ত্রিশাল প্রতিনিধি
ত্রিশালে জন্মনিবন্ধন সংশোধন অনেক বিড়ম্বনা ও সময়সাপেক্ষ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জন্য। তবে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের এক উদ্যোগ বদলে গেছে সেই প্রেক্ষাপট। সাত দিনের জন্য মাত্র এক ঘণ্টায় জন্মনিবন্ধন করতে পারছেন সেবাগ্রহীতারা। এই উদ্যোগের ফলে চার দিনেই তিন শতাধিক উপকারভোগী তাঁদের জন্মনিবন্ধন ও সংশোধন করতে পেরেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ইউএনও কার্যালয়ের স্টলে এ সুযোগ পাচ্ছে সেবাগ্রহীতারা। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সংশোধিত বিষয়ের ওপর কী কী তথ্য-উপাত্ত প্রয়োজন হবে তা লিপিবদ্ধ করে স্টলের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মাইকিং করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে জন্মনিবন্ধন সনদ সংশোধনে সেবাগ্রহীতাদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। জন্ম নিবন্ধন করতে দিনের পর দিন এমনকি মাসও লেগে যেতো বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে সাত দিনের জন্য সেই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন তাঁরা। এখন স্থায়ীভাবে এ ধরনের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
শফিকুল ইসলাম নামে একজন বলেন, ‘এভাবে জন্মনিবন্ধন সহজ হওয়ায় এখন অল্প সময়েই নিবন্ধন করতে পারছি। এ বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে।’
উপজেলার আইসিটি টেকনিশিয়ান মোজাম্মেল হক বলেন, ‘এটি আমাদের ইউএনওর একটি উদ্যোগ। সেবার মান আরও ভালো করা সম্ভব, যদি সারাক্ষণ সার্ভার সচল থাকে। এ পর্যন্ত তিন শতাধিক লোকের জন্মনিবন্ধন সংশোধন সম্ভব হয়েছে।’
জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে আসা সমিক হাসান বলেন, ‘শুনেছিলাম জন্ম নিবন্ধন সংশোধনে অনেক ভোগান্তি পোহাতে হয়। আবেদন ফরম জমা দিলে বেশ কয়েক দিন পর শুনানির তারিখ পড়ে। সে তারিখে উপস্থিত হয়ে তারপর সংশোধন করতে হয়। কিন্তু মেলা উপলক্ষে কয়েক মিনিটেই আমি আমার জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে পেরেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘সংশোধনের ধরনের ওপর ভিত্তি করে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, তা সেবাগ্রহীতাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এতে অল্প সময়ে সহজেই জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়া সম্ভব হচ্ছে। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে।’
ত্রিশালে জন্মনিবন্ধন সংশোধন অনেক বিড়ম্বনা ও সময়সাপেক্ষ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জন্য। তবে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের এক উদ্যোগ বদলে গেছে সেই প্রেক্ষাপট। সাত দিনের জন্য মাত্র এক ঘণ্টায় জন্মনিবন্ধন করতে পারছেন সেবাগ্রহীতারা। এই উদ্যোগের ফলে চার দিনেই তিন শতাধিক উপকারভোগী তাঁদের জন্মনিবন্ধন ও সংশোধন করতে পেরেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ইউএনও কার্যালয়ের স্টলে এ সুযোগ পাচ্ছে সেবাগ্রহীতারা। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সংশোধিত বিষয়ের ওপর কী কী তথ্য-উপাত্ত প্রয়োজন হবে তা লিপিবদ্ধ করে স্টলের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মাইকিং করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে জন্মনিবন্ধন সনদ সংশোধনে সেবাগ্রহীতাদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। জন্ম নিবন্ধন করতে দিনের পর দিন এমনকি মাসও লেগে যেতো বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে সাত দিনের জন্য সেই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন তাঁরা। এখন স্থায়ীভাবে এ ধরনের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
শফিকুল ইসলাম নামে একজন বলেন, ‘এভাবে জন্মনিবন্ধন সহজ হওয়ায় এখন অল্প সময়েই নিবন্ধন করতে পারছি। এ বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে।’
উপজেলার আইসিটি টেকনিশিয়ান মোজাম্মেল হক বলেন, ‘এটি আমাদের ইউএনওর একটি উদ্যোগ। সেবার মান আরও ভালো করা সম্ভব, যদি সারাক্ষণ সার্ভার সচল থাকে। এ পর্যন্ত তিন শতাধিক লোকের জন্মনিবন্ধন সংশোধন সম্ভব হয়েছে।’
জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে আসা সমিক হাসান বলেন, ‘শুনেছিলাম জন্ম নিবন্ধন সংশোধনে অনেক ভোগান্তি পোহাতে হয়। আবেদন ফরম জমা দিলে বেশ কয়েক দিন পর শুনানির তারিখ পড়ে। সে তারিখে উপস্থিত হয়ে তারপর সংশোধন করতে হয়। কিন্তু মেলা উপলক্ষে কয়েক মিনিটেই আমি আমার জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে পেরেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘সংশোধনের ধরনের ওপর ভিত্তি করে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, তা সেবাগ্রহীতাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এতে অল্প সময়ে সহজেই জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়া সম্ভব হচ্ছে। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে