহিত। যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপুও ছাত্রদল ছেড়ে আইনজীবী ফোরামে যোগদান করেছেন। সহসাধারণ সম্পাদক শেখ সউদ আল রশিদ ড্যানি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। কিন্তু পদ পাননি। সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান একটি ক্লিনিকে কর্মরত। সহসাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার ইস্তি কর্মরত একটি কম্পিউটারের দোকানে।
জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই হামলা, মামলা আর গ্রেপ্তারের মধ্যে ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরাও। ওই সময়ে যাঁরা তৃণমূলে ভূমিকা রেখেছেন, দল তাঁদের মূল্যায়ন করেছে। যে কারণে বিয়ে কিংবা অছাত্র বিষয়টি অতটা গুরুত্ব পায়নি।’
তারপরও এত বড় কমিটির বিষয়ে জানতে চাইলে রাজিদুর রহমান স্বীকার করেন ‘অন্তত এক শ নেতাকে তো আমরাই চিনি না! তাঁরা কীভাবে পদে এসেছে এটি আমাদের বোধগম্য নয়। অনেকেই আবার বিএনপির ভিন্ন অঙ্গ কিংবা সহযোগী সংগঠনের পদেও রয়েছেন। তাঁদের আমরা চিহ্নিত করছি। এরপর এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসব।’
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘কিছু কিছু বিষয় আমরাও শুনেছি। তবে সবেমাত্র কমিটি ঘোষণা হয়েছে। এখনো আমরা পুরোপুরি তথ্য পাইনি। মূল দল হিসেবে আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। পুরো প্রক্রিয়া চূড়ান্ত হলে, আমরা জেলা ছাত্রদলের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
বরিশাল ও যশোরে বিশাল আকারের দুই কমিটি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় নয় শ সদস্যের এই দুই কমিটির আড়াই শ নেতাকেই চেনেন না দুই জেলার দুই সভাপতি। এ ছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন অছাত্র, বিবাহিত, পেশাজীবীরাও। নেতারাই বলছেন, এ কমিটি মাথার বোঝা হয়ে উঠতে পারে। সংগঠনের শৃঙ্খলা বাজায় রাখাও কঠিন হয়ে যাবে।
দুই জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার রাতে। এর মধ্যে বরিশাল জেলা ছাত্রদলের কমিটিতে আছেন ৪৮৭ জন। এর আগে ২০১৮ সালে মাহফুজুল আলম মিঠু সভাপতি, তারেক আল ইমরান সহসভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরান ও সোহেল রাঢ়ীকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটির তিন বছর পর ৪৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী আক্ষেপ করে বলেন, ‘আমার সহযোগী হিসেবে ৮০ জনকে সহসাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। গত ১৫ বছরে আমি এত বড় কমিটি দেখিনি।’ তিনি বলেন, বিশাল এ কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে, তাঁদের অধিকাংশই ছাত্রদলে জড়িত নন। কেউ বিদেশে আছেন, কেউ চিহ্নিত মাদক ব্যবসায়ী, কেউ এসএসসি পাস করেননি, কারও বিরুদ্ধে আছে নারী কেলেঙ্কারির অভিযোগ।
ঘোষিত কমিটির সহসভাপতি আসিফ আল মামুন পদ-বানিজ্যের অভিযোগ করেন সভাপতি মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে।
যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে বিবাহিত, বিতর্কিত অনেককে কমিটিতে পদায়ন করা হয়েছে। তাঁর জানামতে, কমপক্ষে ১০ জন আছেন বিবাহিত।
তবে সভাপতি মাহফুজুল আলমও ৪৮৭ সদস্যের কমিটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁরা এক বছর আগে ৩৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে হস্তান্তর করেন। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল ৪৮৭ সদস্যের কমিটি প্রকাশ করেছে। অতিরিক্ত ১৫৬ জন কোথা থেকে এল তা তাঁরাও জানেন না।
এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং বরিশাল বিভাগীয় টিমের সদস্য মিজান শরীফ বলেন, যাঁরা দীর্ঘ বছর পদ পাননি তাঁদের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এটি অনেকটা বিদায়ী পদ। এর মধ্যে অনেকে বিবাহিতও আছেন। তবে প্রবাসী, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী কেউ থাকলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতি দুই সন্তানের বাবা যশোর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য সংখ্যা ৩৯৯ জন। কমিটিতে ৩২ জনকে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া ৫৪ জন সহসাধারণ সম্পাদক, ৫০ জন যুগ্ম সম্পাদক ও ৪৫ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জেলা ছাত্রদলের অধিকাংশ নেতারই ছাত্রত্ব নেই। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি এখন মোটরপার্টস ব্যবসায়ী। সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেকও বিবাহিত। আইন পেশার সঙ্গে যুক্ত তিনি। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি মিনারেল পানির পাম্পের ব্যবসায় রয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান শামিম ও আরিফুজ্জামান সাইলেন্টও বিবাহিত। যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপুও ছাত্রদল ছেড়ে আইনজীবী ফোরামে যোগদান করেছেন। সহসাধারণ সম্পাদক শেখ সউদ আল রশিদ ড্যানি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। কিন্তু পদ পাননি। সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান একটি ক্লিনিকে কর্মরত। সহসাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার ইস্তি কর্মরত একটি কম্পিউটারের দোকানে।
জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই হামলা, মামলা আর গ্রেপ্তারের মধ্যে ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরাও। ওই সময়ে যাঁরা তৃণমূলে ভূমিকা রেখেছেন, দল তাঁদের মূল্যায়ন করেছে। যে কারণে বিয়ে কিংবা অছাত্র বিষয়টি অতটা গুরুত্ব পায়নি।’
তারপরও এত বড় কমিটির বিষয়ে জানতে চাইলে রাজিদুর রহমান স্বীকার করেন ‘অন্তত এক শ নেতাকে তো আমরাই চিনি না! তাঁরা কীভাবে পদে এসেছে এটি আমাদের বোধগম্য নয়। অনেকেই আবার বিএনপির ভিন্ন অঙ্গ কিংবা সহযোগী সংগঠনের পদেও রয়েছেন। তাঁদের আমরা চিহ্নিত করছি। এরপর এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসব।’
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘কিছু কিছু বিষয় আমরাও শুনেছি। তবে সবেমাত্র কমিটি ঘোষণা হয়েছে। এখনো আমরা পুরোপুরি তথ্য পাইনি। মূল দল হিসেবে আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। পুরো প্রক্রিয়া চূড়ান্ত হলে, আমরা জেলা ছাত্রদলের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে