সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নামে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক ৫ লাখের বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। গত বুধবার সকালে জেলা প্রেসক্লাবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় মনিরুজ্জামান তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমি কলারোয়া সরকারি জি. কে. এম. কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে ২০০২ সালের ১ জুন থেকে অদ্যাবধি কর্মরত আছি। আমাদের বর্তমান প্রধান শিক্ষক আবদুর রব এই স্কুলে যোগদান করার পর থেকে স্কুলের লাখো টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে বিদ্যালয়টি ২০১৮ সালের ২১ মে জাতীয়করণ ঘোষণার পর থেকে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি আমার কাছ থেকে জাতীয়করণ করার নাম করে বিভিন্ন সময়ে মোট ৫ লাখ টাকা আদায় করেছেন। অথচ আমাদের বিদ্যালয়ে এখনো জাতীয়করণ হয়নি।’
মনিরুজ্জামান আরও বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চলতি বছরের ১৩ এপ্রিল আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আমাকে হত্যার হুমকি দেন। আমি কোনো উত্তর না দিয়ে বাড়ি চলে যাই। এর পর গত ১৭ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে লোহাকুড়া ঘোষের পুকুরের পাশে প্রধান শিক্ষক আবদুর রব ও মাওলানা শিক্ষক আক্তারসহ আরও ৪-৫ জন সন্ত্রাসী রড, হাতুড়ি, চাকু, রামদা নিয়ে আমার ওপর আক্রমণ করেন। এ সময় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
সংবাদ সম্মেলনে তিনি প্রধান শিক্ষক আবদুর রবের হাত থেকে নিজেকে রক্ষা ও তার কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া ৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়াসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নামে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক ৫ লাখের বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। গত বুধবার সকালে জেলা প্রেসক্লাবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় মনিরুজ্জামান তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমি কলারোয়া সরকারি জি. কে. এম. কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে ২০০২ সালের ১ জুন থেকে অদ্যাবধি কর্মরত আছি। আমাদের বর্তমান প্রধান শিক্ষক আবদুর রব এই স্কুলে যোগদান করার পর থেকে স্কুলের লাখো টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে বিদ্যালয়টি ২০১৮ সালের ২১ মে জাতীয়করণ ঘোষণার পর থেকে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি আমার কাছ থেকে জাতীয়করণ করার নাম করে বিভিন্ন সময়ে মোট ৫ লাখ টাকা আদায় করেছেন। অথচ আমাদের বিদ্যালয়ে এখনো জাতীয়করণ হয়নি।’
মনিরুজ্জামান আরও বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চলতি বছরের ১৩ এপ্রিল আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আমাকে হত্যার হুমকি দেন। আমি কোনো উত্তর না দিয়ে বাড়ি চলে যাই। এর পর গত ১৭ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে লোহাকুড়া ঘোষের পুকুরের পাশে প্রধান শিক্ষক আবদুর রব ও মাওলানা শিক্ষক আক্তারসহ আরও ৪-৫ জন সন্ত্রাসী রড, হাতুড়ি, চাকু, রামদা নিয়ে আমার ওপর আক্রমণ করেন। এ সময় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
সংবাদ সম্মেলনে তিনি প্রধান শিক্ষক আবদুর রবের হাত থেকে নিজেকে রক্ষা ও তার কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া ৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়াসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে